ETV Bharat / state

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বক্সার মণিকার, সংবর্ধনা জানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ - চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী বক্সার মণিকা

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সংবর্ধিত হলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী মণিকা ৷

Monika
Monika
author img

By

Published : Jul 3, 2021, 11:07 AM IST

চিত্তরঞ্জন, 3 জুলাই : দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মহিলা বক্সার মণিকা ৷ তিনি আবার চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী ৷ মণিকাকে নিয়ে গর্বিত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিকরা ৷ তাই দেশে ফেরার পর মেরি কমের সতীর্থ মণিকাকে সংবর্ধনা জানাল তাঁর কর্মক্ষেত্র ৷

মে মাসে দুবাইয়ে বসেছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর ৷ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এই চ্যাম্পিয়নশিপের আসরে সর্বকালের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সাররা ৷ মোট 19 জন বক্সার দুবাই উড়ে গিয়েছিলেন ৷ তার মধ্যে 15 জন পদক জিতে ফেরেন ৷ তার মধ্যে দুটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ রয়েছে ৷ 51 কেজি বিভাগে রুপোর পদক জেতেন দেশের তারকা বক্সার মেরি কম ৷ সেই 15 দলের সদস্যের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী মণিকা ৷

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে মণিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে মণিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই নয়, মেডেল জিতেই ফিরেছেন মণিকা ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের 48 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জেতেন তিনি ৷ দেশে ফেরার পর রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে সংবর্ধিত হলেন মণিকা ৷ কারখানার মহা প্রবন্ধক সতীশ কুমার কাশ্যপ মনিকাকে সম্মান জানিয়েছেন ৷ রেল ইঞ্জিন কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, মহিলা বক্সার ও রেলকর্মী মণিকা এশিয়ান বক্সিংয়ে ব্রোঞ্জ জেতায় তাঁরা গর্বিত ।

চিত্তরঞ্জন, 3 জুলাই : দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মহিলা বক্সার মণিকা ৷ তিনি আবার চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী ৷ মণিকাকে নিয়ে গর্বিত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিকরা ৷ তাই দেশে ফেরার পর মেরি কমের সতীর্থ মণিকাকে সংবর্ধনা জানাল তাঁর কর্মক্ষেত্র ৷

মে মাসে দুবাইয়ে বসেছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর ৷ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এই চ্যাম্পিয়নশিপের আসরে সর্বকালের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সাররা ৷ মোট 19 জন বক্সার দুবাই উড়ে গিয়েছিলেন ৷ তার মধ্যে 15 জন পদক জিতে ফেরেন ৷ তার মধ্যে দুটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ রয়েছে ৷ 51 কেজি বিভাগে রুপোর পদক জেতেন দেশের তারকা বক্সার মেরি কম ৷ সেই 15 দলের সদস্যের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী মণিকা ৷

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে মণিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে মণিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে

আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা

শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই নয়, মেডেল জিতেই ফিরেছেন মণিকা ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের 48 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জেতেন তিনি ৷ দেশে ফেরার পর রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে সংবর্ধিত হলেন মণিকা ৷ কারখানার মহা প্রবন্ধক সতীশ কুমার কাশ্যপ মনিকাকে সম্মান জানিয়েছেন ৷ রেল ইঞ্জিন কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, মহিলা বক্সার ও রেলকর্মী মণিকা এশিয়ান বক্সিংয়ে ব্রোঞ্জ জেতায় তাঁরা গর্বিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.