ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়নজুলিতে, আহত 8

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়নজুলিতে পড়ে গেল। আহতদের মধ্যে রয়েছে দু'জন শিশু ও দু'জন মহিলা।

author img

By

Published : Mar 21, 2019, 10:16 AM IST

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

দুর্গাপুর, 21 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল নয়নজুলিতে। ঘটনায় আহত হয় দুই শিশু ও মহিলা সহ আটজন। বর্তমানে আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি DVC মোড়ের।

আজ সকালে আসানসোল থেকে 10 জন সদস্যের একটি পরিবার 2 নম্বর জাতীয় সড়ক হয়ে বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে DVC মোড়ের কাছে একটি নয়নজুলিতে গাড়িটি পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় নিউটাউনশিপ থানায়। পুলিশ এসে আহতদের দুর্গাপুর হাসপাতালে ভরতি করা হয়।

পুলিশের অনুমান গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর, 21 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল নয়নজুলিতে। ঘটনায় আহত হয় দুই শিশু ও মহিলা সহ আটজন। বর্তমানে আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি DVC মোড়ের।

আজ সকালে আসানসোল থেকে 10 জন সদস্যের একটি পরিবার 2 নম্বর জাতীয় সড়ক হয়ে বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে DVC মোড়ের কাছে একটি নয়নজুলিতে গাড়িটি পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় নিউটাউনশিপ থানায়। পুলিশ এসে আহতদের দুর্গাপুর হাসপাতালে ভরতি করা হয়।

পুলিশের অনুমান গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

Intro:বসন্ত উৎসবের সকালে শান্তিনিকেতনের দোল উৎসবে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল আসানসোল এর একটি পরিবার। বেপরোয়া গতিতে থাকা স্করপিও গাড়ি দুর্গাপুরের নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে।দুই শিশু ও দুই মহিলাসহ মোট আটজন আহত।দ্রুত স্থানীয়রা উদ্ধার করে আহতদের।পরে নিউটাউনশীপ থানার পুলিশ এসে আহত আটজন কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

আসানসোল থেকে একটি পরিবার স্করপিও গাড়িতে করে দুনম্বর জাতীয় সড়ক ধরে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে যোগ দিতে যাচ্ছিল।গাড়িটি খুব দ্রুত বেগে ডিভিসি মোড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে।এই দুর্ঘটনার জেরে গাড়ির চালক,দুই শিশুকন্যাসহ মোট আটজন আহত হন।আহত দের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।গাড়িটিতে মোট ১০ জন ছিলেন।স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন আহতদের।পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।চালক সুব্রত ঘোষ বলতে পারেন নি কিভাবে এই দুর্ঘটনা ঘটল।তবে অনুমান গাড়ির স্টিয়ারিং লক হওয়ার কারনে এই বিপত্তি।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.