ETV Bharat / state

Durgapur Double Murder Case: দুর্গাপুর জোড়া খুন মামলায় 8 কয়লা মাফিয়ার যাবজ্জীবন

জোড়া খুন মামলায় (Durgapur Double Murder Case) আটজন কয়লা মাফিয়াকে যাবজ্জীবন সাজা দিল দুর্গাপুর মহকুমা দায়রা আদালত ৷ 2016 সালের মামলায় ধৃতদের জেলে রেখেই শুনানি চলেছে ৷ আজ রায়ের পর সরকারি আইনজীবীকে ঘিরে বিক্ষোভ দেখান সাজাপ্রাপ্তদের পরিজনেরা ৷

Durgapur Double Murder Case ETV BHARAT
Durgapur Double Murder Case
author img

By

Published : Mar 22, 2023, 5:23 PM IST

Updated : Mar 22, 2023, 7:39 PM IST

জোড়া খুন মামলায় 8 কয়লা মাফিয়ার যাবজ্জীবন

দুর্গাপুর, 22 মার্চ: 2016 সালে কয়লা মাফিয়া শেখ আমিন এবং আরও এক ব্যক্তি শেখ মুজাহার হত্যাকাণ্ডে রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত (Eight Coal Mafias Get Life in Double Murder At Durgapur)৷ 8 জন বিচারাধীন বন্দি মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল ৷ বুধবার দুর্গাপুর মহকুমা দায়রা আদালতের (দ্বিতীয়) বিচারক প্রিয়ব্রত দত্ত দোষী 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷ সাজাপ্রাপ্তরা হল শেখ সানিউল ওরফে সানাই, শেখ শাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গীর, শেখ জনিয়ুল, বাবর আলি এবং শেখ শাহজাহানকে ৷

2016 সালে লাউদোহা থানা এলাকায় কয়লা কারবার নিয়ে ঝামেলার সূত্রপাত হয় ৷ তারপরেই ঈদের দিন কয়লা মাফিয়া শেখ আমিনকে গুলি করে হত্যা করা হয় ৷ আমিনকে বাঁচাতে গিয়ে কৈলাশপুর গ্রামের এক যুবক শেখ মুজাহার গুলিবিদ্ধ হন ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনদিন পর মারা যান তিনি ৷ সেই ঘটনার তদন্তে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে 8 জনকে গ্রেফতার করা হয় ৷ বিগত কয়েকবছর ধরে ধৃতরা বিচারাধীন অবস্থায় জেলে ছিলেন ৷

মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন ৷ আর আজ তাদের সাজা ঘোষণা করা হয় ৷ এদিন রায় ঘোষণার পর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ সরকারি আইনজীবীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে অভিযুক্তদের পরিবার-পরিজনরা ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷

সরকারি আইনজীবী দেবব্রত সাঁই জানিয়েছেন, এক সময় কৈলাসপুর গ্রাম মাফিয়াদের দখলে ছিল ৷ তিনি 2016 সাল থেকে এই কুখ্যাত অপরাধীদের সংশোধনাগারে রেখেই বিচার প্রক্রিয়ার জন্য সওয়াল করেছিলেন ৷ আর তারপর থেকে কৈলাসপুর গ্রামে শান্তি ফিরেছে ৷ আর আজকের রায়ের পর তা চিরস্থায়ী হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ আর তাঁর বিরুদ্ধে ক্ষোভ ও ঘুষ নেওয়ার অভিযোগে দেবব্রত সাঁই বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে যা বলছে বলতে পারে ৷ কারণ আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলার অর্থ হল সরকারি আইনজীবী হিসাবে এই মামলায় আমি সফল ৷’’

আরও পড়ুন: মালদা জোড়া খুনে 26 বছর পর সাজা ঘোষণা, যাবজ্জীবন 10 জনের

অন্যদিকে সাজাপ্রাপ্তদের আইনজীবী সৌমেন মিত্র জানিয়েছেন, দুর্গাপুর মহকুমা আদালতের রায়কে সম্মান জানালেও, তিনি উচ্চ আদালতে আবেদন করবেন ৷ এই মামলায় কোথায়, কী ভুল ত্রুটি রয়েছে ? তা খতিয়ে দেখে তাঁর মক্কেলদের মুক্তির আবেদন করবেন বলে জানান আইনজীবী ৷ পাশাপাশি, সরকারি আইনজীবীকে অর্থ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না ৷ তাই কোনও মন্তব্য করতে চাননি ৷

জোড়া খুন মামলায় 8 কয়লা মাফিয়ার যাবজ্জীবন

দুর্গাপুর, 22 মার্চ: 2016 সালে কয়লা মাফিয়া শেখ আমিন এবং আরও এক ব্যক্তি শেখ মুজাহার হত্যাকাণ্ডে রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত (Eight Coal Mafias Get Life in Double Murder At Durgapur)৷ 8 জন বিচারাধীন বন্দি মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল ৷ বুধবার দুর্গাপুর মহকুমা দায়রা আদালতের (দ্বিতীয়) বিচারক প্রিয়ব্রত দত্ত দোষী 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷ সাজাপ্রাপ্তরা হল শেখ সানিউল ওরফে সানাই, শেখ শাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গীর, শেখ জনিয়ুল, বাবর আলি এবং শেখ শাহজাহানকে ৷

2016 সালে লাউদোহা থানা এলাকায় কয়লা কারবার নিয়ে ঝামেলার সূত্রপাত হয় ৷ তারপরেই ঈদের দিন কয়লা মাফিয়া শেখ আমিনকে গুলি করে হত্যা করা হয় ৷ আমিনকে বাঁচাতে গিয়ে কৈলাশপুর গ্রামের এক যুবক শেখ মুজাহার গুলিবিদ্ধ হন ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনদিন পর মারা যান তিনি ৷ সেই ঘটনার তদন্তে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে 8 জনকে গ্রেফতার করা হয় ৷ বিগত কয়েকবছর ধরে ধৃতরা বিচারাধীন অবস্থায় জেলে ছিলেন ৷

মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন ৷ আর আজ তাদের সাজা ঘোষণা করা হয় ৷ এদিন রায় ঘোষণার পর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ সরকারি আইনজীবীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে অভিযুক্তদের পরিবার-পরিজনরা ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷

সরকারি আইনজীবী দেবব্রত সাঁই জানিয়েছেন, এক সময় কৈলাসপুর গ্রাম মাফিয়াদের দখলে ছিল ৷ তিনি 2016 সাল থেকে এই কুখ্যাত অপরাধীদের সংশোধনাগারে রেখেই বিচার প্রক্রিয়ার জন্য সওয়াল করেছিলেন ৷ আর তারপর থেকে কৈলাসপুর গ্রামে শান্তি ফিরেছে ৷ আর আজকের রায়ের পর তা চিরস্থায়ী হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি ৷ আর তাঁর বিরুদ্ধে ক্ষোভ ও ঘুষ নেওয়ার অভিযোগে দেবব্রত সাঁই বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে যা বলছে বলতে পারে ৷ কারণ আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলার অর্থ হল সরকারি আইনজীবী হিসাবে এই মামলায় আমি সফল ৷’’

আরও পড়ুন: মালদা জোড়া খুনে 26 বছর পর সাজা ঘোষণা, যাবজ্জীবন 10 জনের

অন্যদিকে সাজাপ্রাপ্তদের আইনজীবী সৌমেন মিত্র জানিয়েছেন, দুর্গাপুর মহকুমা আদালতের রায়কে সম্মান জানালেও, তিনি উচ্চ আদালতে আবেদন করবেন ৷ এই মামলায় কোথায়, কী ভুল ত্রুটি রয়েছে ? তা খতিয়ে দেখে তাঁর মক্কেলদের মুক্তির আবেদন করবেন বলে জানান আইনজীবী ৷ পাশাপাশি, সরকারি আইনজীবীকে অর্থ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না ৷ তাই কোনও মন্তব্য করতে চাননি ৷

Last Updated : Mar 22, 2023, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.