ETV Bharat / state

Chandrayaan 3 Sweet: দুর্গাপুরে চন্দ্রযান! ক্ষীরের তৈরি 90 কেজির মিষ্টি দেখার ভীড় সামলাতে হিমশিম পুলিশ - চন্দ্রযান থ্রি

Chandrayaan 3 Sweet at Durgapur: ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে তৈরি 90 কেজির 'চন্দ্রযান-3' ৷ সৌজন্যে দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটস। আর তা দেখতে দুর্গাপুরের মামড়া বাজারে এমন ভীড় জমেছে যে, তা সামলাতে পুলিশকে ছুটতে হল সেখানে।

Chandrayaan 3 Sweet
দুর্গাপুরেও তৈরি চন্দ্রযান
author img

By

Published : Aug 16, 2023, 2:53 PM IST

90 কেজি ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে তৈরি চন্দ্রযান 3

দুর্গাপুর, 16 অগস্ট: 'চাঁদের বাড়ি'র কাছাকাছি 'চন্দ্রযান-থ্রি'। আর এই চন্দ্রযান নিয়ে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। আপাতত চন্দ্রযানের চাঁদে অবতরণের অপেক্ষায় দেশসুদ্ধ উৎসুক মানুষ। 77তম স্বাধীনতা দিবসে ইসরোর প্রশংসায় দেশের মানুষ। এবার মিষ্টির চন্দ্রযান-থ্রি তৈরি করে ইসরোর প্রশংসায় দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটস। প্রতিষ্ঠানের 51 বছরপূর্তি উপলক্ষ্যেই এই আয়োজন ৷

15 দিনে 90 কেজি ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে চন্দ্রযান-থ্রি তৈরি করে ফেলেছেন দুর্গাপুরের ওই মিষ্টির দোকানের কারিগররা। বুধবার সকাল থেকেই এই ক্ষীরের তৈরি চন্দ্রযান-থ্রি দেখতে উপচে পড়েছে ভীড় ৷ দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটসের সেই ভীড় সামলাতে ছুটতে হল পুলিশকে। এককথায় দুধের স্বাদ ঘোলে মেটাল দুর্গাপুরবাসী। এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার দেবাশিষ ঘোষ বলেন, "এর আগে আমরা ফুটবল বিশ্বকাপে ক্ষীর দিয়ে মেসি, এমবাপে, রোনাল্ডোর অবয়ব তৈরি করেছিলাম। তার আগে আমরা ক্রিকেট খেলারও বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছিলাম মিষ্টান্ন তৈরির মধ্য দিয়ে।"

আরও পড়ুন: বারো হাতের কাপড়ে ফুটে উঠল ভারতের মানচিত্র ও মনীষীদের মুখ, বিশেষ শ্রদ্ধা তাঁতশিল্পীর

তিনি আরও বলেন, "আমাদের দোকানের 51তম প্রতিষ্ঠা দিবসে ক্ষীর দিয়ে 90 কেজি ওজনের 'চন্দ্রযান-থ্রি' তৈরি করলাম। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত এই চন্দ্রযান-থ্রি থাকবে।" উল্লেখ্য এই মিষ্টান্ন প্রতিষ্ঠান বরাবরই দেশের বিভিন্ন বড় বড় ইভেন্টের কথা মাথায় রেখেই মিষ্টি তৈরি করে তাক লাগিয়েছে সাধারণ মানুষকে। এবার চন্দ্রযান-থ্রি'র রেপ্লিকা দেখতে উপচে পড়ছে ভীড়। মিষ্টির দোকানের বাইরে রাখা এই মিষ্টান্ন দেখতে কৌতূহলী মানুষ ছুটে যাচ্ছেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার মামড়া বাজারে। রিক্তা ঘোষ নামের এক ছাত্রী জানায়, খুব ভালোলাগছে। 'চন্দ্রযান-থ্রি' দেশের সাফল্যের এক অধ্যায়। সেই অধ্যায়কে নিয়ে তৈরি মিষ্টান্ন দেখতে এসেছে সে। খুব সুন্দর বানানো হয়েছে ৷

90 কেজি ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে তৈরি চন্দ্রযান 3

দুর্গাপুর, 16 অগস্ট: 'চাঁদের বাড়ি'র কাছাকাছি 'চন্দ্রযান-থ্রি'। আর এই চন্দ্রযান নিয়ে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। আপাতত চন্দ্রযানের চাঁদে অবতরণের অপেক্ষায় দেশসুদ্ধ উৎসুক মানুষ। 77তম স্বাধীনতা দিবসে ইসরোর প্রশংসায় দেশের মানুষ। এবার মিষ্টির চন্দ্রযান-থ্রি তৈরি করে ইসরোর প্রশংসায় দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটস। প্রতিষ্ঠানের 51 বছরপূর্তি উপলক্ষ্যেই এই আয়োজন ৷

15 দিনে 90 কেজি ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে চন্দ্রযান-থ্রি তৈরি করে ফেলেছেন দুর্গাপুরের ওই মিষ্টির দোকানের কারিগররা। বুধবার সকাল থেকেই এই ক্ষীরের তৈরি চন্দ্রযান-থ্রি দেখতে উপচে পড়েছে ভীড় ৷ দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটসের সেই ভীড় সামলাতে ছুটতে হল পুলিশকে। এককথায় দুধের স্বাদ ঘোলে মেটাল দুর্গাপুরবাসী। এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার দেবাশিষ ঘোষ বলেন, "এর আগে আমরা ফুটবল বিশ্বকাপে ক্ষীর দিয়ে মেসি, এমবাপে, রোনাল্ডোর অবয়ব তৈরি করেছিলাম। তার আগে আমরা ক্রিকেট খেলারও বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছিলাম মিষ্টান্ন তৈরির মধ্য দিয়ে।"

আরও পড়ুন: বারো হাতের কাপড়ে ফুটে উঠল ভারতের মানচিত্র ও মনীষীদের মুখ, বিশেষ শ্রদ্ধা তাঁতশিল্পীর

তিনি আরও বলেন, "আমাদের দোকানের 51তম প্রতিষ্ঠা দিবসে ক্ষীর দিয়ে 90 কেজি ওজনের 'চন্দ্রযান-থ্রি' তৈরি করলাম। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত এই চন্দ্রযান-থ্রি থাকবে।" উল্লেখ্য এই মিষ্টান্ন প্রতিষ্ঠান বরাবরই দেশের বিভিন্ন বড় বড় ইভেন্টের কথা মাথায় রেখেই মিষ্টি তৈরি করে তাক লাগিয়েছে সাধারণ মানুষকে। এবার চন্দ্রযান-থ্রি'র রেপ্লিকা দেখতে উপচে পড়ছে ভীড়। মিষ্টির দোকানের বাইরে রাখা এই মিষ্টান্ন দেখতে কৌতূহলী মানুষ ছুটে যাচ্ছেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার মামড়া বাজারে। রিক্তা ঘোষ নামের এক ছাত্রী জানায়, খুব ভালোলাগছে। 'চন্দ্রযান-থ্রি' দেশের সাফল্যের এক অধ্যায়। সেই অধ্যায়কে নিয়ে তৈরি মিষ্টান্ন দেখতে এসেছে সে। খুব সুন্দর বানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.