ETV Bharat / state

দুর্গাপুর মহকুমা প্রশাসকের তরফ থেকে মাস্ক বিতরণ - Durgapur sub divisional administrator has given message of covid awareness to the local people

দুর্গাপুরের ব্যস্ততম বাজার বেনাচিতি বাজার ৷ কিন্তু অধিকাংশের মুখে মাস্ক নেই ৷ পাশাপাশি নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও দোকানপাট খোলা ৷ এই করোনা পরিস্থিতিতে পথচলতিদের ও ব্যবসায়ীদের যথাযথ নিয়মবিধি পালনের বার্তা দিল দুর্গাপুর মহকুমা প্রশাসক ৷

দুর্গাপুর মহকুমা প্রশাসকের তরফ থেকে মাস্ক বিতরণ
দুর্গাপুর মহকুমা প্রশাসকের তরফ থেকে মাস্ক বিতরণ
author img

By

Published : May 7, 2021, 9:32 AM IST

দুর্গাপুর, 7 মে : লাগামহীন রাজ্যে করোনা সংক্রমণ ৷ সেই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকাল ট্রেন বন্ধ হয়েছে ৷ দোকানপাট খোলার সময়েরও পরিবর্তন ঘটেছে ৷ কিন্তু পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারের ছবিটা একদম অন্যরকম ৷ কাতারে কাতারে মানুষ যাতায়াত করছে ৷ কিন্তু বেশীরভাগের মুখে মাস্ক নেই ৷ দোকানপাট বন্ধের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও দিব্যি খোলা সেগুলি ৷ এই পরিস্থিতিতে পথচলতি মানুষদের ও ব্যবসায়ীদের সচেতনতার পাঠ পড়াল দুর্গাপুর মহকুমা প্রশাসক ৷

গোটা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরের কোভিড পরিস্থিতিত অত্যন্ত উদ্বেগজনক ৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষদের উদ্দেশ্যে একযোগে সচেতনতার বার্তা দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা এবং দুর্গাপুর মহকুমা প্রশাসক ৷ যাদের মুখে মাস্ক নেই তাদের যেমন মাস্ক বিলি করলেন তেমনই সামাজিক দুরত্ববিধি মেনে চলারও নির্দেশ দিলেন ৷ পাশাপাশি যেসব দোকানগুলি সন্ধ্যা সাতটার পরও খোলা ছিল , সেই দোকানদারদের রাজ্যের কোভিড গাইডলাইন মেনে চলার অনুরোধ করলেন ৷

দুর্গাপুরের ব্যস্ততম বাজার বেনাচিতি বাজার ৷ পুলিশকর্মীদের এই প্রচার কি আদৌ কোনও প্রভাব ফেলবে সাধারণের উপর ? কর্মরত এক পুলিশকর্মী বললেন, " রাস্তায় যারা বেড়িয়েছেন তাদের অধিকাংশের মুখে মাস্ক নেই ৷ তাই আমরা তাদের মাস্ক বিতরণ করে সচেতনতার বার্তা দিতে চেয়েছি ৷ এতে কাজও হয়েছে ৷ অনেক মানুষ মুখে মাস্কও পরেছেন ৷ এখনও অনেক মানুষ মুখে মাস্ক পরছেনা ৷ কিন্তু আশা করি আমাদের ম্যারাথন প্রচার কাজে দেবে ৷ মানুষ সচেতন হবে ৷ "

আর দোকানপাট ! যেগুলি খোলা রয়েছে সেগুলির ব্যবসায়ীদের জন্য কী কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে ? " হ্যাঁ ৷ তাঁদের আমরা বলেছি ৷ রাজ্যের গাইডলাইন মেনে চলার জন্য ৷ আর কিছুদিনের মধ্যেই আশা করি মানুষ সব কিছু মেনে চলবে ৷ " জানালেন এক কর্মরত পুলিশকর্মী ৷

আরও পড়ুন :দলবদলুদের চাইল না বাংলা

দুর্গাপুর, 7 মে : লাগামহীন রাজ্যে করোনা সংক্রমণ ৷ সেই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকাল ট্রেন বন্ধ হয়েছে ৷ দোকানপাট খোলার সময়েরও পরিবর্তন ঘটেছে ৷ কিন্তু পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারের ছবিটা একদম অন্যরকম ৷ কাতারে কাতারে মানুষ যাতায়াত করছে ৷ কিন্তু বেশীরভাগের মুখে মাস্ক নেই ৷ দোকানপাট বন্ধের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও দিব্যি খোলা সেগুলি ৷ এই পরিস্থিতিতে পথচলতি মানুষদের ও ব্যবসায়ীদের সচেতনতার পাঠ পড়াল দুর্গাপুর মহকুমা প্রশাসক ৷

গোটা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরের কোভিড পরিস্থিতিত অত্যন্ত উদ্বেগজনক ৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষদের উদ্দেশ্যে একযোগে সচেতনতার বার্তা দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা এবং দুর্গাপুর মহকুমা প্রশাসক ৷ যাদের মুখে মাস্ক নেই তাদের যেমন মাস্ক বিলি করলেন তেমনই সামাজিক দুরত্ববিধি মেনে চলারও নির্দেশ দিলেন ৷ পাশাপাশি যেসব দোকানগুলি সন্ধ্যা সাতটার পরও খোলা ছিল , সেই দোকানদারদের রাজ্যের কোভিড গাইডলাইন মেনে চলার অনুরোধ করলেন ৷

দুর্গাপুরের ব্যস্ততম বাজার বেনাচিতি বাজার ৷ পুলিশকর্মীদের এই প্রচার কি আদৌ কোনও প্রভাব ফেলবে সাধারণের উপর ? কর্মরত এক পুলিশকর্মী বললেন, " রাস্তায় যারা বেড়িয়েছেন তাদের অধিকাংশের মুখে মাস্ক নেই ৷ তাই আমরা তাদের মাস্ক বিতরণ করে সচেতনতার বার্তা দিতে চেয়েছি ৷ এতে কাজও হয়েছে ৷ অনেক মানুষ মুখে মাস্কও পরেছেন ৷ এখনও অনেক মানুষ মুখে মাস্ক পরছেনা ৷ কিন্তু আশা করি আমাদের ম্যারাথন প্রচার কাজে দেবে ৷ মানুষ সচেতন হবে ৷ "

আর দোকানপাট ! যেগুলি খোলা রয়েছে সেগুলির ব্যবসায়ীদের জন্য কী কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে ? " হ্যাঁ ৷ তাঁদের আমরা বলেছি ৷ রাজ্যের গাইডলাইন মেনে চলার জন্য ৷ আর কিছুদিনের মধ্যেই আশা করি মানুষ সব কিছু মেনে চলবে ৷ " জানালেন এক কর্মরত পুলিশকর্মী ৷

আরও পড়ুন :দলবদলুদের চাইল না বাংলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.