ETV Bharat / state

কোরোনা ভয়েও বাধ মানছে না ভিড়, সরানো হচ্ছে বেনাচিতি বাজার - রাজ্যে লকডাউন

কোরোনা সংক্রমণ এড়াতে দেশে লকডাউন । অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সবকিছুই । বাজার খোলা থাকলেও দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে । কিন্তু নির্দেশ না মেনে দুর্গাপুরের বেনাচিতি বাজারে উপচে পড়া ভিড় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্যত্র সরানো হল বাজারের সবজি ও মাছের দোকান ।

durgapur
বেনাচিতি
author img

By

Published : Mar 27, 2020, 3:22 PM IST

Updated : Mar 27, 2020, 10:32 PM IST

দুর্গাপুর, 27 মার্চ : বার বার বুঝিয়ে, সচেতন করেও কোনও ফল মিলল না । লকডাউনের মাঝেও ভিড় একই রকম । অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরিয়ে নিয়ে যাওয়া হল দুর্গাপুরের বেনাচিতি বাজার । বাজারের সবজি ও মাছের দোকানগুলিকে দেশবন্ধু নগর ও হর্ষবর্ধন ময়দানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল দুর্গাপুর নগরনিগম ।

লকডাউনের তৃতীয় দিন । রাজ্যের প্রতিটি জায়গায় মাইকিং করে, বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে কোরোনার ভয়াবহতা । সতর্ক করা হচ্ছে । সচেতন করা হচ্ছে প্রত্যেককে । কিন্তু তাতেও পুলিশকে বার বার বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে ঘরমুখী করতে গিয়ে । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাজারে গিয়ে পরিদর্শন করেন । সাধারণ মানুষকে বোঝান । কতোটা দূরত্ব একে অপরের সঙ্গে রাখতে হবে তা বোঝাতে গিয়ে চক দিয়ে রাস্তায় গোল দাগও কেটে দেন । কিন্তু তাতে কী ? খাবার না পাওয়ার ভয়ে বা রোজকার অভ্যেসে, প্রতিদিনই ভিড় হচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে । ভিড় হচ্ছে দুর্গাপুরের বেনাচিতি বাজারেও । পুলিশের কথা কার্যত মানছে না কেউই ।

durgapur
এভাবেই ভিড় বাজারে চলছে মাছ বিক্রি

আজ বাজার পরিদর্শনে আসেন দুর্গাপুর নগরনিগমের কমিশনার পুষ্পেন্দু মিত্র, বাজার দপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি, দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারসহ এই এলাকার সমস্ত কাউন্সিলর । বাজারে ঢুকে তাঁরা কিছুটা অবাকই হন । ঘিঞ্জি মাছ বাজার ও সবজি বাজারে যেভাবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে মানুষ জিনিসপত্র কিনছেন তা দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ে তাঁদের । দুর্গাপুর নগরনিগমের কমিশনার পুষ্পেন্দু মিত্র জানিয়ে দেন, এইভাবে চলতে থাকলে বাজার বন্ধ করে দিতে হবে । সপ্তাহে দু'দিন বাজার চালু রেখে বাকি দিনগুলি বন্ধ করব । একই কথা শোনা যায় নগরনিগমের বাজার কমিটির মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের মুখেও ।

তবে, বাজার বন্ধ করলে খাদ্য সামগ্রী পেতে অসুবিধা হবে এই ভেবে পরে আবার বাজার খুলে রাখার কথাই ঘোষণা হয় । পরে দুর্গাপুর নগরনিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসন আলোচনার পর বেনাচিতি বাজারের সবজির দোকান ও মাছের দোকানগুলিকে স্থানীয় দেশবন্ধু নগর ময়দান ও হর্ষবর্ধণ জগধাত্রী পুজো ময়দানে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় । চলে মাইকে প্রচারও । এরপরও যদি কোনও সবজি বা মাছ বিক্রেতা বেনাচিতিতে সবজি, মাছ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রচারে জানানো হয় ।

দুর্গাপুর, 27 মার্চ : বার বার বুঝিয়ে, সচেতন করেও কোনও ফল মিলল না । লকডাউনের মাঝেও ভিড় একই রকম । অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরিয়ে নিয়ে যাওয়া হল দুর্গাপুরের বেনাচিতি বাজার । বাজারের সবজি ও মাছের দোকানগুলিকে দেশবন্ধু নগর ও হর্ষবর্ধন ময়দানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল দুর্গাপুর নগরনিগম ।

লকডাউনের তৃতীয় দিন । রাজ্যের প্রতিটি জায়গায় মাইকিং করে, বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে কোরোনার ভয়াবহতা । সতর্ক করা হচ্ছে । সচেতন করা হচ্ছে প্রত্যেককে । কিন্তু তাতেও পুলিশকে বার বার বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে ঘরমুখী করতে গিয়ে । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাজারে গিয়ে পরিদর্শন করেন । সাধারণ মানুষকে বোঝান । কতোটা দূরত্ব একে অপরের সঙ্গে রাখতে হবে তা বোঝাতে গিয়ে চক দিয়ে রাস্তায় গোল দাগও কেটে দেন । কিন্তু তাতে কী ? খাবার না পাওয়ার ভয়ে বা রোজকার অভ্যেসে, প্রতিদিনই ভিড় হচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে । ভিড় হচ্ছে দুর্গাপুরের বেনাচিতি বাজারেও । পুলিশের কথা কার্যত মানছে না কেউই ।

durgapur
এভাবেই ভিড় বাজারে চলছে মাছ বিক্রি

আজ বাজার পরিদর্শনে আসেন দুর্গাপুর নগরনিগমের কমিশনার পুষ্পেন্দু মিত্র, বাজার দপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি, দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারসহ এই এলাকার সমস্ত কাউন্সিলর । বাজারে ঢুকে তাঁরা কিছুটা অবাকই হন । ঘিঞ্জি মাছ বাজার ও সবজি বাজারে যেভাবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে মানুষ জিনিসপত্র কিনছেন তা দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ে তাঁদের । দুর্গাপুর নগরনিগমের কমিশনার পুষ্পেন্দু মিত্র জানিয়ে দেন, এইভাবে চলতে থাকলে বাজার বন্ধ করে দিতে হবে । সপ্তাহে দু'দিন বাজার চালু রেখে বাকি দিনগুলি বন্ধ করব । একই কথা শোনা যায় নগরনিগমের বাজার কমিটির মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের মুখেও ।

তবে, বাজার বন্ধ করলে খাদ্য সামগ্রী পেতে অসুবিধা হবে এই ভেবে পরে আবার বাজার খুলে রাখার কথাই ঘোষণা হয় । পরে দুর্গাপুর নগরনিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসন আলোচনার পর বেনাচিতি বাজারের সবজির দোকান ও মাছের দোকানগুলিকে স্থানীয় দেশবন্ধু নগর ময়দান ও হর্ষবর্ধণ জগধাত্রী পুজো ময়দানে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় । চলে মাইকে প্রচারও । এরপরও যদি কোনও সবজি বা মাছ বিক্রেতা বেনাচিতিতে সবজি, মাছ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রচারে জানানো হয় ।

Last Updated : Mar 27, 2020, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.