ETV Bharat / state

ফুঁসছে অজয়, নিশ্চিহ্ন সেতু; ঝুঁকি নিয়ে চলছে পারাপার - গ্রাম পঞ্চায়তের মাঝখান দিয়ে বয়ে গেছে অজয়

জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েত ও বীরভূমের খয়রাশোল ব্লকের পাটসুণ্ডি, বড়ড়া, বাবুইজোড় গ্রাম পঞ্চায়তের মাঝখান দিয়ে বয়ে গেছে অজয় ৷ অদূরেই রয়েছে ঝাড়খণ্ডের আফজলপুর গ্রাম পঞ্চায়েত । কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ফুঁসছে অজয় নদ ৷ নিশ্চিহ্ন হয়ে গেছে অস্থায়ী সেতু ৷ তাই জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 20, 2019, 3:04 PM IST

জামুড়িয়া, 20 অগাস্ট : কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ফুঁসছে অজয় নদ ৷ জলের তোড়ে ধুয়েমুছে সাফ হয়ে গেছে অস্থায়ী সেতু ৷ তাই জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ৷ জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েত ও বীরভূমের খয়রাশোল ব্লকের পাটসুণ্ডি, বড়ড়া, বাবুইজোড় গ্রাম পঞ্চায়তের মাঝখান দিয়ে বয়ে গেছে অজয় ৷ অদূরেই রয়েছে ঝাড়খণ্ডের আফজলপুর গ্রাম পঞ্চায়েত । তাই বীরভূম, ঝাড়খণ্ড থেকে অজয় নদ পেরিয়েই চুরুলিয়ার স্কুল-কলেজে আসছে পড়ুয়ারা ৷ চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে আসতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ গ্রামবাসীরা দীর্ঘদিন সেতু তৈরির দাবি জানালেও এখনও তা তৈরি হয়নি ৷

পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার বাসিন্দাদের অভিযোগ, বর্ষা পেরিয়ে গেলে অজয়ের জল কমে যায় ৷ এরপর শুরু হয় বালি মাফিয়াদের রমরমা ৷ নদী গর্ভ থেকে অবাধে বালি তোলার কাজ চলে । অতিমাত্রায় বালি উত্তোলনের জেরে নদীর সামঞ্জস্য হারিয়ে গেছে । ফলে নদীর বুকে কোথাও গভীর গর্ত কোথাও আবার হাঁটু জল । নৌকা পারাপারেও খুব সমস্যা হয় । জীবনের ঝুঁকি নিয়ে অজয় নদ পারাপার করতে হয়৷ সেতু নিয়ে আগেই দাবি জানানো হয়েছে ৷ দুর্গাপুজোর আগে দরপত্র ডেকে অস্থায়ী সেতু তৈরি হয় । বর্ষায় নদের জলে সেই সেতু ধুয়েমুছে সাফ হয়ে যায় ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, জামুড়িয়া চুরুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা লক্ষণ বাউরি ‌বলেন, "স্থায়ী সেতু তৈরি হলে বীরভূমের অন্তত 50 টি গ্রামের বাসিন্দা উপকৃত হবেন । স্বাস্থ্য পরিষেবা পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে ৷ কারণ 55 কিলোমিটার দূরে সিউড়ি হাসপাতালে যাওয়ার থেকে 22 কিলোমিটার দূরের আসানসোল জেলা হাসপাতাল যাওয়াটা সহজ । দুই জেলার মধ্যে ব্যাবসা-বাণিজ্যও বাড়বে ৷

এই বিষয়ে চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ ব্যানার্জি বলেন, "স্থায়ী সেতুর দাবিতে স্মারকলিপি পেয়েছি ৷ অবিভক্ত জেলায় পঞ্চায়েতে সমিতির পক্ষে তখন অত টাকা খরচ করে সেতু তৈরি সম্ভব ছিল না । এখন নতুন জেলা গঠন হয়েছে । স্থায়ী সেতুর দাবি পূরণের চেষ্টা করা হচ্ছে ৷"

জামুড়িয়া, 20 অগাস্ট : কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ফুঁসছে অজয় নদ ৷ জলের তোড়ে ধুয়েমুছে সাফ হয়ে গেছে অস্থায়ী সেতু ৷ তাই জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ৷ জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েত ও বীরভূমের খয়রাশোল ব্লকের পাটসুণ্ডি, বড়ড়া, বাবুইজোড় গ্রাম পঞ্চায়তের মাঝখান দিয়ে বয়ে গেছে অজয় ৷ অদূরেই রয়েছে ঝাড়খণ্ডের আফজলপুর গ্রাম পঞ্চায়েত । তাই বীরভূম, ঝাড়খণ্ড থেকে অজয় নদ পেরিয়েই চুরুলিয়ার স্কুল-কলেজে আসছে পড়ুয়ারা ৷ চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে আসতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ গ্রামবাসীরা দীর্ঘদিন সেতু তৈরির দাবি জানালেও এখনও তা তৈরি হয়নি ৷

পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার বাসিন্দাদের অভিযোগ, বর্ষা পেরিয়ে গেলে অজয়ের জল কমে যায় ৷ এরপর শুরু হয় বালি মাফিয়াদের রমরমা ৷ নদী গর্ভ থেকে অবাধে বালি তোলার কাজ চলে । অতিমাত্রায় বালি উত্তোলনের জেরে নদীর সামঞ্জস্য হারিয়ে গেছে । ফলে নদীর বুকে কোথাও গভীর গর্ত কোথাও আবার হাঁটু জল । নৌকা পারাপারেও খুব সমস্যা হয় । জীবনের ঝুঁকি নিয়ে অজয় নদ পারাপার করতে হয়৷ সেতু নিয়ে আগেই দাবি জানানো হয়েছে ৷ দুর্গাপুজোর আগে দরপত্র ডেকে অস্থায়ী সেতু তৈরি হয় । বর্ষায় নদের জলে সেই সেতু ধুয়েমুছে সাফ হয়ে যায় ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, জামুড়িয়া চুরুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা লক্ষণ বাউরি ‌বলেন, "স্থায়ী সেতু তৈরি হলে বীরভূমের অন্তত 50 টি গ্রামের বাসিন্দা উপকৃত হবেন । স্বাস্থ্য পরিষেবা পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে ৷ কারণ 55 কিলোমিটার দূরে সিউড়ি হাসপাতালে যাওয়ার থেকে 22 কিলোমিটার দূরের আসানসোল জেলা হাসপাতাল যাওয়াটা সহজ । দুই জেলার মধ্যে ব্যাবসা-বাণিজ্যও বাড়বে ৷

এই বিষয়ে চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ ব্যানার্জি বলেন, "স্থায়ী সেতুর দাবিতে স্মারকলিপি পেয়েছি ৷ অবিভক্ত জেলায় পঞ্চায়েতে সমিতির পক্ষে তখন অত টাকা খরচ করে সেতু তৈরি সম্ভব ছিল না । এখন নতুন জেলা গঠন হয়েছে । স্থায়ী সেতুর দাবি পূরণের চেষ্টা করা হচ্ছে ৷"

Intro:গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি জেরে ফুঁসছে অজয় নদী ! অজয় নদীর ওপর থাকা অস্থায়ী সেতু জলে ধুয়েমুছে সাফ ! জীবনের ঝুঁকি নিয়ে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ নদী পারাপার ।



জীবনের ঝুঁকি নিয়ে অজয় নদীর বুক ভরা জল পেরিয়ে আসতে হয় বীরভূমের মানুষদের ।অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া চুরুলিয়ার বাসিন্দাদের বীরভূম যেতে হলে এমনই সমস্যার সম্মুখীন হতে হয় । বীরভূমের নদীর তীরবর্তী গ্রামের পড়ুয়াদের স্কুল- কলেজে আসতে হলে অজয় নদী পেরোতে হয় । স্থায়ী সেতু না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন বীরভূমের অজয় নদী তীরবর্তী গ্রামের মানুষ । কারণ চিকিৎসা জন্য নির্ভরশীল আসানসোল জেলা হাসপাতাল । বর্ষায় নদীতে অতি মাত্রায় জল হওয়ায় ধুয়েমুছে সাফ হয়ে যায় অজয় নদীর উপর অস্থায়ী সেতু । অজয় নদীর ওপরে একটি স্থায়ী সেতু তৈরির দাবি রয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার দীর্ঘদিনের । পশ্চিম বর্ধমান ও বীরভূমের সীমান্ত লাগোয়া অজয় নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের দাবি স্থায়ী সেতু তৈরি হোক অজয় নদীর ওপর।

পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া বাসিন্দাদের অভিযোগ " বর্ষা পেরিয়ে গেলে অজয়ের জল কমে যাওয়ায় বালি মাফিয়াদের রমরমিয়ে নদী গর্ভ থেকে বালি তোলা । নদীর গর্ভ থেকে অতিমাত্রায় বালি উত্তোলনের জেরে নদীর সামঞ্জস্য হারিয়ে পড়েছে । এর ফলে নদীর বুকে কোথাও গভীর গর্ত কোথাও আবার হাঁটু জল । তাই নদীতে নৌকা পারাপারের সমস্যা । জীবনের ঝুঁকি নিয়ে অজয় নদীর উপর পার পার করতে হচ্ছে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মানুষ ।


চুরুলিয়ার বাসিন্দা জানান " দুর্গা পুজোর আগে ফি বছর দরপত্র ডেকে অস্থায়ী সেতু তৈরি হয়। আবার সেই অস্থায়ী সেতুটি বর্ষায় নদীর জলে ধুয়েমুছে সাফ হয়ে যায়। জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েত ও বীরভূমের খয়রাশোল ব্লকের পাটসুণ্ডি, বড়ড়া, বাবুইজোড় গ্রাম পঞ্চায়তের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই অজয়নদী । অদূরেই রয়েছে ঝাড়খণ্ডের আফজলপুর গ্রাম পঞ্চায়েত। তাই বীরভূম, ঝাড়খণ্ড থেকে অনেক পড়ুয়াদের চুরুলিয়া স্কুল-কলেজে আসতে হয়।


বীরভূমের পাটসুণ্ডির বাসিন্দা সুজিত মাজি জানান " আসানসোলের চুরুলিয়ার নজরুল কলেজের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। সেখানে ২০ কিলোমিটার দূরে রয়েছে বীরভূমের খয়রাশোল কলেজ। তাই বাধ্য হয়ে চুরুলিয়া কলেজে পড়াশোনার জন্য যেতে হয় গ্রামে ছাত্র-ছাত্রীদের । যদি স্থায়ী সেতু তৈরি হয় তাহলে সিউড়ি থেকে এলাকার দূরত্ব ২০ কিলোমিটার কমে যাবে। কলেজে পড়ুয়ার সংখ্যাও বাড়বে।

জামুরিয়া চুরুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা লক্ষণ বাউরী ‌ জানান " স্থায়ী সেতু তৈরি হলে বীরভূমের অন্তত ৫০টি গ্রামের বাসিন্দারা উপকৃত হবেন। স্থায়ী সেতু তৈরি হলে স্বাস্থ্য পরিষেবাও নাগালের মধ্যে আসবে বলে জানান । ৫৫ কিলোমিটার দূরে সিউড়ি হাসাপাতাল যাওয়ার থেকে ২২ কিলোমিটার দূরের আসানসোল জেলা হাসপাতাল যাওয়া সহজ। কিন্তু বর্ষায় নৌকা চলাচল না করলে বলেই চলে । স্থায়ী সেতু তৈরি হলে ব্যবসা বাণিজ্য বাড়বে দুটি জেলাতে


অন্যদিকে চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ ব্যানার্জীর ‌ জানান " স্থায়ী সেতুর দাবিতে স্মারকলিপি তাঁরা পেয়েছেন। অবিভিক্ত জেলায় পঞ্চায়েতে সমিতির পক্ষে ওই টাকা খরচ করা তখন সম্ভব ছিল না। তবে এখন নতুন জেলা গঠন হয়েছে । স্থায়ী সেতুর দাবি পূরণের চেষ্টা চালাবে বলে আশ্বাস তিনি ।Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.