ETV Bharat / state

চিন্তা করো না, যা ফেস করার আমিই করব ; বাবাকে বলল অর্ণব - cid

ভালো আছি, যা ফেস করার আমিই করব । বাবাকে ফোনে আশ্বস্ত করলেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় ।

হারাধন রায়
author img

By

Published : Apr 25, 2019, 2:06 PM IST

Updated : Apr 25, 2019, 3:34 PM IST

আসানসোল, 25 এপ্রিল : "চিন্তা করো না বাবা, ভালো আছি, যা ফেস করার আমিই করব ।" খোঁজ পাওয়ার পর বাবাকে ফোনে একথা জানালেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । অর্ণবের বাবা হারাধন রায় জানান, ছেলে ফিরে আসছে এটাই স্বস্তি।

নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন । গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি ।

ভিডিয়োয় শুনুন হারাধন রায়ের বক্তব্য

আজ হাওড়া থেকে তাঁকে উদ্ধার করেন CID-র অফিসাররা । ছেলের খোঁজ পাওয়ার পর হারাধনবাবু বলেন, "খবরটা পাওয়ার পরই ছেলেকে ফোন করি । ও বলে চিন্তা করো না বাবা আমি ভালো আছি । যা ফেস করার করব ।" তিনি আরও বলেন, "ও ফিরে এসেছে এটাই স্বস্তির । ঠিক কী ঘটেছিল তা পরে জানব ।"

এই সংক্রান্ত খবর : হাওড়া স্টেশন থেকে উদ্ধার অর্ণব, জানালেন নদিয়ার SP

আসানসোল, 25 এপ্রিল : "চিন্তা করো না বাবা, ভালো আছি, যা ফেস করার আমিই করব ।" খোঁজ পাওয়ার পর বাবাকে ফোনে একথা জানালেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । অর্ণবের বাবা হারাধন রায় জানান, ছেলে ফিরে আসছে এটাই স্বস্তি।

নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন । গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি ।

ভিডিয়োয় শুনুন হারাধন রায়ের বক্তব্য

আজ হাওড়া থেকে তাঁকে উদ্ধার করেন CID-র অফিসাররা । ছেলের খোঁজ পাওয়ার পর হারাধনবাবু বলেন, "খবরটা পাওয়ার পরই ছেলেকে ফোন করি । ও বলে চিন্তা করো না বাবা আমি ভালো আছি । যা ফেস করার করব ।" তিনি আরও বলেন, "ও ফিরে এসেছে এটাই স্বস্তির । ঠিক কী ঘটেছিল তা পরে জানব ।"

এই সংক্রান্ত খবর : হাওড়া স্টেশন থেকে উদ্ধার অর্ণব, জানালেন নদিয়ার SP

Intro:"চিন্তা করো না ভালো আছি। যা ফেস করার আমিই করব।" ফোনে এমনই কথা নিজের বাবাকে জানালেন নদীয়ার নোডাল অফিসার অর্ণব রায়। ৭ দিন ধরে নিখোঁজ থাকার পর আজ হাওড়া স্টেশনে অর্নবের খোঁজ পাওয়া যায়। টিভিতে সেই খবর দেখে নিজের ছেলের নাম্বারে ফোন করেছিলেন অর্ণবের বাবা হারাধন রায়। দেখেন অর্নবের ফোনে রিং হচ্ছে এবং নিজেই ফোন তোলেন অর্নব। বাবাকে বলে 'চিন্তা করোনা বাবা, ভালো আছি। যা ফেস করার আমিই করব,"। দীর্ঘদিন পর এটুকুই কথা হয় বাবা ও ছেলের মধ্যে।


Body:গত ১৮ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন নদীয়ার নোডাল অফিসার অর্ণব রায়। তার আসল বাড়ি আসানসোলের ডলি লজ সংলগ্ন একটি বহুতল আবাসনে। আসানসোলের বাড়িতে অর্ণবের বাবা-মা থাকেন। ঘটনার পর থেকেই অর্ণবের মা কৃষ্ণনগরে অর্ণবের স্ত্রীর কাছে রয়েছেন বলে জানা গিয়েছে। আসানসোলের বাড়িতে অর্ণবেরর বাবা হারাধন রায় একাই ছিলেন ।
আজ সকালে মোবাইল ফোন ট্র্যাক করে অর্ণবের খোঁজ পায় পুলিশ ।তাকে হাওড়া স্টেশনে পাওয়া যায়। বর্তমানে হাওড়ার শিবপুর এলাকায় নিজের শ্বশুরবাড়িতে রয়েছেন অর্ণব রায়।
অর্ণবের বাবা হারাধন রায় জানান "সংবাদ মাধ্যমে খবর দেখার পরে ছেলেকে ফোন করি। ছেলের সঙ্গে কথা হয়েছে।ও ফিরে এসেছে এটাই আমার কাছে স্বস্তি। কি ঘটেছিল তা পরে জানব।"
প্রসঙ্গত এর আগে অর্ণবের বাবা বলেছিলেন নববর্ষের সকালে শেষবার ফোনে কথা হয়েছিল অর্ণবের সঙ্গে ।প্রায় ১০ দিন পর ছেলের সঙ্গে আবার কথা বলে স্বস্তিতে হারাধন বাবু।


Conclusion:
Last Updated : Apr 25, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.