রানিগঞ্জ ,13 জুলাই : রানিগঞ্জে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । ইতিমধ্যেই 25 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এবার কোরোনায় আক্রান্ত হলেন রানিগঞ্জ হাসপাতালের চিকিৎসক ও এক BSF জওয়ান । এছাড়াও রানিগঞ্জের গ্রামীণ এলাকায় আরও তিন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসক ও ওই জাওয়ানকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এরপরই রানিগঞ্জের একাধিক এলাকা স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে।
কোরোনায় আক্রান্ত ওই চিকিৎসক রানিগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন । রানিগঞ্জের কোরোনা সংক্রমণ রুখতে গঠিত চিকিৎসকদের কমিটিরও সদস্য ছিলেন তিনি । এদিকে রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডে ফিরে আসেন ওই BSF জওয়ান। এরপর তাঁর শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ পাওয়া যায় । তাঁদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় রানিগঞ্জের কুমোরবাজার ও বার্নস প্লট এলাকাকে গতকাল কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝি । বলেন, “কুমারবাজারের 20টি বাড়ি ও বার্নস প্লট এলাকার 3টি বাড়িকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । কনটেনমেন্ট এলাকায় যাঁদের বাড়ি তাঁদের সবরকম সাহায্য করবে পুলিশ-প্রশাসন । আগামী সাতদিন এই নির্দেশই কার্যকর থাকবে ।”
রানিগঞ্জে কোরোনায় আক্রান্ত চিকিৎসক ও BSF জওয়ান - কোরোনা
রানিগঞ্জে কোরোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক ও এক BSF জওয়ান । দু'জনকেই দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
রানিগঞ্জ ,13 জুলাই : রানিগঞ্জে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । ইতিমধ্যেই 25 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এবার কোরোনায় আক্রান্ত হলেন রানিগঞ্জ হাসপাতালের চিকিৎসক ও এক BSF জওয়ান । এছাড়াও রানিগঞ্জের গ্রামীণ এলাকায় আরও তিন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসক ও ওই জাওয়ানকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এরপরই রানিগঞ্জের একাধিক এলাকা স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে।
কোরোনায় আক্রান্ত ওই চিকিৎসক রানিগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন । রানিগঞ্জের কোরোনা সংক্রমণ রুখতে গঠিত চিকিৎসকদের কমিটিরও সদস্য ছিলেন তিনি । এদিকে রানিগঞ্জের 33 নম্বর ওয়ার্ডে ফিরে আসেন ওই BSF জওয়ান। এরপর তাঁর শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ পাওয়া যায় । তাঁদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় রানিগঞ্জের কুমোরবাজার ও বার্নস প্লট এলাকাকে গতকাল কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাঝি । বলেন, “কুমারবাজারের 20টি বাড়ি ও বার্নস প্লট এলাকার 3টি বাড়িকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । কনটেনমেন্ট এলাকায় যাঁদের বাড়ি তাঁদের সবরকম সাহায্য করবে পুলিশ-প্রশাসন । আগামী সাতদিন এই নির্দেশই কার্যকর থাকবে ।”