আসানসোল, 11 জানুয়ারি: আসানসোলে পৌরবোর্ড (asansol municipal corporation election 2022) দখল করবে বিজেপি ৷ পৌরনিগমের 41 নম্বর ওয়ার্ডে গিয়ে 'চায়ে পে চর্চা'য় এমনই দাবি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh on asansol municipal corporation election) ৷ টিকিট না পেয়ে দলে যাঁরা বিদ্রোহ করছেন, তাঁদের নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন ৷ মানুষ যাতে ভোট দিতে পারে, সে দিকেই তাঁরা বেশি নজর দিচ্ছেন বলে জানালেন বিজেপি নেতা ৷
আসানসোল পৌরনিগমের 41 নম্বর ওয়ার্ডের দিলদার নগর এলাকায় সকাল সকাল চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ (dilip ghosh news)। সেখানে বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও ছিলেন । গত পৌরনিগম নির্বাচনে 41 নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছিলেন বিজেপির ভিগু ঠাকুর । তিনিই এবারও প্রার্থী । বিজেপি কাউন্সিলর থাকায় তৃণমূলের বোর্ড এলাকার উন্নয়ন করেনি বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে একই কথা ৷
আরও পড়ুন: Dilip Ghosh Criticises TMC : সাংসদ কোটার টাকা আটকে সুদ খাচ্ছে সরকার, টুইটারে সরব দিলীপ
তাঁর দাবি, "কোথায় উন্নয়ন হয়েছে ? চারপাশেই তো অনুন্নয়নের ছাপ স্পষ্ট । এত দূরে দূরে ওয়ার্ড । নর্দমা পরিস্কার হয় না । চারিদিক অপরিচ্ছন্ন । মানুষ কর্পোরেশন এলাকায় থাকলেও তার সুবিধা পাচ্ছেন না ।"
ভোট সন্ত্রাস নিয়ে প্রশ্ন করায় দিলীপ ঘোষ বলেন, "সারা বাংলায় সন্ত্রাস হয় । আসানসোলে তো হয়ই । গতবার সন্ত্রাস হওয়া সত্ত্বেও আমরাই জিতেছিলাম । এবারে বিধানসভা ভোটের পরে একটু বেশি সন্ত্রাস হয়েছে । ভয় দেখানোর চেষ্টা এখনও চলছে । বিজেপি জানে সন্ত্রাসের বিরুদ্ধে কী করে লড়তে হয়, জিততে হয় । আমাদের আগের চেয়ে শক্তি বেড়েছে । আমরা লড়াইও দেব, জিতবও । সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা আমরা করব ।"
ভোটের টিকিট না পেয়ে অনেকেই বিজেপি ছেড়েছেন । অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন । এবিষয়ে দিলীপ ঘোষের মত, "টিকিট পাওয়া না পাওয়া নিয়ে মন কষাকষি সব জায়গাতেই থাকে । আবার সবাই মিলে যায় । কালও অনেকের সঙ্গে কথা বলেছি । সব পার্টিতেই এসব হয় । টিএমসিতে গুলিগোলা চলছে ।" বিদ্রোহ যতই থাক, এ দিন আত্মবিশ্বাসের সুরে দিলীপ ঘোষ বলেন, "আমরাই দখল করছি পৌরবোর্ড ।"