দুর্গাপুর, 18 অগস্ট: তৃণমূল সাংসদ সৌগত রায়কে জুতো পেটা করার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু জানান, একজন সত্তর বছরের বৃদ্ধ ( দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়) কি না অশালীন ভাষা ব্যবহার করছেন? একজন অধ্যাপক হয়েও অশালীন ভাষার সংস্কৃতি আমদানি করছেন? এরপরই দিলীপের সংযোজন "এদের জুতো দিয়ে পেটানো উচিত ৷" একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ শানান দিলীপ। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন প্রসঙ্গে কুকথা বলতে দেখা গিয়েছে দিলীপকে । কখনও সরাসরি হুমকি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের । কখনও আবার তাঁর রোষের মুখে পড়তে হয়েছে বুদ্ধিজীবীদের । এবার সৌগত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।
দুর্গাপুরের এমএএমসি সংলগ্ন এলাকায় বুধবার সকালে শাসক দলের দুর্নীতি নিয়ে প্রাতঃভ্রমনে গিয়ে জানান, শুদ্ধিকরণ শুরু হয়েছে । দ্রুত পরিষ্কার হয়ে যাবে । যারা এই শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সকলকে সাজা দিতে হবে ।
আরও পড়ুন: নতুন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের তরফে রাজ্যে যা টাকা এসেছে একইসঙ্গে যে পরিমণ কর এসেছে সবটাই তৃণমূল নেতাদের ঘরে ঢুকেছে । তাঁর কটাক্ষ, 'হাওয়াই চটি পরে বিদ্যাসাগর হতে চাইছেন তৃণমূল নেত্রী।' দিলীপের দাবি, তৃণমূল নেত্রী হাওয়াই চটি আর সাদা শাড়ি পড়েন ৷ এই সহজসরল জীবন দেখে মানুষ ভোট দিয়েছিল। কিন্তু নেত্রীর ডানদিক বাঁদিকে থাকা সবাই টাকার পাহাড়ে বসে আছে । তাঁর কথায়, " সবই জানতেন 'তিনি' । যে রক্ষক সেই ভক্ষক, পুলিশ নেতা সবাই টাকা নিচ্ছে ।"