ETV Bharat / state

Dilip Ghosh সৌগত রায়কে জুতোপেটা করার নিদান, আবারও বিতর্কে দিলীপ

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে সৌগত রায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দিলেন জুতো পেটা করার নিদানও ।

Dilip Ghosh
সৌগত রায়কে জুতোপেটা করার নিদান দিলীপ ঘোষের
author img

By

Published : Aug 18, 2022, 12:02 PM IST

দুর্গাপুর, 18 অগস্ট: তৃণমূল সাংসদ সৌগত রায়কে জুতো পেটা করার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু জানান, একজন সত্তর বছরের বৃদ্ধ ( দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়) কি না অশালীন ভাষা ব্যবহার করছেন? একজন অধ্যাপক হয়েও অশালীন ভাষার সংস্কৃতি আমদানি করছেন? এরপরই দিলীপের সংযোজন "এদের জুতো দিয়ে পেটানো উচিত ৷" একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ শানান দিলীপ। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন প্রসঙ্গে কুকথা বলতে দেখা গিয়েছে দিলীপকে । কখনও সরাসরি হুমকি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের । কখনও আবার তাঁর রোষের মুখে পড়তে হয়েছে বুদ্ধিজীবীদের । এবার সৌগত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।

সৌগত রায়কে জুতোপেটা করার নিদান দিলীপ ঘোষের

দুর্গাপুরের এমএএমসি সংলগ্ন এলাকায় বুধবার সকালে শাসক দলের দুর্নীতি নিয়ে প্রাতঃভ্রমনে গিয়ে জানান, শুদ্ধিকরণ শুরু হয়েছে । দ্রুত পরিষ্কার হয়ে যাবে । যারা এই শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সকলকে সাজা দিতে হবে ।

আরও পড়ুন: নতুন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের তরফে রাজ্যে যা টাকা এসেছে একইসঙ্গে যে পরিমণ কর এসেছে সবটাই তৃণমূল নেতাদের ঘরে ঢুকেছে । তাঁর কটাক্ষ, 'হাওয়াই চটি পরে বিদ্যাসাগর হতে চাইছেন তৃণমূল নেত্রী।' দিলীপের দাবি, তৃণমূল নেত্রী হাওয়াই চটি আর সাদা শাড়ি পড়েন ৷ এই সহজসরল জীবন দেখে মানুষ ভোট দিয়েছিল। কিন্তু নেত্রীর ডানদিক বাঁদিকে থাকা সবাই টাকার পাহাড়ে বসে আছে । তাঁর কথায়, " সবই জানতেন 'তিনি' । যে রক্ষক সেই ভক্ষক, পুলিশ নেতা সবাই টাকা নিচ্ছে ।"

দুর্গাপুর, 18 অগস্ট: তৃণমূল সাংসদ সৌগত রায়কে জুতো পেটা করার নিদান দিলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) । দুর্গাপুরের নিউটাউনশিপ থানার মামড়া বাজারে চা চক্রে যোগ দিয়ে দিলীপবাবু জানান, একজন সত্তর বছরের বৃদ্ধ ( দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়) কি না অশালীন ভাষা ব্যবহার করছেন? একজন অধ্যাপক হয়েও অশালীন ভাষার সংস্কৃতি আমদানি করছেন? এরপরই দিলীপের সংযোজন "এদের জুতো দিয়ে পেটানো উচিত ৷" একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ শানান দিলীপ। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন প্রসঙ্গে কুকথা বলতে দেখা গিয়েছে দিলীপকে । কখনও সরাসরি হুমকি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের । কখনও আবার তাঁর রোষের মুখে পড়তে হয়েছে বুদ্ধিজীবীদের । এবার সৌগত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।

সৌগত রায়কে জুতোপেটা করার নিদান দিলীপ ঘোষের

দুর্গাপুরের এমএএমসি সংলগ্ন এলাকায় বুধবার সকালে শাসক দলের দুর্নীতি নিয়ে প্রাতঃভ্রমনে গিয়ে জানান, শুদ্ধিকরণ শুরু হয়েছে । দ্রুত পরিষ্কার হয়ে যাবে । যারা এই শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সকলকে সাজা দিতে হবে ।

আরও পড়ুন: নতুন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের তরফে রাজ্যে যা টাকা এসেছে একইসঙ্গে যে পরিমণ কর এসেছে সবটাই তৃণমূল নেতাদের ঘরে ঢুকেছে । তাঁর কটাক্ষ, 'হাওয়াই চটি পরে বিদ্যাসাগর হতে চাইছেন তৃণমূল নেত্রী।' দিলীপের দাবি, তৃণমূল নেত্রী হাওয়াই চটি আর সাদা শাড়ি পড়েন ৷ এই সহজসরল জীবন দেখে মানুষ ভোট দিয়েছিল। কিন্তু নেত্রীর ডানদিক বাঁদিকে থাকা সবাই টাকার পাহাড়ে বসে আছে । তাঁর কথায়, " সবই জানতেন 'তিনি' । যে রক্ষক সেই ভক্ষক, পুলিশ নেতা সবাই টাকা নিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.