আসানসোল, 17 অগস্ট: এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু আসানসোলে ৷ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ৷ মৃতের নাম অবিনাশ সাউ (20) ৷ বৃহস্পতিবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ হাসপাতালের দেওয়া মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ থাকলেও, জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি ৷
জানা গিয়েছে, আসানসোল ও দুর্গাপুরে ডেঙ্গি আক্রান্তের হদিশ মিললেও, রোগী মৃত্যুর ঘটনা ঘটেনি ৷ অবিনাশের মৃত্যুই প্রথম ৷ আসানসোল পৌরনিগমের 42 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাঙানিয়াপাড়া এলাকার বাসিন্দা অবিনাশ সাউ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যের পর অবিনাশের জ্বরের উপসর্গ দেখা দেয় । অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ অবিনাশের কাকিমা শীলা সাউ বলেন, "বুধবার সকাল থেকে অবিনাশেরর জ্বর বাড়তে শুরু করে । দুপুরের পর অবিনাশকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ভরতি করা হলেও ডেঙ্গি পরীক্ষা করা হয়নি ।"
অবিনাশের পরিবারের অভিযোগ, বেশ কিছুক্ষণ স্যালাইন চালানোর পর আসানসোল জেলা হাসপাতাল থেকে অবিনাশকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয় । উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে বলা হয় । এরপর অবিনাশের পরিবার দুর্গাপুরের নিয়ে যায় তাকে । একটি বেসরকারি নার্সিংহোমে অবিনাশকে ভরতি করা হয় । ওই নার্সিংহোম পরীক্ষা ক'রে জানায় অবিনাশ ডেঙ্গি আক্রান্ত । রাতে রক্তও দেওয়া হয় । বৃহস্পতিবার সকালে অবিনাশের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু বারাসতে, প্রশ্নের মুখে পৌরসভার ভূমিকা
ডেঙ্গি মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় ৷ অভিযোগ, এলাকায় যত্র-তত্র আবর্জনা পড়ে রয়েছে ৷ একটি খাটালের পাশে স্তুপাকৃতি গোবর জমে আছে ৷ এলাকায় জলও জমে রয়েছে ৷ অবিনাশের মৃত্যুর পরেই নড়ে চড়ে বসে প্রশাসন ৷ তড়িঘড়ি পৌরনিগম থেকে লোক পাঠানো হয়েছে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। পাশাপাশি এলাকায় মশা মারার তেল, ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে । স্থানীয়দের দাবি আগে পৌরনিগম উদ্যোগী হলে মৃত্যুর ঘটনা এড়ানো যেত ৷