অন্ডাল, 27 নভেম্বর : অণ্ডাল বিমানবন্দরে বিক্ষোভ ৷ কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের মূল গেট আটকে বিক্ষোভ জমিদাতা,বর্গাচাষী ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের । তাদের সমস্যা সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷
2008 সালে দুর্গাপুরের অণ্ডাল ও ফরিদপুর ব্লকের মোট 11টি মৌজার প্রায় 2500 একর জমি অধিগ্রহণ করা শুরু হয় দেশের প্রথম বেসরকারি বিমাননগরী প্রতিষ্ঠার জন্য । জমিদাতাদের সেই সময় বলা হয়েছিল প্রতি এক বিঘা জমির জন্য আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও জমির মালিকদের এই বিমাননগরীর ভিতর এক কাঠা করে জমি দেওয়া হবে । এছাড়াও এই জমিদাতাদের পরিবারের একজন বেকার যুবক-যুবতিকে ITI প্রশিক্ষণ দেওয়া হয় ৷ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশিক্ষণের পর তাঁদের বিমাননগরীতে চাকরি দেওয়া হবে ৷ এছাড়াও জমির যাঁরা বর্গাদার তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় । কিন্তু এখনও সে সব প্রতিশ্রুতি মানা হয়নি বলে অভিযোগ ৷
সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল ও দেশীয় সংস্থা BAPL (বেঙ্গল এরোট্রোপোলিশ প্রজেক্ট লিমিটেড) এর উদ্যোগে দা সুজ্যলাম স্কাই সিটি তৈরির কাজ শুরু হয় ৷ 2011 সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এর পরে অণ্ডালে বিমাননগরী তৈরির কাজে দ্রুততা আসে । এই বিমাননগরীতে বিমান ওঠানামা ছাড়াও বেসরকারি হাসপাতাল, IT পার্ক, হোটেল, বিদ্যালয়, কলেজ, রেস্তরাঁ, ক্লাব, ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট,শপিং মল,মাল্টিপ্লেক্স সহ আধুনিক স্বাচ্ছন্দ্যযুক্ত সুবিধার জন্য সমস্ত কিছু তৈরির পরিকল্পনা নিয়েই এই সিটি তৈরি হয় ।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের । এই বিমানবন্দর থেকে এখন চেন্নাই,দিল্লি, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদে বিমান যাতায়াত শুরু হয়েছে । বেসরকারি স্কুল-সহ কিছু আবাসন প্রকল্প তৈরি হয়েছে । তবে অণ্ডাল বিমাননগরীতে এখনও সে ভাবে বিরাট প্রকল্প আসেনি । কিন্তু জমিদাতা-সহ অন্যান্যদের যে প্রতিশ্রুতি বিমাননগরী কর্তৃপক্ষ দিয়েছিল তা আজও পূরণ না হওয়ার জন্য় এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা ।