ETV Bharat / state

24 ঘন্টা পর উদ্ধার দামোদরে তলিয়ে যাওয়া যুবকের দেহ

দামোদর নদে তলিয়ে গেছিলেন যুবক । ২৪ ঘণ্টা পর উদ্ধার হল তাঁর দেহ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ।

body
দেহ
author img

By

Published : Jun 1, 2020, 7:33 PM IST

দুর্গাপুর, 1 জুন: তিন বন্ধুর সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক যুবক । ২৪ ঘণ্টা পর উদ্ধার হল তাঁর দেহ । মৃত যুবকের নাম শুভজিৎ ঘটক (25) । তিনি দুর্গাপুর থানা এলাকার গোপালমাঠের বাসিন্দা ছিলেন ।

গতকাল তিন বন্ধুর সঙ্গে বুদবুদ থানা এলাকার রনডিহার দামোদর ঘাটে স্নান করতে যান শুভজিৎ । হঠাৎই দামোদরের চোরাস্রোতে তলিয়ে যান তিনি । এরপর স্থানীয় জেলে-মাঝিরা তাঁর খোঁজ চালান । বুদবুদ থানার পুলিশের তরফেও নজরদারি চালানো হয় । কিন্তু শুভজিৎ-এর খোঁজ পাওয়া যায়নি ।

আজ সকালে পূর্ব বর্ধমান থেকে ডুবুরিদের আনা হয় । স্পিডবোটে করে তল্লাশি চালানো হয় । রনডিহার যে ঘাটে শুভজিৎ তলিয়ে গেছিলেন সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার দিকে দামোদর থেকে উদ্ধার হয় শুভজিতের দেহ । ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

দুর্গাপুর, 1 জুন: তিন বন্ধুর সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক যুবক । ২৪ ঘণ্টা পর উদ্ধার হল তাঁর দেহ । মৃত যুবকের নাম শুভজিৎ ঘটক (25) । তিনি দুর্গাপুর থানা এলাকার গোপালমাঠের বাসিন্দা ছিলেন ।

গতকাল তিন বন্ধুর সঙ্গে বুদবুদ থানা এলাকার রনডিহার দামোদর ঘাটে স্নান করতে যান শুভজিৎ । হঠাৎই দামোদরের চোরাস্রোতে তলিয়ে যান তিনি । এরপর স্থানীয় জেলে-মাঝিরা তাঁর খোঁজ চালান । বুদবুদ থানার পুলিশের তরফেও নজরদারি চালানো হয় । কিন্তু শুভজিৎ-এর খোঁজ পাওয়া যায়নি ।

আজ সকালে পূর্ব বর্ধমান থেকে ডুবুরিদের আনা হয় । স্পিডবোটে করে তল্লাশি চালানো হয় । রনডিহার যে ঘাটে শুভজিৎ তলিয়ে গেছিলেন সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার দিকে দামোদর থেকে উদ্ধার হয় শুভজিতের দেহ । ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.