দুর্গাপুর, 1 জুন : ফের কোভিড কালে অমানবিকতার ছবি ধরা পড়ল দুর্গাপুরে ৷ পরিবারের সদস্যরা হাসপাতালের বিল জমা দিতে না পারায় প্রায় 40 ঘণ্টা আটকে রাখা হল বৃদ্ধার দেহ ৷ ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বামুনাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ৷
করোনা আক্রান্ত হয়ে গত 12 মে বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা 67 বছরের এক বৃদ্ধা হাসপাতালে ভর্তি হন ৷ 30 মে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানানো হয় । অভিযোগ, হাসপাতালের তরফে বৃদ্ধার পরিবারের হাতে 9 লাখ টাকা বিল ধরানো হয় ৷ কিন্তু বৃদ্ধার ছেলে অতনু বারুই জানান, তিনি সাড়ে চার লক্ষ টাকা জমা করেছেন । বাকি টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কোনও কথা বলতে চায়নি বলে অভিযোগ ৷ এমনকি আটকে রাখা হয় দেহ ৷ টাকা না দিলে ডেথ সার্টিফিকেটও দেওয়া হবে না বলে জানায় হাসপাতাল বলে অভিযোগ করেন অতনুবাবু৷
আরও পড়ুন : সাইবার হানা থেকে এটিএম-কে সুরক্ষা কীভাবে, পরামর্শ এথিক্যাল হ্যাকারের
দুর্গাপুরের মহকুমাশাসককে বিষয়টি জানিয়েছেন অতনুবাবু । দুর্গাপুরের মহকুমাশাসক অর্ঘ্যপ্রসুন কাজি হাসপাতালের কাছে বিল কমানোর অনুরোধ করেন ৷ অসহায় অতনুবাবু প্রায় 40 ঘন্টা হাসপাতালের সামনে বসে আছেন ৷ মহকুমাশাসক যদিও জানিয়েছেন কোনও কারণ দেখিয়েই দেহ আটকে রাখা যাবে না ।