দুর্গাপুর, ৫ জুলাই : রাস্তার অবস্থা বেহাল । তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে ও কাগজের নৌকা ভাসিয়ে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা-কর্মীরা । পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ ওঠে । কোকওভেন থানার বনফুল সরণির ঘটনা ।
আজ সকালে দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙার বনফুল সরণিতে রাস্তা সংস্কারের দাবিতে প্রথমে পথ অবরোধ করা হয় । কারণ বর্ষার শুরুতেই রাস্তা বড় বড় গর্তে ভরে গেছে । স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও লাভ হয়নি বলে অভিযোগ । তাই এই বিক্ষোভ বলে জানিয়েছে স্থানীয় CPI(M) নেতৃত্ব ।
রাস্তা অবরোধের খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থানে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে । পরে অবরোধ ওঠে ।
CPI(M)র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "একাধিকবার আবেদনের পরও এই রাস্তা সংস্কার হয়নি । বহু আন্দোলনের পরও বেহাল রাস্তা সংস্কার হয়নি । এবার যদি পৌরনিগম গুরুত্ব না দেয় তাহলে দুর্গাপুর শহরজুড়ে ধারাবাহিক আন্দোলন শুরু করব ।"
এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা শুরু হয়েছে । তাই এই কাজে বিলম্ব হবে । এখন গর্ত বুজিয়ে দিতে প্যাচ ওয়ার্ক করা হবে ।