ETV Bharat / state

CPIM Agitation at Durgapur: গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ - দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

মঙ্গলবার সিপিএম বিক্ষোভ দেখায় দুর্গাপুরে ৷ মূল দাবি ছিল দুর্গাপুর নগর নিগমের ভোট ৷ তবে সেখানে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে অনেকে হাজির হয়েছিলেন ৷

CPIM Agitation at Durgapur
CPIM Agitation at Durgapur
author img

By

Published : Apr 18, 2023, 8:16 PM IST

গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

দুর্গাপুর, 18 এপ্রিল: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যদের মুখোশ পরিয়ে ‘টিএমসি চোর’ স্লোগান তুলে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের বাইরে বিক্ষোভ সমাবেশ আয়োজিত করল সিপিএম । দুর্গাপুর নগর নিগমের বাইরে কংক্রিটের রাস্তায় লিখে দেওয়া হল ‘টিএমসি চোর’ ।

মূলত, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতে এই পদযাত্রা ও জনসভা বামেদের । মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে প্রতিবাদ জানায় বামেরা । দ্রুত নির্বাচন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বামেরা । সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, বাম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, আভাস রায়চৌধুরী-সহ বাম নেতৃত্বরাও অংশ নেয় মিছিলে ও প্রতিবাদ সভায় ।

প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের বর্তমান বোর্ডের মেয়াদ ফুরিয়েছে অনেকদিন । নগর নিগম পরিচালনার জন্য প্রশাসক মণ্ডলীকে বসানো হয়েছে । বিরোধীরা বারবার দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতে সরব হয়েছেন ইতিপূর্বে । কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি । খুব স্বাভাবিক ভাবেই তাই বিরোধী সিপিএম এই ইস্যুকে হাতিয়ার করে তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে শিল্পশহর দুর্গাপুরে ।

CPIM Agitation at Durgapur
গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে বিক্ষোভ

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘দুর্গাপুর নগর নিগম দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আমরা আজ এসেছিলাম । কিন্তু আমাদের আসার আগেই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরা পালিয়ে যান । আসলে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন শাসক দল চাইছে না । কারণ, দুর্গাপুরের মানুষ নির্বাচন হলে বাম পরিচালিত পৌর বোর্ডকে নগর নিগমের দায়িত্ব তুলে দেবে এটা বুঝতে পেরেছে ।’’

এদিকে উত্তপ্ত পরিস্থিতি যদি তৈরি হয়, তাই পুলিশ বাহিনী মোতায়েন ছিল । পুলিশের পক্ষ থেকে জলকামান রাখা হয় সিটি সেন্টারে । মোতায়েন থাকতে দেখা যায় কমব্যাট ফোর্সকেও ।

আরও পড়ুন: ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

দুর্গাপুর, 18 এপ্রিল: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যদের মুখোশ পরিয়ে ‘টিএমসি চোর’ স্লোগান তুলে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের বাইরে বিক্ষোভ সমাবেশ আয়োজিত করল সিপিএম । দুর্গাপুর নগর নিগমের বাইরে কংক্রিটের রাস্তায় লিখে দেওয়া হল ‘টিএমসি চোর’ ।

মূলত, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতে এই পদযাত্রা ও জনসভা বামেদের । মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে প্রতিবাদ জানায় বামেরা । দ্রুত নির্বাচন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বামেরা । সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, বাম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, আভাস রায়চৌধুরী-সহ বাম নেতৃত্বরাও অংশ নেয় মিছিলে ও প্রতিবাদ সভায় ।

প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের বর্তমান বোর্ডের মেয়াদ ফুরিয়েছে অনেকদিন । নগর নিগম পরিচালনার জন্য প্রশাসক মণ্ডলীকে বসানো হয়েছে । বিরোধীরা বারবার দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতে সরব হয়েছেন ইতিপূর্বে । কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি । খুব স্বাভাবিক ভাবেই তাই বিরোধী সিপিএম এই ইস্যুকে হাতিয়ার করে তাদের আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে শিল্পশহর দুর্গাপুরে ।

CPIM Agitation at Durgapur
গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের মুখোশ পরে বিক্ষোভ

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘দুর্গাপুর নগর নিগম দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আমরা আজ এসেছিলাম । কিন্তু আমাদের আসার আগেই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরা পালিয়ে যান । আসলে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন শাসক দল চাইছে না । কারণ, দুর্গাপুরের মানুষ নির্বাচন হলে বাম পরিচালিত পৌর বোর্ডকে নগর নিগমের দায়িত্ব তুলে দেবে এটা বুঝতে পেরেছে ।’’

এদিকে উত্তপ্ত পরিস্থিতি যদি তৈরি হয়, তাই পুলিশ বাহিনী মোতায়েন ছিল । পুলিশের পক্ষ থেকে জলকামান রাখা হয় সিটি সেন্টারে । মোতায়েন থাকতে দেখা যায় কমব্যাট ফোর্সকেও ।

আরও পড়ুন: ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.