ETV Bharat / state

কোরোনা জয়ী জিতেন্দ্র তিওয়ারি; বাজি ফাটিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের - asansol news

মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, "এত মানুষ আমাকে ভালোবাসেন ভাবতেই ভালো লাগছে । দিন দুয়েকের মধ্যেই আমার অসমাপ্ত কাজ শুরু করে দেব । শহর যেন কোরোনামুক্ত হয়, মানুষ যেন আরও সতর্ক হয় সে বিষয়ে আরও ব্যবস্থা নেব ।

asansol news
asansol news
author img

By

Published : Sep 22, 2020, 10:34 PM IST

Updated : Sep 23, 2020, 8:35 AM IST

আসানসোল , 22 সেপ্টেম্বর : কোরোনা জয় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । গতকাল রাতেই জিতেন্দ্র তেওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি কলকাতা থেকে আসানসোলের গোধূলি এলাকার বাড়িতে ফেরেন । রাতেই তাঁকে অভ্যর্থনা জানান পৌরনিগমের কাউন্সিলর ও দলের কর্মীরা । আজ সকালে অবশ্য চমকের বাকি ছিল ।

কুলটি থেকে জেলা তৃণমূলের কোষাধ্যক্ষ অমিত তুলসীয়ানের নেতৃত্বে কাউন্সিলর ও দলীয় সদস্যরা মিলে মোট ২০০ জন উপস্থিত হন মেয়র, বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে । সবার মুখে নীল মাস্ক, গায়ে সাদা গেঞ্জিতে মেয়রের ছবি দিয়ে লেখা “জয় জিতেন্দ্র” । মেয়রকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান তাঁরা । এরপরেই ব্যান্ড , সানাই বাজিয়ে রাস্তায় নেমে পথচারীদের 51 কেজি গাওয়া ঘিয়ের লাড্ডু বিতরণ করেন । আসানসোলের GT রোডে এদিন বাজিও ফাটে ।

অমিত তুলসীয়ান বলেন, "আমাদের নেতা, শহরের মেয়র কোরোনা আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি ছিলেন । শহরের সর্বত্র ওনার সুস্থ কামনায় যজ্ঞ হয়েছিল । গুরুদোয়ারা, মসজিদ ও চার্চে প্রার্থনা করেছিলেন শহরের মানুষ । আমরা এই কয়েকদিন অভিভাবকহীন হয়েছিলাম । উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন । ফের শুরু হবে উন্নয়নের কাজ ।"

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এত মানুষ আমাকে ভালোবাসেন ভাবতেই ভালো লাগছে । তবে সঠিক সময়ে আমাদের নেত্রী দিদি আমাকে সঠিক চিকিৎসার পরামর্শ ও ব্যবস্থা করে দেওয়ায় আমি আবার সুস্থ হয়ে উঠলাম । দিন দুয়েকের মধ্যেই আমার অসমাপ্ত কাজ শুরু করে দেব । শহর যেন কোরোনা মুক্ত হয়, মানুষ যেন আরও সতর্ক হয় সে বিষয়ে আরও ব্যবস্থা নেব ।

উল্লেখ্য গত 12 সেপ্টেম্বর (শনিবার) কোরোনা আক্রান্ত হয়েছিলেন মেয়র ও তাঁর স্ত্রী । মুখ্যমন্ত্রীর পরামর্শে কলকাতায় চিকিৎসা করিয়ে দশ দিন পর সুস্থ হয়ে ফিরলেন আসানসোলে ।

আসানসোল , 22 সেপ্টেম্বর : কোরোনা জয় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । গতকাল রাতেই জিতেন্দ্র তেওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি কলকাতা থেকে আসানসোলের গোধূলি এলাকার বাড়িতে ফেরেন । রাতেই তাঁকে অভ্যর্থনা জানান পৌরনিগমের কাউন্সিলর ও দলের কর্মীরা । আজ সকালে অবশ্য চমকের বাকি ছিল ।

কুলটি থেকে জেলা তৃণমূলের কোষাধ্যক্ষ অমিত তুলসীয়ানের নেতৃত্বে কাউন্সিলর ও দলীয় সদস্যরা মিলে মোট ২০০ জন উপস্থিত হন মেয়র, বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে । সবার মুখে নীল মাস্ক, গায়ে সাদা গেঞ্জিতে মেয়রের ছবি দিয়ে লেখা “জয় জিতেন্দ্র” । মেয়রকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান তাঁরা । এরপরেই ব্যান্ড , সানাই বাজিয়ে রাস্তায় নেমে পথচারীদের 51 কেজি গাওয়া ঘিয়ের লাড্ডু বিতরণ করেন । আসানসোলের GT রোডে এদিন বাজিও ফাটে ।

অমিত তুলসীয়ান বলেন, "আমাদের নেতা, শহরের মেয়র কোরোনা আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি ছিলেন । শহরের সর্বত্র ওনার সুস্থ কামনায় যজ্ঞ হয়েছিল । গুরুদোয়ারা, মসজিদ ও চার্চে প্রার্থনা করেছিলেন শহরের মানুষ । আমরা এই কয়েকদিন অভিভাবকহীন হয়েছিলাম । উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন । ফের শুরু হবে উন্নয়নের কাজ ।"

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এত মানুষ আমাকে ভালোবাসেন ভাবতেই ভালো লাগছে । তবে সঠিক সময়ে আমাদের নেত্রী দিদি আমাকে সঠিক চিকিৎসার পরামর্শ ও ব্যবস্থা করে দেওয়ায় আমি আবার সুস্থ হয়ে উঠলাম । দিন দুয়েকের মধ্যেই আমার অসমাপ্ত কাজ শুরু করে দেব । শহর যেন কোরোনা মুক্ত হয়, মানুষ যেন আরও সতর্ক হয় সে বিষয়ে আরও ব্যবস্থা নেব ।

উল্লেখ্য গত 12 সেপ্টেম্বর (শনিবার) কোরোনা আক্রান্ত হয়েছিলেন মেয়র ও তাঁর স্ত্রী । মুখ্যমন্ত্রীর পরামর্শে কলকাতায় চিকিৎসা করিয়ে দশ দিন পর সুস্থ হয়ে ফিরলেন আসানসোলে ।

Last Updated : Sep 23, 2020, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.