ETV Bharat / state

গ্রামে কোরোনা সংক্রমণ, সবজি বয়কট ভিনগ্রামের বাসিন্দাদের - জামুরিয়ার বাগডিহা গ্রাম

দিন কয়েক আগে মুম্বই থেকে গ্রামে ফিরেছিলেন এক ব্যক্তি । পরে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ মেলে । এরপরই ওই গ্রাম থেকে সবজি নেওয়া বয়কট করেছে আশপাশের গ্রামের মানুষজন।

ছবি
ছবি
author img

By

Published : May 26, 2020, 6:29 PM IST

জামুড়িয়া, 26 মে : গ্রামে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারপর থেকেই গ্রামের সবজি চাষিরা সমস্য়ায় পড়েছেন। সংশ্লিষ্ট গ্রামের সবজি বয়কট করছে আশপাশের গ্রাম । বাজারেও বিক্রি করতে দেওয়া হচ্ছে না । জামুড়িয়ার বাগডিহার ঘটনা ।

দিন কয়েক আগে মুম্বই থেকে এক ব্যক্তি বাগডিহায় বাড়ি ফিরেছেন । পরে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ মেলে । দ্রুত সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে । তারপর থেকেই সমস্য়ায় পড়েছেন গ্রামের সবজি চাষিরা । কোরোনা আতঙ্কে গ্রামবাসীদের সবজি বয়কট করেছে পাশের গ্রামগুলি । এমনকি বাজারেও সবজি বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেউ সবজি কিনতে চাইছে না । এই পরিস্থিতিতে মাঠের মধ্যেই নষ্ট হচ্ছে সবজি । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন গ্রামের সবজি চাষিরা । একে লকডাউন । তারউপর এই নতুন বিপদে মাথায় হাত পড়েছে তাঁদের । বিঘার পর বিঘা কাঁচা সবজি নষ্ট হয়ে যাচ্ছে ।

এবিষয়ে বাগডিহা গ্রামের সবজি চাষি প্রশান্ত গড়াই বলেন " দিন কয়েক আগে গ্রামের একজনের কোরোনা ধরা পড়ে । সেই খবর ছড়িয়ে পড়ার পরই চরম সমস্যায় পড়েছি আমরা । আর কেউ সবজি নিতে চাইছে না । বাজারেও বিক্রি করা যাচ্ছে না । বিক্রি না হওয়ায় মাঠের মধ্যেই নষ্ট হচ্ছে সব কাঁচা সবজি । বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব আমরা ।"

জামুড়িয়া, 26 মে : গ্রামে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারপর থেকেই গ্রামের সবজি চাষিরা সমস্য়ায় পড়েছেন। সংশ্লিষ্ট গ্রামের সবজি বয়কট করছে আশপাশের গ্রাম । বাজারেও বিক্রি করতে দেওয়া হচ্ছে না । জামুড়িয়ার বাগডিহার ঘটনা ।

দিন কয়েক আগে মুম্বই থেকে এক ব্যক্তি বাগডিহায় বাড়ি ফিরেছেন । পরে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ মেলে । দ্রুত সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে । তারপর থেকেই সমস্য়ায় পড়েছেন গ্রামের সবজি চাষিরা । কোরোনা আতঙ্কে গ্রামবাসীদের সবজি বয়কট করেছে পাশের গ্রামগুলি । এমনকি বাজারেও সবজি বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কেউ সবজি কিনতে চাইছে না । এই পরিস্থিতিতে মাঠের মধ্যেই নষ্ট হচ্ছে সবজি । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন গ্রামের সবজি চাষিরা । একে লকডাউন । তারউপর এই নতুন বিপদে মাথায় হাত পড়েছে তাঁদের । বিঘার পর বিঘা কাঁচা সবজি নষ্ট হয়ে যাচ্ছে ।

এবিষয়ে বাগডিহা গ্রামের সবজি চাষি প্রশান্ত গড়াই বলেন " দিন কয়েক আগে গ্রামের একজনের কোরোনা ধরা পড়ে । সেই খবর ছড়িয়ে পড়ার পরই চরম সমস্যায় পড়েছি আমরা । আর কেউ সবজি নিতে চাইছে না । বাজারেও বিক্রি করা যাচ্ছে না । বিক্রি না হওয়ায় মাঠের মধ্যেই নষ্ট হচ্ছে সব কাঁচা সবজি । বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.