আসানসোল: ভোট প্রচারে অভিনব কৌশল বিজেপির। 'এবার ঘটক বিদায়' ব্য়ানারে ছেয়ে গিয়েছে আসানসোল উত্তর বিধানসভা এলাকা ৷ আসানসোলের ভগত সিং মোড়, চেলিডাঙায় লাগানো এই ব্যানারের চারিদিকে পদ্মফুলের ছবি। তাহলে এই বিদায়ের ফ্লেক্স কি তৃণমূল প্রার্থী মলয় ঘটকের জন্য়েই ? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ।
আসানসোল লোকসভার সবচেয়ে হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর। এই কেন্দ্রের গত দু’বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল প্রার্থী মলয় ঘটকের লড়াই প্রভাবশালী ব্যবসায়ী বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। যিনি এক সময় তৃণমূলের সদস্য ছিলেন ৷ তাই ভোট-যুদ্ধ তুঙ্গে। নানা বিতর্কের মধ্যে এবার শহর জুড়ে 'ঘটক বিদায়' ব্যানার।
আরও পড়ুন: টি-টুরিজ়ম-টিম্বার, উত্তরবঙ্গে ট্রিপল 'টি'-এর স্বপ্ন ফেরি মোদির
এ বিষয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু সংবাদমাধ্য়মকে জানান যে, বাঙালির বাঙালিয়ানা গোলমেলে হয়ে গেছে ৷ ঘটক একটা সম্প্রদায়, সম্মাজনক জায়গা ব্রাহ্মণ পুরোহিতের মতোই বাঙালি সমাজে ঘটকেরও একটা জায়গা আছে বলে জানালেন তিনি ৷ তাঁর সংযোজন, ‘'চৈত্র মাসের শেষে শাড়ি, কাপড় মিষ্টি দিয়ে বিদায় করি আমরা ৷ একে বলে ঘটক বিদায় ৷’' এমনকি এ প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের 'ঘটক বিদায়' নাটকের কথাও মনে করিয়ে দেন ৷ তা হলে এ রকম ব্য়ানারের সঙ্গে তৃণমূল প্রার্থীর সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্য, ‘'নির্দিষ্ট কারওর জন্য লিখিনি ৷ যে যে রকম মানে করবেন ৷'’
এবিষয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক বলেন, ‘‘বিজেপির রুচি নেমে গেছে এটা বোঝা যাচ্ছে ৷ যাঁরা এ সব করছেন আসানসোলের মানুষ তাঁদের জবাব দিয়ে দেবেন ৷ মলয় ঘটক থাকবে কি না, সেই সিদ্ধান্ত আসানসোলের মানুষ নেবেন ৷’'
ভোট হচ্ছে চৈত্র মাসে, কিন্তু আসানসোল উত্তরে ঘটক রইলেন নাকি বিদায় হলেন জানা যাবে বৈশাখে ৷