ETV Bharat / state

আগাছায় ঢাকা মিশন নির্মল বাংলার অব্যবহৃত শৌচাগার - West burdwan

সরকারি প্রকল্পে তৈরি হওয়া শৌচাগার পড়ে থাকার খবর পেয়ে পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্য । সমস্যার কথা স্বীকার করে নেন তিনি ।

community toilet unused at kanksa
কাঁকসায় আগাছায় ঢাকা অব্যবহৃত মিশন নির্মল বাঙলার শৌচাগার
author img

By

Published : Sep 19, 2020, 9:16 AM IST

কাঁকসা, 19 সেপ্টেম্বর : কাঁকসার বিভিন্ন এলাকায় সরকারি অর্থানুকূল্যে তৈরি হওয়া কমিউনিটি শৌচাগারগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে । ফলে, মুখ থুবড়ে পড়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প ।

মিশন নির্মল বাংলা প্রকল্পে ঢাকঢোল পিটিয়ে খোলা মাঠে যাতে কেউ প্রাতঃকৃত্য না করেন তার প্রচার করা হয়েছিল । অথচ সেই প্রকল্পে সরকারি কোষাগার থেকে রাশি রাশি অর্থ ব্যয় করে তৈরি হওয়া কমিউনিটি শৌচাগার আগাছায় ঢাকা, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে । খবর পেয়ে কাঁকসার মাধবমাঠে ঘটনাস্থানে গিয়ে সমস্যা খতিয়ে দেখলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চট্টোপাধ্যায় ।

অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সরকারি প্রকল্পে তৈরি হওয়া শৌচাগার

গত কয়েক মাস ধরে কাঁকসা মাধবমাঠ এলাকায় সরকারি টাকায় তৈরি হওয়া কমিউনিটি শৌচাগার ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল । তার সঙ্গে সমস্যা ছিল জলের । যার কারণে এলাকার অনেকে খোলা জায়গায় প্রাতঃকৃত্য করতে যেতেন । তার সঙ্গে সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণে জল না ওঠা শৌচাগার সংলগ্ন টিউবওয়েলের । পুরো বিষয়টি খতিয়ে দেখে সমস্যার কথা স্বীকার করেন পঞ্চায়েত সদস্য ।

কাঁকসা, 19 সেপ্টেম্বর : কাঁকসার বিভিন্ন এলাকায় সরকারি অর্থানুকূল্যে তৈরি হওয়া কমিউনিটি শৌচাগারগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে । ফলে, মুখ থুবড়ে পড়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প ।

মিশন নির্মল বাংলা প্রকল্পে ঢাকঢোল পিটিয়ে খোলা মাঠে যাতে কেউ প্রাতঃকৃত্য না করেন তার প্রচার করা হয়েছিল । অথচ সেই প্রকল্পে সরকারি কোষাগার থেকে রাশি রাশি অর্থ ব্যয় করে তৈরি হওয়া কমিউনিটি শৌচাগার আগাছায় ঢাকা, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে । খবর পেয়ে কাঁকসার মাধবমাঠে ঘটনাস্থানে গিয়ে সমস্যা খতিয়ে দেখলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চট্টোপাধ্যায় ।

অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সরকারি প্রকল্পে তৈরি হওয়া শৌচাগার

গত কয়েক মাস ধরে কাঁকসা মাধবমাঠ এলাকায় সরকারি টাকায় তৈরি হওয়া কমিউনিটি শৌচাগার ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল । তার সঙ্গে সমস্যা ছিল জলের । যার কারণে এলাকার অনেকে খোলা জায়গায় প্রাতঃকৃত্য করতে যেতেন । তার সঙ্গে সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণে জল না ওঠা শৌচাগার সংলগ্ন টিউবওয়েলের । পুরো বিষয়টি খতিয়ে দেখে সমস্যার কথা স্বীকার করেন পঞ্চায়েত সদস্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.