কুলটি, 29 নভেম্বর : সাইকেলে করে যাওয়ার সময় বুধবার রাতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সন্তোষা সাউয়ের(43) । ময়নাতদন্তের পর গতকাল সন্তোষের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । অভিযোগ, এরপরই সন্তোষের পরিবার, প্রতিবেশী ও কিছু রাজনৈতিক নেতা তাঁর দেহ ইস্কো কারখানার স্কব গেটের কাছে রেখে বিক্ষোভ শুরু করে ।
বুধবার কুলটিতে সাইকেল নিয়ে নিয়ামতপুরের দিকে আসছিলেন সন্তোষ সাউ । তখনই পিছন থেকে আসা একটি দশ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় সন্তোষের । এই ঘটনায় গৌরব ভট্টাচার্য নামে সিভিক ভলান্টিয়ারেরও মৃত্যু হয়েছে । পাশাপাশি কেশব বাউরি নামে আর এক সাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই কেশব চিকিৎসাধীন ।
এই সন্তোষ ইস্কো কারখানার অস্থায়ী কর্মী ছিল । বুধবার নাইট ডিউটিতে আসার সময়ই কুলটির এই পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি অভিযোগকারীদের । এর প্রতিবাদে সন্তোষের মৃতদেহ ইস্কো কারখানার স্কব গেটে রেখে বিক্ষোভ শুরু করে মৃতের পরিবার ও আত্মীয় । তাদের দাবি, সন্তোষের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে । পাশাপাশি সন্তোষের পরিবারের একজনকে চাকরি দিতে হবে ।
BJP নেতা পবন সিন বলেন, "অনেকেই এর আগে দুর্ঘটনায় মারা গেছে । কিন্তু তাদের ক্ষেত্রে ঠিকঠাকভাবে কোনও ক্ষতিপূরণ দেয়নি ইস্কো । " ইস্কো কর্তৃপক্ষ ও ঠিকাদারের উচিত সন্তোষের পরিবারের পাশে দাঁড়ানো । পরিবারের একজনকে চাকরি এবং পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি আদায়ের জন্য এই বিক্ষোভ চলছে ।"