ETV Bharat / state

INTTUC Inner Clash: অভিষেকের সফরের আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা ৷ নব্য ও প্রবীণদের দ্বন্দ্বে দিনভর বন্ধ থাকল ইসিএল-এর উৎপাদন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে এই সংঘর্ষে অস্বস্তিতে শাসক শিবির ৷

INTTUC Factionalism in Durgapur ETV BHARAT
INTTUC Factionalism in Durgapur
author img

By

Published : May 10, 2023, 7:53 PM IST

Updated : May 10, 2023, 9:15 PM IST

দুর্গাপুর, 10 মে: দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর সংঘাত অব্যাহত ৷ দুর্গাপুর ইস্পাত কারখানায় বুধবার সকাল থেকেই প্রবীণ নেতৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত বহু ঠিকা শ্রমিক কাজ বন্ধ করে বসে থাকলেন ৷ তাঁদের অভিযোগ, কারখানায় ঢুকে নব্য গোষ্ঠীর বেশ কয়েকজন হুমকি দেন ৷ আর কয়েকদিন পরেই ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে আসবেন ৷ তার আগে দুর্গাপুর ইস্পাত কারখানার শাসকদলের দুই ঠিকা শ্রমিক সংগঠনের দুই দ্বন্দ্বে উত্তপ্ত বেশ কিছু এলাকা ৷

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ ঘটক দুর্গাপুর ইস্পাত কারখানার কমিটিতে ব্যাপক রদবদল করেন ৷ উল্লেখ্য, এর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূলের ঠিকা শ্রমিক সংগঠনের রাশ যাদের হাতে ছিল, সেই নেতাদের সিংহভাগকে বহিষ্কার করা হয় ৷ নতুন করে কমিটি গঠন করা হলেও, দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে বহিষ্কৃত নেতাদের ক্ষমতা খর্ব করা যাচ্ছিল না ৷ যাঁদেরকে বহিষ্কার করা হয়েছিল, কার্যত তাঁরাই সংগঠনের কাজকর্ম চালাচ্ছিলেন ৷

গত বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এক ঠিকা কর্মী শেখ কিতাবউদ্দিন অভিযোগ করেন তাঁকে বহিষ্কৃত ইউনিয়ন নেতারা মারধর করেছেন ৷ সেই ঘটনায় কিতাবউদ্দিনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ পুলিশেও অভিযোগ দায়ের করা হয় ৷ জামিন অযোগ্য ধারায় বহিষ্কৃত 7 জন নেতার নামে এফআইআর দায়ের করা হয় ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷

অভিযুক্ত নেতারা কারখানায় ঢুকতে গেলেই তাঁদের গ্রেফতার করে নেওয়া হবে, এমন খবর ছড়িয়ে পড়ে ৷ এর পরেই দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে সকাল সাড়ে 8 টায় জেনারেল শিফটে ঢোকা প্রায় সাড়ে তিন হাজার ঠিকা কর্মীর সিংহভাগ কাজ বন্ধ করে দেন ৷ অন্যদিকে, যাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানার শাসকদলের ঠিকা শ্রমিক সংগঠনের নব নিযুক্ত পদাধিকারী, তাঁদের মধ্যে কয়েকজন আজ সকালে কারখানায় প্রবেশ করেন ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় শাসক-দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা

অভিযোগ একদিকে বহিষ্কৃত নেতাদের অনুগামীদের কাজ বন্ধ রেখে দেওয়া ৷ অন্যদিকে, নবনিযুক্ত পদাধিকারীদের কারখানার ভিতরে ঢুকে কাজ বন্ধ রাখা ঠিকা কর্মীদেরকে হুমকি দেওয়ার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ যদিও, আইএনটিটিইউসি নবনিযুক্ত নেতা দীপঙ্কর লাহা বলেন, "সাময়িকভাবে কিছু কর্মী কাজ বন্ধ করেছিলেন ৷ কিন্তু পরবর্তীকালে সবাই নিজেদের ভুল বুঝতে পেরে, আবার কাজে ফিরে আসেন ৷ কারখানার ভেতরে কাজ বন্ধ করে আন্দোলন করা কোনভাবেই বরদাস্ত করা হবে না ৷"

তবে, এই অচলাবস্থার জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে বলে সূত্রের খবর ৷ এই কারখানায় প্রায় সাড়ে ছয় হাজার ঠিকা কর্মী কাজ করেন ৷ যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে সেই নেতাদের দাবি, ‘‘আমরা কারখানা বন্ধ করার পক্ষে নই ৷ কিন্তু, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ ঠিকা কর্মীরা তারই প্রতিবাদ করেছেন আজ সকালে ৷’’ অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে দুর্গাপুরে আসছেন ৷ তার মাত্র 72 ঘণ্টা আগে দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের এই দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হতে পারে ইস্পাত নগরী ৷

দুর্গাপুর, 10 মে: দুর্গাপুর ইস্পাত কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর সংঘাত অব্যাহত ৷ দুর্গাপুর ইস্পাত কারখানায় বুধবার সকাল থেকেই প্রবীণ নেতৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত বহু ঠিকা শ্রমিক কাজ বন্ধ করে বসে থাকলেন ৷ তাঁদের অভিযোগ, কারখানায় ঢুকে নব্য গোষ্ঠীর বেশ কয়েকজন হুমকি দেন ৷ আর কয়েকদিন পরেই ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে আসবেন ৷ তার আগে দুর্গাপুর ইস্পাত কারখানার শাসকদলের দুই ঠিকা শ্রমিক সংগঠনের দুই দ্বন্দ্বে উত্তপ্ত বেশ কিছু এলাকা ৷

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ ঘটক দুর্গাপুর ইস্পাত কারখানার কমিটিতে ব্যাপক রদবদল করেন ৷ উল্লেখ্য, এর আগে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূলের ঠিকা শ্রমিক সংগঠনের রাশ যাদের হাতে ছিল, সেই নেতাদের সিংহভাগকে বহিষ্কার করা হয় ৷ নতুন করে কমিটি গঠন করা হলেও, দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে বহিষ্কৃত নেতাদের ক্ষমতা খর্ব করা যাচ্ছিল না ৷ যাঁদেরকে বহিষ্কার করা হয়েছিল, কার্যত তাঁরাই সংগঠনের কাজকর্ম চালাচ্ছিলেন ৷

গত বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এক ঠিকা কর্মী শেখ কিতাবউদ্দিন অভিযোগ করেন তাঁকে বহিষ্কৃত ইউনিয়ন নেতারা মারধর করেছেন ৷ সেই ঘটনায় কিতাবউদ্দিনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ পুলিশেও অভিযোগ দায়ের করা হয় ৷ জামিন অযোগ্য ধারায় বহিষ্কৃত 7 জন নেতার নামে এফআইআর দায়ের করা হয় ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷

অভিযুক্ত নেতারা কারখানায় ঢুকতে গেলেই তাঁদের গ্রেফতার করে নেওয়া হবে, এমন খবর ছড়িয়ে পড়ে ৷ এর পরেই দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে সকাল সাড়ে 8 টায় জেনারেল শিফটে ঢোকা প্রায় সাড়ে তিন হাজার ঠিকা কর্মীর সিংহভাগ কাজ বন্ধ করে দেন ৷ অন্যদিকে, যাঁরা দুর্গাপুর ইস্পাত কারখানার শাসকদলের ঠিকা শ্রমিক সংগঠনের নব নিযুক্ত পদাধিকারী, তাঁদের মধ্যে কয়েকজন আজ সকালে কারখানায় প্রবেশ করেন ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় শাসক-দ্বন্দ্ব ঘিরে উত্তেজনা

অভিযোগ একদিকে বহিষ্কৃত নেতাদের অনুগামীদের কাজ বন্ধ রেখে দেওয়া ৷ অন্যদিকে, নবনিযুক্ত পদাধিকারীদের কারখানার ভিতরে ঢুকে কাজ বন্ধ রাখা ঠিকা কর্মীদেরকে হুমকি দেওয়ার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ যদিও, আইএনটিটিইউসি নবনিযুক্ত নেতা দীপঙ্কর লাহা বলেন, "সাময়িকভাবে কিছু কর্মী কাজ বন্ধ করেছিলেন ৷ কিন্তু পরবর্তীকালে সবাই নিজেদের ভুল বুঝতে পেরে, আবার কাজে ফিরে আসেন ৷ কারখানার ভেতরে কাজ বন্ধ করে আন্দোলন করা কোনভাবেই বরদাস্ত করা হবে না ৷"

তবে, এই অচলাবস্থার জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে বলে সূত্রের খবর ৷ এই কারখানায় প্রায় সাড়ে ছয় হাজার ঠিকা কর্মী কাজ করেন ৷ যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে সেই নেতাদের দাবি, ‘‘আমরা কারখানা বন্ধ করার পক্ষে নই ৷ কিন্তু, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ ঠিকা কর্মীরা তারই প্রতিবাদ করেছেন আজ সকালে ৷’’ অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে দুর্গাপুরে আসছেন ৷ তার মাত্র 72 ঘণ্টা আগে দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের এই দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হতে পারে ইস্পাত নগরী ৷

Last Updated : May 10, 2023, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.