দুর্গাপুর, ২৭ মার্চ : দোকান ঘর তৈরি নিয়ে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ উঠেছে BJP ও CPI(M) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। BJP-র দাবি, দুষ্কৃতীরা তৃণমূলকর্মী। গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতেই বিরোধীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল।
দুর্গাপুর থানা এলাকার আমরাই মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) ফাঁকা জমি আছে। অভিযোগ আমরাই দুর্গানগর এলাকার বাসিন্দা শেখ শফিক নামে এক তৃণমূল কংগ্রেস নেতা DSP-র ওই জমিতে দোকান ঘর তৈরি করছিল। তাতে বাধা দেয় BJP ও CPI(M) আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, গতকাল রাতে শফিকের বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। চলে যাওয়ার সময় দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ করে শফিক।
খবর পেয়ে আমরাই গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের অন্য নেতাকর্মীরা ঘটনাস্থানে যায় এবং শেখ শফিকুল ও ঈশ্বর চট্টোপাধ্যায় নামের দুজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় আমরাই মোড় এলাকায়। ঘটনাস্থানে
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে। নামানো হয় কমব্যাট ফোর্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরাই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়।
ঘটনাস্থানে গিয়ে দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচনের আগে এলাকার শান্তি নষ্ট করতে BJP ও CPI(M) আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশকে বলেছি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। লিখিত অভিযোগ জানানো হচ্ছে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে।"
BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, "তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে। কারণ যাদের নামে অভিযোগ জানানো হয়েছে তাদের মধ্যে অন্যতম আমিনুর রহমান তৃণমূল কংগ্রেসেরই নেতা। এর থেকে প্রমাণিত শাসক দল নিজেদের কোন্দলের দায় বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছে।"