রানিগঞ্জ, 22 অগস্ট : রানিগঞ্জ থানার অন্তর্গত রানিসায়ের জোড়া মন্দিরের পাশে আদিবাসীদের জায়গা দখলকে ঘিরে রণক্ষেত্র । চলল মারধোর ও ব্যাপক ভাঙচুর । নিজেদের জমি বাঁচাতে লাঠিসোটা নিয়ে জমি মাফিয়াদের বেধড়ক মারধর করেন আদিবাসীরা । তীর ধনুক, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখান আদিবাসী মহিলা ও পুরুষরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ।
রানিসায়েরের আদিবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে দু'নম্বর জাতীয় সড়কের পাশে আদিবাসীদের জায়গা দখল করছিল জমি মাফিয়ারা ৷ এর বিরুদ্ধে আজ রবিবার বিক্ষোভে নামেন আদিবাসীরা । বিক্ষোভের সময় জমির মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে আদিবাসী মহিলারা লাঠিসোটা, বাঁশ, তীর ধনুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । জমি মাফিয়াদের অস্থায়ী ঘর ভেঙে দেওয়া হয় ৷ বেধড়ক মারধর করা হয় জমি মাফিয়াদের ।
আরও পড়ুন : Former minister Arrested : আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
বিক্ষোভরত এক আদিবাসী মহিলারা বলেন, "গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে আমাদের গ্রামের পাশে জলাশয় ভরাট করছিল জমি মাফিয়ারা । প্রতিবাদ করতে গেলে জমি মাফিয়ারা আমাদের মারধোর করে । পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি ৷ জানানো হয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে । তারপর আজ এর প্রতিবাদে বিক্ষোভে নামি ৷" এদিকে জমি দখল করা মালিক বক্তব্য , এই জমি তাদের । তারা আদিবাসীদের জায়গা দখল করেনি ।