ETV Bharat / state

AMC Election 2022 : তৃণমূলের প্রচারে ভুবন, হরির লুটের মতো বাদাম কুড়োতে কোভিড ভুলল জনতা - kancha badam at tmc election campaign in asansol

কাঁচা বাদাম গাইছেন ভুবন বাদ্যকর ৷ সঙ্গে চলছে নাচ ও হুড়োহুড়ি করে বাদাম কুড়ানো ৷ এভাবেই আসানসোলে পৌর নির্বাচনের প্রচার করল তৃণমূল (AMC Election 2022) ৷ কতটা বিধি নিষেধ মানা হল প্রচারে ? রইল আসানসোলের সেই ছবি ৷

asansol
তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর তৃণমূলের প্রচারে
author img

By

Published : Jan 17, 2022, 10:09 PM IST

Updated : Jan 17, 2022, 10:16 PM IST

আসানসোল, 17 জানুয়ারি : কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর এবার আসানসোলে তৃণমূলের প্রচারে (AMC Election 2022) । গান আর নাচের পাশাপাশি কোভিড বিধি ভুলে চলল হরির লুটের মতো বাদাম ছোড়া ৷ সেই বাদাম নিতে মাস্কহীন মানুষের হুড়োহুড়ি রীতিমতো চমকে দেওয়ার মতে । করোনা পরিস্থিতিতে এই প্রচার নিয়ে উঠছে প্রশ্ন ৷


সোমবার আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উৎপল সিংহের প্রচারে আসেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর । আর তাঁকে দেখতেই এদিন কোভিড বিধি ভুলে মানুষের ঢল নামে । আট থেকে আশি বিভিন্ন বয়সী মানুষজন, মহিলারা জমায়েত করেন । গান চলতে চলতেই তৃণমূল কর্মীরা বাদামের প্যাকেট ছুড়তে শুরু করেন দর্শকদের মধ্যে । আর তা নিতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় । বাদাম নিতে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে দেন ।

তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

প্রতিদিন পশ্চিম বর্ধমান জেলায় প্রায় এক হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন । সেই অবস্থায় এই দৃশ্য যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেছে জনমানসে ।
ভুবন বাদ্যকর করোনা পরিস্থিতি নিয়ে প্রচারে বেরিয়ে বলেন, "প্রত্যেকেরই মাস্ক পরা উচিত । যাঁরা মাস্ক পরে ছিলেন না তাঁদের বলব মাস্ক পরুন ।"
অন্যদিকে কোভিড বিধি লঙ্ঘন করার কথা অস্বীকার করেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ । তাঁর কথায়, "যাঁরা মাস্ক পরে আসেননি, আমরা তাঁদের সবাইকে মাস্ক দিয়েছি । আমি নিজে যতক্ষণ ছিলাম হাতে করে বাদাম দিয়েছি ৷ এর মধ্যে কিছু অতি উৎসাহী ছেলেপিলে বাদাম নিয়ে হুটোপুটি করেছে ।"
আরও পড়ুন : AMC Election 2022 : 500 কর্মী-সমর্থক নিয়ে দিলীপ-জিতেন্দ্রর মিছিল আটকাল পুলিশ

আসানসোল, 17 জানুয়ারি : কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর এবার আসানসোলে তৃণমূলের প্রচারে (AMC Election 2022) । গান আর নাচের পাশাপাশি কোভিড বিধি ভুলে চলল হরির লুটের মতো বাদাম ছোড়া ৷ সেই বাদাম নিতে মাস্কহীন মানুষের হুড়োহুড়ি রীতিমতো চমকে দেওয়ার মতে । করোনা পরিস্থিতিতে এই প্রচার নিয়ে উঠছে প্রশ্ন ৷


সোমবার আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উৎপল সিংহের প্রচারে আসেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর । আর তাঁকে দেখতেই এদিন কোভিড বিধি ভুলে মানুষের ঢল নামে । আট থেকে আশি বিভিন্ন বয়সী মানুষজন, মহিলারা জমায়েত করেন । গান চলতে চলতেই তৃণমূল কর্মীরা বাদামের প্যাকেট ছুড়তে শুরু করেন দর্শকদের মধ্যে । আর তা নিতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় । বাদাম নিতে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে দেন ।

তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

প্রতিদিন পশ্চিম বর্ধমান জেলায় প্রায় এক হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন । সেই অবস্থায় এই দৃশ্য যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেছে জনমানসে ।
ভুবন বাদ্যকর করোনা পরিস্থিতি নিয়ে প্রচারে বেরিয়ে বলেন, "প্রত্যেকেরই মাস্ক পরা উচিত । যাঁরা মাস্ক পরে ছিলেন না তাঁদের বলব মাস্ক পরুন ।"
অন্যদিকে কোভিড বিধি লঙ্ঘন করার কথা অস্বীকার করেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ । তাঁর কথায়, "যাঁরা মাস্ক পরে আসেননি, আমরা তাঁদের সবাইকে মাস্ক দিয়েছি । আমি নিজে যতক্ষণ ছিলাম হাতে করে বাদাম দিয়েছি ৷ এর মধ্যে কিছু অতি উৎসাহী ছেলেপিলে বাদাম নিয়ে হুটোপুটি করেছে ।"
আরও পড়ুন : AMC Election 2022 : 500 কর্মী-সমর্থক নিয়ে দিলীপ-জিতেন্দ্রর মিছিল আটকাল পুলিশ

Last Updated : Jan 17, 2022, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.