ETV Bharat / state

আসানসোল উৎসবে ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট 5 ! - ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা

Chaos at Fossils Event: আসানসোল উৎসবে ফসিলসের উৎসবে বিশৃঙ্খলা ৷ পদপিষ্ট 5 ৷ তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 1 ৷ এলাকবাসীর অভিযোগ, গানের অনুষ্ঠানের জন্য কোনও প্রবেশ মূল্য ছিল না ৷ তাই ভিড়ও বেশি হয়েছিল ৷ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকাতেই এই দুর্ঘটনা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:27 AM IST

Updated : Dec 4, 2023, 1:44 PM IST

ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা

আসানসোল, 4 ডিসেম্বর: ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা আসানসোল উৎসবে ৷ রবিবার রাতেই পদপিষ্ট হয়ে আহত হয়েছন 5 জন ৷ তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসাধীন 1 ৷ স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ৷ তবে উৎসব কমিটির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ৷

রবিবার আসানসোল উৎসবের শেষ দিন ছিল । আর শেষ দিনে ছিল জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান । অনুষ্ঠানটির জন্য কোনওরকম প্রবেশ মূল্য না থাকায় ভিড় অনিয়ন্ত্রিত ছিল ৷ এদিন সকাল থেকেই আসানসোল উৎসবে মেলার মাঠে প্রবেশপত্র সংগ্রহের জন্য ব্যপক ভিড় হয় ৷ দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করতে উৎসব কমিটির পক্ষ থেকে ছ‘হাজার দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ৷ সন্ধ্যার পর বহু মানুষ উৎসবের মূল ফটকের সামনে হাজির হয়ে যান । আর অনুষ্ঠান দেখার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই কয়েকজন পদপিষ্ট হয়ে যায় বলে অভিযোগ । তাঁদেরকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর অভিযোগ, উৎসব কমিটির উদাসীনতার কারণেই পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷ দর্শকদের মতে, জনপ্রিয় বাংলা ব্রান্ডের ফসিলস-এর গান শোনার জন্য যে পরিমাণ দর্শকের ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রয়োজন কোনওটাই করতে পারেনি উৎসব কমিটি ৷ তবে এই প্রসঙ্গে কিছুই জানায়নি আসানসোল উৎসব কমিটি ৷ আসানসোল উত্তর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যথেষ্ট পরিমাণে পুলিশ মজুত ছিল মেলা প্রাসঙ্গ ও উৎসবে । কিন্তু সন্ধের পর থেকে ভিড় বাড়তে শুরু করে ৷ সেরকম বড় ধরনের কোনও বিশৃঙ্খলা এখানে ঘটেনি।

আরও পড়ুন:

  1. বালি বোঝাই লরি চলে এল রেললাইনে! ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস
  2. ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি! মৃত এক
  3. টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি! অল্পের জন্য রক্ষা যুবকের; অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ

ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা

আসানসোল, 4 ডিসেম্বর: ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা আসানসোল উৎসবে ৷ রবিবার রাতেই পদপিষ্ট হয়ে আহত হয়েছন 5 জন ৷ তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও চিকিৎসাধীন 1 ৷ স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ৷ তবে উৎসব কমিটির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ৷

রবিবার আসানসোল উৎসবের শেষ দিন ছিল । আর শেষ দিনে ছিল জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের অনুষ্ঠান । অনুষ্ঠানটির জন্য কোনওরকম প্রবেশ মূল্য না থাকায় ভিড় অনিয়ন্ত্রিত ছিল ৷ এদিন সকাল থেকেই আসানসোল উৎসবে মেলার মাঠে প্রবেশপত্র সংগ্রহের জন্য ব্যপক ভিড় হয় ৷ দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করতে উৎসব কমিটির পক্ষ থেকে ছ‘হাজার দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল ৷ সন্ধ্যার পর বহু মানুষ উৎসবের মূল ফটকের সামনে হাজির হয়ে যান । আর অনুষ্ঠান দেখার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই কয়েকজন পদপিষ্ট হয়ে যায় বলে অভিযোগ । তাঁদেরকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর অভিযোগ, উৎসব কমিটির উদাসীনতার কারণেই পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷ দর্শকদের মতে, জনপ্রিয় বাংলা ব্রান্ডের ফসিলস-এর গান শোনার জন্য যে পরিমাণ দর্শকের ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রয়োজন কোনওটাই করতে পারেনি উৎসব কমিটি ৷ তবে এই প্রসঙ্গে কিছুই জানায়নি আসানসোল উৎসব কমিটি ৷ আসানসোল উত্তর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যথেষ্ট পরিমাণে পুলিশ মজুত ছিল মেলা প্রাসঙ্গ ও উৎসবে । কিন্তু সন্ধের পর থেকে ভিড় বাড়তে শুরু করে ৷ সেরকম বড় ধরনের কোনও বিশৃঙ্খলা এখানে ঘটেনি।

আরও পড়ুন:

  1. বালি বোঝাই লরি চলে এল রেললাইনে! ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস
  2. ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে রায়গঞ্জে চলল গুলি! মৃত এক
  3. টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি! অল্পের জন্য রক্ষা যুবকের; অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ
Last Updated : Dec 4, 2023, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.