আসানসোল, 14 জুন : মোদি সরকারের আট বছর পূর্তির কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা ও পর্যটন রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট । দু'দিনের সফরে সোমবার আসানসোলের মহীশিলায় আসেন তিনি ৷ সেখানে একটি কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে তিনি জানান, কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পে উপকৃত উপভোক্তাদের সঙ্গে জনসংযোগের উদ্দেশ্যেই তাঁর পশ্চিমবঙ্গ সফর (Central Minister Ajay Bhatt joins Modi Government 8 years celebration in Asansol) । আজ দুর্গাপুরে যাওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রীর ৷
এদিন সাংবাদিকদের মন্ত্রী (Ajay Bhatt) বলেন, "দেশে পুনর্যৌবন এসেছে । আজ দুনিয়ার যেখানে যাই ঘটুক, সবাই ভারতের দিকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই চেয়ে থাকে । কারণ তিনিই সব সমাধান করতে পারেন ।" তাঁর দাবি, আজ জল, স্থল ও অন্তরীক্ষে ভারত শক্তিশালী এবং সুরক্ষিত ।
পর্যটন প্রসঙ্গে : কেন্দ্রীয় পর্যটন রাষ্ট্রমন্ত্রী বলেন, "জনতার দাবি মতো সর্বক্ষেত্রেই পর্যটনে উন্নতি হচ্ছে ।" কোল টুরিজিম নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আগামিদিনে কয়লাঞ্চল নিয়েও পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হতে পারে ।"
দেশের সুরক্ষা প্রসঙ্গে : দেশের নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী অজয় ভাট বলেন, "দেখুন, আজ নিজেদের তৈরি হেলিকপ্টার থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিশাইল হেলেনা রয়েছে আমাদের কাছে ৷ আমরা সবদিক দিয়ে আত্মনির্ভর হচ্ছি, নিজেদের পায়ে দাঁড়াচ্ছি । পানাগড়-সহ রাজ্যের বিভিন্ন আর্মি বেস শক্তিশালী হচ্ছে ।"
আরও পড়ুন : বঙ্গ বিজেপিকে 23-এর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের
রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা হিংসা প্রসঙ্গে : দেশজুড়ে সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি নিয়ে নূপুর শর্মা ইস্যু এড়িয়ে যান অজয় ভাট ৷ তিনি বলেন, "দল ব্যবস্থা নিয়েছে, আমার এই বিষয়ে কিছু বলা ঠিক নয় ।"
তবে এতে রাজ্যে হিংসাত্মক পরিস্থিতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, "হিংসা বন্ধ হোক । গণতন্ত্রে পক্ষ এবং বিপক্ষ জরুরি । দু'পক্ষ মিলেমিশে চললে তবেই গণতন্ত্র বেঁচে থাকে ।"