আসানসোল, 14 জানুয়ারি : বেআইনি কয়লা কারবারের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা এবং তার সাগরেদ রথমেশ ভার্মার বাড়িতে হানা দিল সিবিআই । আজ দুজনের নামেই হুলিয়া জারি করা হয় । সিবিআইয়ের দল পুরুলিয়ার নিতুরিয়া থানার অন্তর্গত ভামুরিয়া এলাকায় অনুপ মাজি ওরফে লালার বাড়ি, অফিসে নোটিস লাগায় ।
পাশাপাশি আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত নরসমুদা খনি সংলগ্ন এলাকায় রথমেশ ভার্মার বাড়িতে এবং বাড়ির সামনে তার ডাম্পার পার্ক করার বিরাট গ্যারাজে এবং এলাকার বিভিন্ন স্থানে হুলিয়া জারির নোটিস লাগান সিবিআই আধিকারিকরা । সূত্রের খবর, রথমেশ ভার্মা লালার বেআইনি কয়লা কারবারের পরিবহনের বিষয়টি দেখাশোনা করত । তার নিজের বহু গাড়ি বেআইনি কয়লা পরিবহনে লাগানো হয়েছিল বলে জানা গেছে ।
আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় ফের সিবিআই তল্লাশি
এছাড়া রাজ্যে ও রাজ্যের বাইরে লালার বেআইনি কয়লা পাচারের গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করত রথমেশ । বেআইনি কয়লার কারবারের বিষয়টি সামনে আসতেই আপাতত পলাতক লালা এবং রথমেশ দুজনেই ।