আসানসোল, 21 সেপ্টেম্বর: মঙ্গলবার রাতে কুলটির বড়িরা অঞ্চলে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে স্থানীয় বাসিন্দারা। ভ্যানটি ঝাড়খণ্ড থেকে ডুবুরডি চেকপোস্ট (Cattle Smuggling in Bengal) পেরিয়ে এ রাজ্যে ঢুকেছে। এলাকার তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলেছেন বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে (West Bengal-Jharkhand Border) পুলিশের এত কড়াকড়ি সত্ত্বেও গরু এ রাজ্যে ঢুকল কী করে ? পুলিশ কেন ধরতে পারল না ? সে জায়গায় স্থানীয় মানুষ তা কী করে ধরছে ?
যুব তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সরাসরি কুলটি থানার চৌরঙ্গী বাড়ির আইসিকে অভিযুক্ত করে বলেন, "তিনি গরুপাচারের (Cattle Smuggling) সঙ্গে যুক্ত ৷ বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে রাতে পুলিশের এত তৎপরতা সত্ত্বেও বিনা বাধায় কী করে গরু ঢুকছে এ রাজ্যে ?"
তিনি আরও জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা একটি গাড়ি ধরতে পেরেছে ৷ এর মানে সারারাত ধরে যে প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে এটি তার প্রমাণ । অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা বাবন মুখোপাধ্যায় একইভাবে এই গরুপাচারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি বলেন, "তৃণমূল-কংগ্রেসকে বদনাম করা হচ্ছে । অথচ এইভাবে রাতের অন্ধকারে ভিনরাজ্য থেকে গরুপাচার হচ্ছে । একটু তলিয়ে খোঁজ নিলেই দেখা যাবে, বিজেপি এই পাচারের সঙ্গে যুক্ত ৷ পাশাপাশি পুলিশও কিছুই করছে না ৷"
আরও পড়ুন: গরুপাচারের তদন্তে বাগুইআটিতে সিআইডি তল্লাশি
যদিও পিকআপ ভ্যানটি স্থানীয় বাসিন্দারা আটক করার পর পুলিশ ওই ভ্যানটিকে নিয়ে যায়। পাশাপাশি চালককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ভ্যানটি ঝাড়খণ্ডের বড়তোরিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালক জানিয়েছে।