ETV Bharat / state

পোষ্যরাও কি আক্রান্ত হতে পারে করোনায় ? - corona

কিছুদিন আগেই হায়দরাবাদের চিড়িয়াখানায় আটটি সিংহ করোনায় আক্রান্ত হয়েছে ৷ এর আগে পশুপাখিদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যায়নি বলা চলে ৷ অন্তত ভারতে তো এই ঘটনা এই প্রথম ৷ তারপর থেকেই প্রশ্ন উঠেছে, বাড়ির পোষ্য কুকুর-বিড়াল-পাখিও কি করোনায় আক্রান্ত হতে পারে ?

পোষ্যরাও কি আক্রান্ত হতে পারে করোনায় ?
পোষ্যরাও কি আক্রান্ত হতে পারে করোনায় ?
author img

By

Published : May 19, 2021, 9:33 PM IST

দুর্গাপুর, 19 মে: সম্প্রতি হায়দরাবাদের একটি চিড়িয়াখানায় 8টি সিংহ কোরোনা আক্রান্ত বলে জানা গেছে । তারপরই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাড়ির পোষ্য জীবজন্তুও কোভিড আক্রান্ত হতে পারে ? কী বলছেন সরকারি পশু চিকিৎসালয়ের চিকিৎসক ?

কোভিড পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে । দেশজুড়ে মৃত্যু-মিছিল । অনেকেই করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারানটিনে আছেন । সম্প্রতি হায়দ্রাবাদের একটি চিড়িয়াখানায় আটটি সিংহ কোভিডে আক্রান্ত বলে জানা গেছে । তাদের আরটিপিসিআর পরীক্ষার পর কোভিড পজিটিভ পাওয়া যায় । তারপরই প্রশ্ন উঠছে, যাঁরা কোভিড আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন তাঁদের যদি পোষ্য জীবজন্তু থাকে, তাহলে কী সেই পোষ্যরাও করোনায় আক্রান্ত হতে পারে ?

দুর্গাপুরে সরকারি পশু চিকিৎসালয়ের বিশিষ্ট চিকিৎসক অভ্রকান্তি রায় বলেন, "এখনও পর্যন্ত যদিও এরকম কোনও কেস আমাদের কাছে আসেনি । তবে সম্প্রতি হায়দ্রাবাদের ঘটনা আলোড়ন ফেলেছে । একটা জিনিস স্পষ্ট, এই ভাইরাস প্রতিদিন তার রূপ বদলাচ্ছে ৷ সুতরাং আগামী দিনে পশুপাখির দেহেও যদি এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ।"

পোষ্যদের করোনা আক্রান্ত হওয়ার প্রশ্নে এই মুহূর্তেই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে সতর্ক থাকতে হবে বলে জানাচ্ছেন পশু চিকিৎসকরা ৷

এখন প্রশ্ন, হায়দরাবাদের চিড়িয়াখানায় আটটি সিংহের শরীরে এই ভাইরাস কীভাবে ঢুকল ? তার উত্তর একটাই, সেটা পরীক্ষার বিষয় । তবে যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁদের এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন এই পশু রোগ বিশেষজ্ঞ । কিন্তু পোষ্যরা যে করোনায় আক্রান্ত হবে না তার নিশ্চিত আশ্বাস কেউই দিতে পারছেন না ৷ সুতরাং বলা চলে সতর্ক থাকাই এখন একমাত্র রাস্তা ৷

আরও পড়ুন: স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, সতর্ক চিকিৎসকরা

দুর্গাপুর, 19 মে: সম্প্রতি হায়দরাবাদের একটি চিড়িয়াখানায় 8টি সিংহ কোরোনা আক্রান্ত বলে জানা গেছে । তারপরই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাড়ির পোষ্য জীবজন্তুও কোভিড আক্রান্ত হতে পারে ? কী বলছেন সরকারি পশু চিকিৎসালয়ের চিকিৎসক ?

কোভিড পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে । দেশজুড়ে মৃত্যু-মিছিল । অনেকেই করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারানটিনে আছেন । সম্প্রতি হায়দ্রাবাদের একটি চিড়িয়াখানায় আটটি সিংহ কোভিডে আক্রান্ত বলে জানা গেছে । তাদের আরটিপিসিআর পরীক্ষার পর কোভিড পজিটিভ পাওয়া যায় । তারপরই প্রশ্ন উঠছে, যাঁরা কোভিড আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন তাঁদের যদি পোষ্য জীবজন্তু থাকে, তাহলে কী সেই পোষ্যরাও করোনায় আক্রান্ত হতে পারে ?

দুর্গাপুরে সরকারি পশু চিকিৎসালয়ের বিশিষ্ট চিকিৎসক অভ্রকান্তি রায় বলেন, "এখনও পর্যন্ত যদিও এরকম কোনও কেস আমাদের কাছে আসেনি । তবে সম্প্রতি হায়দ্রাবাদের ঘটনা আলোড়ন ফেলেছে । একটা জিনিস স্পষ্ট, এই ভাইরাস প্রতিদিন তার রূপ বদলাচ্ছে ৷ সুতরাং আগামী দিনে পশুপাখির দেহেও যদি এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ।"

পোষ্যদের করোনা আক্রান্ত হওয়ার প্রশ্নে এই মুহূর্তেই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে সতর্ক থাকতে হবে বলে জানাচ্ছেন পশু চিকিৎসকরা ৷

এখন প্রশ্ন, হায়দরাবাদের চিড়িয়াখানায় আটটি সিংহের শরীরে এই ভাইরাস কীভাবে ঢুকল ? তার উত্তর একটাই, সেটা পরীক্ষার বিষয় । তবে যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁদের এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন এই পশু রোগ বিশেষজ্ঞ । কিন্তু পোষ্যরা যে করোনায় আক্রান্ত হবে না তার নিশ্চিত আশ্বাস কেউই দিতে পারছেন না ৷ সুতরাং বলা চলে সতর্ক থাকাই এখন একমাত্র রাস্তা ৷

আরও পড়ুন: স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, সতর্ক চিকিৎসকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.