দুর্গাপুর, 19 মে: সম্প্রতি হায়দরাবাদের একটি চিড়িয়াখানায় 8টি সিংহ কোরোনা আক্রান্ত বলে জানা গেছে । তারপরই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাড়ির পোষ্য জীবজন্তুও কোভিড আক্রান্ত হতে পারে ? কী বলছেন সরকারি পশু চিকিৎসালয়ের চিকিৎসক ?
কোভিড পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে । দেশজুড়ে মৃত্যু-মিছিল । অনেকেই করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারানটিনে আছেন । সম্প্রতি হায়দ্রাবাদের একটি চিড়িয়াখানায় আটটি সিংহ কোভিডে আক্রান্ত বলে জানা গেছে । তাদের আরটিপিসিআর পরীক্ষার পর কোভিড পজিটিভ পাওয়া যায় । তারপরই প্রশ্ন উঠছে, যাঁরা কোভিড আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন তাঁদের যদি পোষ্য জীবজন্তু থাকে, তাহলে কী সেই পোষ্যরাও করোনায় আক্রান্ত হতে পারে ?
দুর্গাপুরে সরকারি পশু চিকিৎসালয়ের বিশিষ্ট চিকিৎসক অভ্রকান্তি রায় বলেন, "এখনও পর্যন্ত যদিও এরকম কোনও কেস আমাদের কাছে আসেনি । তবে সম্প্রতি হায়দ্রাবাদের ঘটনা আলোড়ন ফেলেছে । একটা জিনিস স্পষ্ট, এই ভাইরাস প্রতিদিন তার রূপ বদলাচ্ছে ৷ সুতরাং আগামী দিনে পশুপাখির দেহেও যদি এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ।"
এখন প্রশ্ন, হায়দরাবাদের চিড়িয়াখানায় আটটি সিংহের শরীরে এই ভাইরাস কীভাবে ঢুকল ? তার উত্তর একটাই, সেটা পরীক্ষার বিষয় । তবে যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁদের এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করছেন এই পশু রোগ বিশেষজ্ঞ । কিন্তু পোষ্যরা যে করোনায় আক্রান্ত হবে না তার নিশ্চিত আশ্বাস কেউই দিতে পারছেন না ৷ সুতরাং বলা চলে সতর্ক থাকাই এখন একমাত্র রাস্তা ৷