ETV Bharat / state

তৈরি পুস্তিকা ও লিফলেট, নাগরিকত্ব আইন কী জানাতে বিলি করা হবে বাড়ি বাড়ি - CAA

BJP-র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি বলেন, "CAA-কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে যে বিষয়টি নিয়ে অপপ্রচার করছে  ৷ কারো অধিকার ছিনিয়ে বা কেড়ে নেওয়া নয়, বরং কিছু অধিকার দেওয়া হচ্ছে ৷ "

book and leaflet on CAA is ready
BJP-র বৈঠক
author img

By

Published : Jan 3, 2020, 11:44 PM IST

দুর্গাপুর, 3 জানুয়ারি : BJP-র অভিযোগ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে রাজ্যবাসীকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে ।BJP জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই ইশুতে ভ্রান্তি কাটাতে তাদের তরফে বাড়ি বাড়ি গিয়ে পুস্তিকা ও লিফলেট বিলি করা হবে ।

BJP-র সাতটি সাংগঠনিক জেলার সভাপতি ও মণ্ডল সভাপতিদের নিয়ে আজ দুর্গাপুরের বিধানভবনে বৈঠক করেন রাজ্য নেতারা । বৈঠকে রাজ্য BJP-র সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত প্রমুখ ছিলেন । বৈঠকে সিদ্ধান্ত হয় CAA নিয়ে BJP-র কর্মীরা ছোটো ছোটো গ্রুপ করে বাড়ি বাড়ি প্রচার করবে । সাধারণ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন কী তা বোঝাবে ।

দেখুন ভিডিয়ো...

BJP-র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি বলেন, "CAA-কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে যে বিষয়টি নিয়ে অপপ্রচার করছে ৷ কারো অধিকার ছিনিয়ে বা কেড়ে নেওয়া নয়, বরং কিছু অধিকার দেওয়া হচ্ছে ৷ "

আজকের বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সংক্রান্ত পুস্তিকা তুলে দেওয়া হয় দলের জেলা ও মণ্ডল সভাপতিদের হাতে । ওই পুস্তিকা পড়ে দলীয় কর্মীরা আইনটি সম্পর্কে বিস্তারিত জানবেন ৷ তারপর তাঁরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবেন ও মানুষকে বোঝাবেন ।

দুর্গাপুর, 3 জানুয়ারি : BJP-র অভিযোগ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে রাজ্যবাসীকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে ।BJP জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই ইশুতে ভ্রান্তি কাটাতে তাদের তরফে বাড়ি বাড়ি গিয়ে পুস্তিকা ও লিফলেট বিলি করা হবে ।

BJP-র সাতটি সাংগঠনিক জেলার সভাপতি ও মণ্ডল সভাপতিদের নিয়ে আজ দুর্গাপুরের বিধানভবনে বৈঠক করেন রাজ্য নেতারা । বৈঠকে রাজ্য BJP-র সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত প্রমুখ ছিলেন । বৈঠকে সিদ্ধান্ত হয় CAA নিয়ে BJP-র কর্মীরা ছোটো ছোটো গ্রুপ করে বাড়ি বাড়ি প্রচার করবে । সাধারণ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন কী তা বোঝাবে ।

দেখুন ভিডিয়ো...

BJP-র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি বলেন, "CAA-কে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ৷ বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে যে বিষয়টি নিয়ে অপপ্রচার করছে ৷ কারো অধিকার ছিনিয়ে বা কেড়ে নেওয়া নয়, বরং কিছু অধিকার দেওয়া হচ্ছে ৷ "

আজকের বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সংক্রান্ত পুস্তিকা তুলে দেওয়া হয় দলের জেলা ও মণ্ডল সভাপতিদের হাতে । ওই পুস্তিকা পড়ে দলীয় কর্মীরা আইনটি সম্পর্কে বিস্তারিত জানবেন ৷ তারপর তাঁরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবেন ও মানুষকে বোঝাবেন ।

Intro:"" সিএএ নিয়ে রাজ্যের মানুষকে যেভাবে ভুল বোঝানো হয়েছে তাকে প্রতিহত করতে এবার বিজেপি কর্মীরা র‍্যালি,স্ট্রীট কর্নার,সভা ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সিএএ র মূল কথা তুলে ধরা হবে"- দুর্গাপুরে সিএএ নিয়ে বিজেপি র ৭ টি সাংগঠনিক জেলার সভাপতি ও মন্ডল সভাপতির নিয়ে বৈঠক এর সময় এমন কথায় জানালেন বিজেপি র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।।

সি এ এ কে পাখির চোখ করে 2021 এর বিধানসভা ও পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক জেলার জেলা সভাপতি ও মন্ডল সভাপতি দের নিয়ে রাজ্য নেতারা দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন।এই বৈঠকে রাজ্য বিজেপির সম্পাদক সুব্রত চ্যাটার্জ্জী, সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো সহ বিজেপির সাতটি সাংগঠনিক জেলার সভাপতি ও মন্ডল সভাপতিরা।৭ টি জেলার সাংগঠনিক কর্তাদের নিয়ে এই বৈঠকে মুল আলোচনার বিষয় ছিল সিএএ নিয়ে বিজেপি র কর্মীরা ছোট ছোট গ্রুপ করে বাড়ি বাড়ি পৌঁছাবে।সাধারণ মানুষের কাছে এরাজ্যের শাসকদল সহ বিজেপি বিরোধী দলগুলি যে ভুল বার্তা দিচ্ছে তাকে প্রতিহত করে সিএএ নিয়ে মানুষকে সঠিক বার্তা দিতেই এই গুরুত্মপুর্ন বৈঠক বলে জানান বিজেপি র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এই সাতটি সাংগঠনিক জেলা হল বীরভূম,বাঁকুড়া,বিষ্ণুপুর,আসানসোল, বর্ধমান,কাটোয়া ও পুরুলিয়া।রাজ্যের শাসকদল ছাড়াও বিজেপি বিরোধী দলগুলি যখন সিএএ নিয়ে কোনঠাসা করতে চাইছে কেন্দ্রীয় সরকারকে তখন বিজেপি র পক্ষ থেকে পালটা এই সিএএ কে সামনে রেখেই মানুষকে তাদের পক্ষে আনতে চাইছেন।এই বৈঠকে "নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯"" শিরোনামযুক্ত একটি পুষ্টিকা দেওয়া হয় জেলা ও মন্ডল সভাপতিদের।তারা এই বইগুলি দেবেন বুথ কমিটির প্রধানদের হাতে।কি এই আইন?,আগে দলীয় কর্মীরা সে সম্পর্কে জানার পরেই তারা বাড়ি বাড়ি যে লিফলেট দেবেন সেই লিফলেট আজ দেওয়া হয় বিজেপি র সাতটি জেলার কার্যকর্তাদের বলে জানান বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এই লিফলেটে আমাদের দেশের শরনার্থীদের সাম্প্রতিক সংখ্যার সাথে প্রতিবেশি বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু,খ্রীষ্টান দের সংখ্যার হিসাব দেওয়া হয়েছে।এছাড়াও এই সম্পর্কিত বিষয়ে মহাত্মা গান্ধী,জওহরলাল নেহেরু থেকে মনমোহন সিংহ কি কি বলেছেন তা তুলে ধরা হয়েছে।অর্থাৎ বিজেপি র দাবী সিএএ পাশ নরেন্দ্র মোদীর সরকারের সাহসী সিদ্ধান্ত হলেও এর ব্লু-প্রিন্ট বহুকাল আগে থেকেই তৈরি হয়েছে।।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.