ETV Bharat / state

Asansol Stampede Tragedy: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা - আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনা

দারিদ্র্যতা বড় বালাই ৷ একটা কম্বল পাওয়ার জন্য ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল পিতৃহারা বছর 13-র বালিকা ৷ কিন্তু ভাবেনি পদপিষ্ট হয়ে যাবে সে(Asansol Stampede Tragedy)৷ ছোট্ট প্রীতির দেহ ফিরতেই গ্রামে উঠল কান্নার রোল ৷ ছোট মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল পরিবার ৷

Etv Bharat
প্রীতি সিং
author img

By

Published : Dec 15, 2022, 7:13 PM IST

শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে

আসানসোল, 15 ডিসেম্বর: প্রতিবেশীরা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছে না ফুটফুটে মেয়েটা আর নেই । বুধবার পাড়ার লোকেদের সঙ্গেই শুভেন্দু অধিকারীর সভায় কম্বল আনতে গিয়েছিল প্রীতি সিং(13)। ভিড় দেখে দূরেই পাড়ার লোকেদের সঙ্গে দাঁড়িয়ে ছিল । কিন্তু ছোট্ট প্রীতি কখন ভিতরে ঢুকে গিয়েছিল তা কেউ টের পাননি ।

এরপরেই আসে মর্মান্তিক দুঃসংবাদ । দু'জন মহিলার সঙ্গে সেই সভায় পদপিষ্ট হয়ে মারা যায় আসানসোল রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা প্রীতি সিং ।

বৃহস্পতিবার দুপুরে প্রীতির দেহ আসতেই ভেঙে পড়ে রামকৃষ্ণ ডাঙাল এলাকা(Body of Girl Who Stampede in Asansol Brought to Home)। গোটা পাড়া কার্যত শোকে মুহ্যমান ৷ প্রীতির মা কিরণ দেবী ও বাড়ির অন্যান্য সদস্যরা তার দেহের উপরে আছড়ে পড়ে কাঁদতে শুরু করেন ।

আরও পড়ুন : শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

এলাকায় গিয়ে জানা যায়, প্রীতির বাবা 2014 সালে মারা গিয়েছেন । তারপর থেকে বাড়ির রোজগেরে বলতে দাদা । একটা হোটেলে কাজ করেন । পরিবারে চরম অসচ্ছলতা । নতুন কম্বল পাওয়া যাবে শুনেই তাই প্রীতি ছুটেছিল সামনের মাঠে । কিন্তু এত ভিড় কী করে সে কম্বল পাবে । তাই কচি মন ভেবেছিল সামনের দিকে এগিয়ে গেলেই বুঝি কম্বল পাওয়া যাবে ৷ আর তাতেই ঘটে বিপত্তি । হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যায় প্রীতি ।

বৃহস্পতিবার প্রীতির দেহ পৌঁছনোর আগে তার বাড়িতে যান, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ৷ তাঁরা আসানসোল পৌরনিগমের তরফ থেকে সবসময় এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় পুলিশি তদন্ত শুরু

শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে

আসানসোল, 15 ডিসেম্বর: প্রতিবেশীরা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছে না ফুটফুটে মেয়েটা আর নেই । বুধবার পাড়ার লোকেদের সঙ্গেই শুভেন্দু অধিকারীর সভায় কম্বল আনতে গিয়েছিল প্রীতি সিং(13)। ভিড় দেখে দূরেই পাড়ার লোকেদের সঙ্গে দাঁড়িয়ে ছিল । কিন্তু ছোট্ট প্রীতি কখন ভিতরে ঢুকে গিয়েছিল তা কেউ টের পাননি ।

এরপরেই আসে মর্মান্তিক দুঃসংবাদ । দু'জন মহিলার সঙ্গে সেই সভায় পদপিষ্ট হয়ে মারা যায় আসানসোল রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা প্রীতি সিং ।

বৃহস্পতিবার দুপুরে প্রীতির দেহ আসতেই ভেঙে পড়ে রামকৃষ্ণ ডাঙাল এলাকা(Body of Girl Who Stampede in Asansol Brought to Home)। গোটা পাড়া কার্যত শোকে মুহ্যমান ৷ প্রীতির মা কিরণ দেবী ও বাড়ির অন্যান্য সদস্যরা তার দেহের উপরে আছড়ে পড়ে কাঁদতে শুরু করেন ।

আরও পড়ুন : শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3

এলাকায় গিয়ে জানা যায়, প্রীতির বাবা 2014 সালে মারা গিয়েছেন । তারপর থেকে বাড়ির রোজগেরে বলতে দাদা । একটা হোটেলে কাজ করেন । পরিবারে চরম অসচ্ছলতা । নতুন কম্বল পাওয়া যাবে শুনেই তাই প্রীতি ছুটেছিল সামনের মাঠে । কিন্তু এত ভিড় কী করে সে কম্বল পাবে । তাই কচি মন ভেবেছিল সামনের দিকে এগিয়ে গেলেই বুঝি কম্বল পাওয়া যাবে ৷ আর তাতেই ঘটে বিপত্তি । হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যায় প্রীতি ।

বৃহস্পতিবার প্রীতির দেহ পৌঁছনোর আগে তার বাড়িতে যান, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ৷ তাঁরা আসানসোল পৌরনিগমের তরফ থেকে সবসময় এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় পুলিশি তদন্ত শুরু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.