আসানসোল, 18 মে: করোনা পরিস্থিতিতে রক্তশূন্য হয়ে পড়েছে আসানসোল জেলা হাসপাতাল । এই অবস্থায় সুস্থরা এগিয়ে এসে রক্তদান করতে না এলে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি হতে পারে আসানসোল ব্লাড ব্যাঙ্কে । এমনই আশঙ্কার কথা জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার সঞ্জীত চট্টোপাধ্যায় । করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে রক্তদান শিবির করা যাচ্ছে না । অন্যদিকে, স্বেচ্ছাসেবকরা বেশিরভাগই করোনায় আক্রান্ত । তাঁরা ইচ্ছে করলেও রক্ত দিতে পারছেন না ।
আসানসোল জেলা হাসপাতালে প্রতিদিন 50 থেকে 60 ইউনিট রক্তের প্রয়োজন হয় । কিন্তু এই মুহূর্তে খুব অল্প সংখ্যায় মানুষজন মিলে বিভিন্ন ন্যানো ব্লাড ক্যাম্প করলে সেখান থেকে যে রক্ত উঠে আসছে তা 20 থেকে 25 ইউনিটের বেশি নয় । সেই কারণে তীব্র রক্ত সংকটের আকার ধারণ করেছে আসানসোল জেলা হাসপাতালে ।
মেডিকেল অফিসার সঞ্জীত চট্টোপাধ্যায় জানাচ্ছেন, যে সমস্ত রোগীর আত্মীয়রা এখানে রক্ত নিতে আসছেন তাঁদের বুঝতে হবে রক্ত তৈরি করা যায় না, মানুষকে তা দান করতে হয় । রক্তদান ছাড়া তা সংগ্রহের আর কোনও উপায় নেই । তাই যাঁরা সুস্থ আছেন তাঁদের রক্তদান করতে হবে । তবেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে । না হলে আগামী দিনে শুধু আসানসোল নয়, রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাঙ্কেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷
আরও পড়ুন: দৈনিক মৃত্যু একই, কমল সংক্রমণ