ETV Bharat / state

জামুড়িয়ায় বেআইনিভাবে কয়লা উত্তোলন, বাধা দিতে গিয়ে আক্রান্ত ব্লক সভাপতির পরিবার - Block president family injured at jamuria

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, এলাকার কয়েকজন বহিরাগতদের নিয়ে বেআইনিভাবে কয়লা কারবার চালাচ্ছিল । আজ বাধা দিতে গিয়ে আক্রান্ত হন প্রয়াত ব্লক সভাপতি মুকুল বন্দ্য়োপাধ্যায়ের ভাই সন্দীপ বন্দ্যোপাধ্য়ায় ।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 8:08 PM IST

জামুড়িয়া ,12মে : লকডাউনের মাঝেই জামুড়িয়ার কেন্দায় বহিরাগতদের নিয়ে বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছিল । বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রয়াত ব্লক সভাপতির পরিবার । অভিযোগ, লাঠি ও রড দিয়ে ব্লক সভাপতির ভাই ও তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয় । বাড়িও ভাঙচুর করা হয় । ঘটনায় রথীন গোপ নাম এক স্থানীয় বাসিন্দার নামে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, দিন কয়েক ধরেই বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছিল এলাকায় । সেই সূত্রে এলাকায় বহিরাগতদের আনাগোনা ছিল । ঘটনা নজরে আসতেই আজ প্রতিবাদ করেন প্রয়াত ব্লক সভাপতি মুকুল বন্দ্য়োপাধ্যায়ের ভাই সন্দীপ বন্দ্যোপাধ্য়ায় । তাঁর উপর চড়াও হয় এলাকার কয়েকজন । লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় । বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় । এবিষয়ে ভাই সন্দীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "লকডাউনের মাঝেই বহিরাগত লোকজনদের নিয়ে এলাকার কয়েকজন বেআইনিভাবে কয়লা কারবার চালাচ্ছিল । এনিয়ে প্রতিবাদ করতে গেলে কয়লা মাফিয়ারা আমার উপর আগ্নেয়াস্ত্র ,লাঠি,রড দিয়ে হামলা চালায় । আমাকে বাঁচাতে গিয়ে আমার ছেলেও আক্রান্ত হয়। স্থানীয় বাসিন্দারা আমাদের বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । খবর পেয়ে আমার বউদি হাসপাতালে দেখা করতে আসে । তাঁকেও হুমকি দেওয়া হয় ।"

এই ঘটনার পরই রথীন গোপ নামে এক স্থানীয় বাসিন্দার নাম উঠে এসেছে । আক্রান্তের পরিবারের অভিযোগ, তাঁর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন রথীন গোপ । তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন "ওই ব্লক সভাপতির ভাই প্রদীপ বন্দ্যোপাধ্য়ায় মদ্যপান করে পাড়ার মধ্যে মাতলামি করছিল । পাড়ার ছেলেরা বাধা দিতে গেলে, তাদের মারধর করে । হুমকিও দেয় ।"

আজ সকালে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জামুড়িয়া ,12মে : লকডাউনের মাঝেই জামুড়িয়ার কেন্দায় বহিরাগতদের নিয়ে বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছিল । বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রয়াত ব্লক সভাপতির পরিবার । অভিযোগ, লাঠি ও রড দিয়ে ব্লক সভাপতির ভাই ও তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয় । বাড়িও ভাঙচুর করা হয় । ঘটনায় রথীন গোপ নাম এক স্থানীয় বাসিন্দার নামে অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, দিন কয়েক ধরেই বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছিল এলাকায় । সেই সূত্রে এলাকায় বহিরাগতদের আনাগোনা ছিল । ঘটনা নজরে আসতেই আজ প্রতিবাদ করেন প্রয়াত ব্লক সভাপতি মুকুল বন্দ্য়োপাধ্যায়ের ভাই সন্দীপ বন্দ্যোপাধ্য়ায় । তাঁর উপর চড়াও হয় এলাকার কয়েকজন । লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় । বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় । এবিষয়ে ভাই সন্দীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "লকডাউনের মাঝেই বহিরাগত লোকজনদের নিয়ে এলাকার কয়েকজন বেআইনিভাবে কয়লা কারবার চালাচ্ছিল । এনিয়ে প্রতিবাদ করতে গেলে কয়লা মাফিয়ারা আমার উপর আগ্নেয়াস্ত্র ,লাঠি,রড দিয়ে হামলা চালায় । আমাকে বাঁচাতে গিয়ে আমার ছেলেও আক্রান্ত হয়। স্থানীয় বাসিন্দারা আমাদের বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । খবর পেয়ে আমার বউদি হাসপাতালে দেখা করতে আসে । তাঁকেও হুমকি দেওয়া হয় ।"

এই ঘটনার পরই রথীন গোপ নামে এক স্থানীয় বাসিন্দার নাম উঠে এসেছে । আক্রান্তের পরিবারের অভিযোগ, তাঁর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন রথীন গোপ । তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন "ওই ব্লক সভাপতির ভাই প্রদীপ বন্দ্যোপাধ্য়ায় মদ্যপান করে পাড়ার মধ্যে মাতলামি করছিল । পাড়ার ছেলেরা বাধা দিতে গেলে, তাদের মারধর করে । হুমকিও দেয় ।"

আজ সকালে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.