ETV Bharat / state

BJP Protest Against Anubrata: অনুব্রতর মুখোশ আর কোমরে দড়ি পরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের - Locket Chatterjee

জেলবন্দি অনুব্রত মণ্ডলের মুখোশ ও কোমরে দড়ি পরে দুর্গাপুরে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা (Protest Against Anubrata Mondal)৷

ETV Bharat
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Mar 3, 2023, 9:20 PM IST

অনুব্রতর মুখোশ আর কোমরে দড়ি পরে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর, 3 মার্চ: দুর্গাপুরের রাস্তায় আচমকা দেখা মিলল তৃণমূলের একসময়কার দাপুটে জেলবন্দি নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) । শুক্রবার বিকেলে কোমরে দড়ি পরিয়ে ঘোরান হল কেষ্টকে! শুনে অবাক হচ্ছেন তো ! ভাবছেন তো, যখন ফিসচুলার ব্যাথায় কষ্ট পাচ্ছেন অনুব্রত, তাঁকে দিল্লিতে নিয়ো যাওয়ার তোড়জোড় হচ্ছে তখন জেলের বাইরে তিনি এলেনই বা কী করে, আর তাঁর সঙ্গে এরকম ব্যবহারই বা করল কারা !

আসলে সবটাই মুখোশের কারসাজি ৷ অনুব্রত মণ্ডলের মুখোশ পরে ও কোমরে দড়ি দিয়ে শুক্রবার দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোনের বিদ্যাসাগর এভেনিউয়ের রাস্তায় ঘোরেন এলাকার বিজেপি নেতা কাঞ্চন রাউত ৷ আসলে এটি ছিল বিজেপি'র দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচির একটি অংশ ৷ এদিনের এই অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই, বিজেপি'র যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ (Durgapur BJP protest)।

যদিও বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । তবে বীরভূমের একসময়কার দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তিহার পাঠানোর দাবিকে সামনে রেখে বিজেপি'র অভিনব এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কৌতূহল ছিল এলাকাবাসীর মধ্যে ৷ লকেট চট্টোপাধ্যায় এদিন জানান, তিয়ারে গেলে অনুব্রত সব বলে দেবে তাই তাঁর তিহার যাত্রাকে যেন তেন প্রকারণে আটকাতে চাইছে তৃণমূল সরকার ৷

তিহার যাওয়ার ভয়ে ছদ্মবেশী অনুব্রত ভুলভাল বকছেন বলে কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক আরও বলেন, "টাকার পাহাড়ে বসে ছিলেন এতদিন অনুব্রত মণ্ডল। সমস্ত দুর্নীতির সঙ্গে সে জড়িত। মেয়ের চাকরি থেকে পেট্রল পাম্প তৈরি, 600 বিঘা জমির মালিক। এবার সিবিআইয়ের গুঁতো খেয়ে সবার নাম করবে । ভাইপো থেকে আরম্ভ করে আরও কত লোকের নাম বলবে দেখুন ।"

আরও পড়ুন: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

এদিন বিজেপি নেতাকে মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে অনুব্রত মণ্ডল সাজিয়ে দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় ঘোরানোর এই ছবি দেখে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়েন । লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং 2024 সালে বীরভূমে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে যদি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রাখা হয়৷

অনুব্রতর মুখোশ আর কোমরে দড়ি পরে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর, 3 মার্চ: দুর্গাপুরের রাস্তায় আচমকা দেখা মিলল তৃণমূলের একসময়কার দাপুটে জেলবন্দি নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) । শুক্রবার বিকেলে কোমরে দড়ি পরিয়ে ঘোরান হল কেষ্টকে! শুনে অবাক হচ্ছেন তো ! ভাবছেন তো, যখন ফিসচুলার ব্যাথায় কষ্ট পাচ্ছেন অনুব্রত, তাঁকে দিল্লিতে নিয়ো যাওয়ার তোড়জোড় হচ্ছে তখন জেলের বাইরে তিনি এলেনই বা কী করে, আর তাঁর সঙ্গে এরকম ব্যবহারই বা করল কারা !

আসলে সবটাই মুখোশের কারসাজি ৷ অনুব্রত মণ্ডলের মুখোশ পরে ও কোমরে দড়ি দিয়ে শুক্রবার দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোনের বিদ্যাসাগর এভেনিউয়ের রাস্তায় ঘোরেন এলাকার বিজেপি নেতা কাঞ্চন রাউত ৷ আসলে এটি ছিল বিজেপি'র দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচির একটি অংশ ৷ এদিনের এই অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই, বিজেপি'র যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ (Durgapur BJP protest)।

যদিও বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । তবে বীরভূমের একসময়কার দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তিহার পাঠানোর দাবিকে সামনে রেখে বিজেপি'র অভিনব এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কৌতূহল ছিল এলাকাবাসীর মধ্যে ৷ লকেট চট্টোপাধ্যায় এদিন জানান, তিয়ারে গেলে অনুব্রত সব বলে দেবে তাই তাঁর তিহার যাত্রাকে যেন তেন প্রকারণে আটকাতে চাইছে তৃণমূল সরকার ৷

তিহার যাওয়ার ভয়ে ছদ্মবেশী অনুব্রত ভুলভাল বকছেন বলে কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক আরও বলেন, "টাকার পাহাড়ে বসে ছিলেন এতদিন অনুব্রত মণ্ডল। সমস্ত দুর্নীতির সঙ্গে সে জড়িত। মেয়ের চাকরি থেকে পেট্রল পাম্প তৈরি, 600 বিঘা জমির মালিক। এবার সিবিআইয়ের গুঁতো খেয়ে সবার নাম করবে । ভাইপো থেকে আরম্ভ করে আরও কত লোকের নাম বলবে দেখুন ।"

আরও পড়ুন: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

এদিন বিজেপি নেতাকে মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে অনুব্রত মণ্ডল সাজিয়ে দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় ঘোরানোর এই ছবি দেখে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে পড়েন । লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং 2024 সালে বীরভূমে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে যদি অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রাখা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.