ETV Bharat / state

Asansol Municipal Corporation : নজিরবিহীন ! তৃণমূল মেয়র পারিষদদের নামের প্রস্তাব পাঠাল বিজেপি - bjp propose the name of mayor in councils for tmc lead asansol municipal corporation

দীর্ঘদিন ধরে বলার পরেও আসানসোল পৌরনিগমে পূর্ণাঙ্গ বোর্ড গঠিত না হওয়ায় তৃণমূলের মেয়র পারিষদ সদস্যদের নাম নিজে ঘোষণা করলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি (Asansol Municipal Corporation)৷

asansol municipal corporation
আসানসোল
author img

By

Published : May 31, 2022, 9:48 PM IST

আসানসোল, 31 মে : তিনমাস অতিক্রান্ত হয়ে গেলেও আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড এখনও তৈরি হয়নি । দু'জন ডেপুটি মেয়র প্রস্তাবিত করা হলেও তাতে সম্মতি দেননি রাজ্যপাল । অন্যদিকে মেয়র পারিষদ গঠন করা হয়নি । কবে হবে তা কেউ জানে না । আর তা নিয়েই কটাক্ষ করে বিজেপি ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের প্রস্তাবিত নামের তালিকা প্রস্তুত করল (bjp propose the name of mayor in councils for tmc lead asansol municipal corporation)।

মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি তার আবাসিক অফিসে তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের প্রস্তাবিত নামের তালিকা পড়ে শোনান । যাদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা প্রত্যেকে তৃণমূল কাউন্সিলর ।

আরও পড়ুন : Asansol Municipal Corporation : আসানসোলে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবিতে হাইকোর্টে মামলা চৈতালির

এই বিষয়ে চৈতালি তিওয়ারির বক্তব্য, "দুজন ডেপুটি মেয়র নিয়ে দ্বন্দ্ব চলছে আসানসোল পৌরনিগমে ৷ তাই দু'জনকেই বাদ দিয়ে যদি তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বিধায়ক, এডিডিএ ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ডেপুটি মেয়র করা যায় তাহলে খুব ভাল হয় । কারণ তিনি বিচক্ষণ মানুষ । অভিজিৎ ঘটক, মানস দাস, ইন্দ্রানী চট্টোপাধ্যায় মিশ্র, অশোক রুদ্র-সহ 12 জন মেয়র পরিষদের নাম ঘোষণা করেন চৈতালি তেওয়ারি ও অন্যান্য বিজেপি কাউন্সিলররা ৷

আসানসোলে তৃণমূল মেয়র পারিষদদের নাম পাঠাল বিজেপি

এই বিষয়ে চৈতালি তিওয়ারি বলেন, "দ্বন্দ্বের কারণে তৃণমূল পূর্ণাঙ্গ পৌরবোর্ড ঘোষণা করতে পারছে না । তাই ওদের কাজ আমরাই করে দিলাম । এতেও যদি পছন্দ না হয় তাহলে বলবেন আমরা আরও কয়েকজনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করে দেব ।"

বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের কটাক্ষ করে বলেন, "ভাল কাজ করেছেন ওনারা ৷ ওনাদের এই কাজের জন্য পশ্চিমবঙ্গে অনেক উন্নতি হবে ।"
তবে প্রস্তাব এলে কি বিবেচনা করবেন, এই প্রশ্নের উত্তরে মেয়রের উত্তর, ''আমি কেন ওদের প্রস্তাব মানব । ওদের দল আলাদা, আমরা আলাদা ৷ নিজেদের পৌরবোর্ড নিজেরাই গঠন করতে পারব এবং খুব দ্রুত আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত হয়ে যাবে ।"

আরও পড়ুন : Audio Clip of Agnimitra : ভোটে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ? প্রশ্নকর্তা অগ্নিমিত্রা পল! ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক

আসানসোল, 31 মে : তিনমাস অতিক্রান্ত হয়ে গেলেও আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড এখনও তৈরি হয়নি । দু'জন ডেপুটি মেয়র প্রস্তাবিত করা হলেও তাতে সম্মতি দেননি রাজ্যপাল । অন্যদিকে মেয়র পারিষদ গঠন করা হয়নি । কবে হবে তা কেউ জানে না । আর তা নিয়েই কটাক্ষ করে বিজেপি ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের প্রস্তাবিত নামের তালিকা প্রস্তুত করল (bjp propose the name of mayor in councils for tmc lead asansol municipal corporation)।

মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি তার আবাসিক অফিসে তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের প্রস্তাবিত নামের তালিকা পড়ে শোনান । যাদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা প্রত্যেকে তৃণমূল কাউন্সিলর ।

আরও পড়ুন : Asansol Municipal Corporation : আসানসোলে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবিতে হাইকোর্টে মামলা চৈতালির

এই বিষয়ে চৈতালি তিওয়ারির বক্তব্য, "দুজন ডেপুটি মেয়র নিয়ে দ্বন্দ্ব চলছে আসানসোল পৌরনিগমে ৷ তাই দু'জনকেই বাদ দিয়ে যদি তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন বিধায়ক, এডিডিএ ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ডেপুটি মেয়র করা যায় তাহলে খুব ভাল হয় । কারণ তিনি বিচক্ষণ মানুষ । অভিজিৎ ঘটক, মানস দাস, ইন্দ্রানী চট্টোপাধ্যায় মিশ্র, অশোক রুদ্র-সহ 12 জন মেয়র পরিষদের নাম ঘোষণা করেন চৈতালি তেওয়ারি ও অন্যান্য বিজেপি কাউন্সিলররা ৷

আসানসোলে তৃণমূল মেয়র পারিষদদের নাম পাঠাল বিজেপি

এই বিষয়ে চৈতালি তিওয়ারি বলেন, "দ্বন্দ্বের কারণে তৃণমূল পূর্ণাঙ্গ পৌরবোর্ড ঘোষণা করতে পারছে না । তাই ওদের কাজ আমরাই করে দিলাম । এতেও যদি পছন্দ না হয় তাহলে বলবেন আমরা আরও কয়েকজনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করে দেব ।"

বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের কটাক্ষ করে বলেন, "ভাল কাজ করেছেন ওনারা ৷ ওনাদের এই কাজের জন্য পশ্চিমবঙ্গে অনেক উন্নতি হবে ।"
তবে প্রস্তাব এলে কি বিবেচনা করবেন, এই প্রশ্নের উত্তরে মেয়রের উত্তর, ''আমি কেন ওদের প্রস্তাব মানব । ওদের দল আলাদা, আমরা আলাদা ৷ নিজেদের পৌরবোর্ড নিজেরাই গঠন করতে পারব এবং খুব দ্রুত আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠিত হয়ে যাবে ।"

আরও পড়ুন : Audio Clip of Agnimitra : ভোটে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ? প্রশ্নকর্তা অগ্নিমিত্রা পল! ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.