দুর্গাপুর, 21 এপ্রিল: "কিছুদিন আগে গালি দিত বিজেপি সরকার নাকি আদানির সরকার ৷ সেই আদানিকে এখন পাত পেড়ে খাওয়াচ্ছে ৷" বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্গাপুর থেকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta criticised cm)।
আরও পড়ুন : Mamata at BGBS 2022 : সুরক্ষিত বাংলায় নিশ্চিন্তে বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর
বুধবার কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে বলেছিলেন, আপনি একটু দেখুন না কেন্দ্র যাতে এজেন্সি লাগিয়ে শিল্পপতিদের বিরক্ত না করে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কোন জায়গায় কি কথা বলতে হয় তা মানুষের বোঝা উচিত । ওই মঞ্চে এই কথা বলা শোভা পায়নি । গোটা ভারতের শিল্পপতিরা বাণিজ্য করছে, দু'দিন আগে উনি গালি দিলেন মোদি সরকার নাকি আদানির সরকার, সেই আদানিকে উনি ডেকে নিয়ে এসে পাত পেড়ে খাইয়েছে ৷ কথা বলেছে, টাকা চেয়েছে ৷
তিনি আরও বলেন, "গোটা ভারতবর্ষে ওনারা ঘুরে বেড়াচ্ছেন কোথাও তো ওদের ইডি, সিবিআই নিয়ে সমস্যা হয় না । মুখ্যমন্ত্রী আদেও তাদের কথা বলতে চেয়েছেন, না পরিবারের কথা বলতে চেয়েছেন, না নেতাদের কথা বলতে চেয়েছেন ৷ যদি নেতারা চুরি করে থাকে তারা কেউ বাঁচবে না ।" এদিন তিনি মুখ্যমন্ত্রীর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ব্যর্থ বলেও কটাক্ষ করেন ।