আসানসোল, 30 সেপ্টেম্বর: আসানসোলের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের হতাশা কাটাতে এবার অভিনব উদ্যোগ নিতে চলেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তিনি বিভিন্ন বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেছেন এবং সেই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আসানসোলে একটি চাকরির মেলা করবেন বলে জানিয়েছেন । যাতে সরাসরি বেকার যুবক-যুবতীরা চাকরি পেতে পারেন ।
জিতেন্দ্র তিওয়ারি বলেন, "রাজ্যের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। শিক্ষিত বেকার যুবকরা চাকরি পাচ্ছে না । যাঁদের টাকা আছে, তাঁরা চাকরি কিনে নিচ্ছেন । ফলে বঞ্চিত বেকার যুবকরা হাইকোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন । নেতা-মন্ত্রীরা জেলে ঢুকছেন । এর পাশাপাশি রাজ্যের যুবকরা চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন । সেই রকমই হতাশায় ভুগছেন আসানসোলের শিক্ষিত ছেলেমেয়েরাও । তাঁরা চাকরি না পেয়ে কী করবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন । আর সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"
তিনি আরও বলেন, "আমরা বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কথা বলেছি ৷ যারা খুব উৎসাহ প্রকাশ করেছে শিক্ষিত এবং যোগ্য ছেলেমেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে । সেই কারণে আমরা ওই কোম্পানিগুলোকে নিয়ে একটি চাকরির মেলা করব । যে মেলায় সরাসরি বেকার যুবকরা এসে ওই কোম্পানিগুলির কাছে আবেদন করতে পারেন, তাদের বায়োডাটা জমা দিতে পারেন । ইন্টারভিউয়ে বসতে পারেন এবং স্পট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ।"
এই মেলায় যাঁরা আসতে চান, তাঁদের রেজিস্ট্রেশন মহালয়ার দিন থেকে শুরু হবে । কতজন রেজিস্ট্রেশন করছেন, তার উপরেই ঠিক করা হবে মেলা কত দিন চলবে বলে দাবি জিতেন্দ্রর । আগামী পুজোর পরেই এই মেলা অনুষ্ঠিত হবে এবং এই মেলা অনুষ্ঠিত হলে আসানসোলের প্রচুর বেকার যুবক-যুবতীরা চাকরি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি ।
প্রকাশ্যে জিতেন্দ্রর এই উদ্যোগকে কটাক্ষ কিংবা প্রশংসা না করলেও বিরোধী রাজনৈতিক দলের লোকেরাও জিতেন্দ্র এই ভাবনার তারিফ করছেন । এখন দেখার এই মেলা কতটা সফল হয় এবং কতজন সেখান থেকে কতজন কর্মসংস্থান পান ।
আরও পড়ুন: 'কুনুর নদী বাঁচাও' আন্দোলনে জিতেন্দ্র তিওয়ারি, টেনে আনলেন মুখ্যমন্ত্রীর সিঙ্গুর প্রসঙ্গ