ETV Bharat / state

Jitendra Tiwari: ‘বড় দাদা’ মলয়ের ইডির হাজিরা এড়ানো নিয়ে মন্তব্যে নারাজ বিজেপির জিতেন্দ্র - বিজেপি

Jitendra Tiwari on Moloy Ghatak's ED Summon: কম্বল কাণ্ডে আসানসোল আদালতে বুধবার হাজিরা দেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ৷ সেখানে তিনি তোপ দাগেন তৃণমূল কংগ্রেস ও রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ৷ তবে মলয় ঘটকের ইডির হাজিরা এড়ানো প্রসঙ্গে মন্তব্য করতে চাননি ৷ যদিও মলয় ঘটককে এদিন তিনি ‘বড় দাদা’ বলে সম্বোধন করেছেন ৷

Jitendra Tiwari
Jitendra Tiwari
author img

By

Published : Jul 26, 2023, 8:12 PM IST

আসানসোল, 26 জুলাই: একদা ছিল সাপে-নেউলে সম্পর্ক । তৃণমূলে থাকাকালীন সেই সম্পর্ক বারবার অবনতি হয়েছে । কিন্তু সেই জিতেন্দ্র তেওয়ারির মুখে এখন মলয় ঘটক সম্পর্কে কোনও কুন্তব্য নেই । বরং কোথাও নাম করছেন, কোথাও আবার ‘উনি আমার বড় দাদা’ বলে এড়িয়ে যাচ্ছেন । বুধবার কম্বল কাণ্ডে আসানসোল আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । সেখানে তাঁকে মলয় ঘটকের ইডি হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "উনি আমার বড় দাদার মতো । এই বিষয়ে আমি বিশেষ কিছু বলব না ।"

আদালতের নির্দেশে আসানসোল পৌরনিগম এলাকায় থাকতে পারছেন না জিতেন্দ্র তেওয়ারি । শুধু মামলার শুনানির দিন তাঁকে আদালতে হাজিরা দিতে আসতে হয় । বুধবার আসানসোল আদালতে মামলায় হাজিরা দিতে আসেন জিতেন্দ্র তেওয়ারি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূলের দয়ায় একটি মামলা হয়েছিল । সেই মামলার আজকে হাজিরা আছে । আর সেই কারণেই আমার আসানসোল আসা । তৃণমূলের দয়ায় তৃণমূলের নেতা-নেত্রীদের দয়ায় আমি আসানসোলে থাকতে পারছি না । আর আমি আসানসোলে থাকার জন্য যখনই হাইকোর্টে আবেদন করছি, তখনই তৃণমূল জানাচ্ছে আমি আসানসোল এলেই নাকি আইন শৃঙ্খলার অবনতি ঘটবে । আজকে তো আসানসোলে এলাম কোনও আইন-শৃঙ্খলার অবনতি ঘটল ?’’

আরও পড়ুন: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের

জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ‘‘আসানসোলের মাফিয়ারা ঘুরে বেড়ালে তখন আইনশৃঙ্খলার অবনতি হয় না । কারণ ওরা তৃণমূলের বন্ধু । ওদেরকে নিয়ে পঞ্চায়েত ভোট করা হয়েছে । ওদেরকে নিয়ে লোকসভা ভোটের পরিকল্পনা হচ্ছে । আর আসানসোলের প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক আসানসোলে এলেই আইনশৃঙ্খলার অবনতি হবে ? আর কী বলার আছে ?"

ইডি, সিবিআই প্রসঙ্গ উঠতে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "ইডি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি । যারা চুরি করেছে তারা জেলে যাবেই ।" এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয় মলয় ঘটক তো আবারও ইডি হাজিরা এড়ালেন । তখন জিতেন্দ্র তেওয়ারির উত্তর, "উনি আমার বড় দাদার মতো । ওঁর সম্পর্কে আমি কিছু বলব না ।''

এদিকে কম্বল কাণ্ডে মৃত তিনজনের পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল আসানসোল পৌরনিগমের । জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করলেন, "এখনও পর্যন্ত একজনেরও চাকরি হয়নি । শুধু তাই নয়, ওই জায়গায় অন্য কাউকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "ওই পরিবারগুলিকে সাহায্য করার জন্য কোটি কোটি টাকা আদায় করা হয়েছিল । সেই টাকাও দেওয়া হয়নি পরিবারগুলোকে ।"

আরও পড়ুন: বাংলায় শান্তি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন বিজেপি বিধায়কের

বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমরা চাকরি দেব তো । কিন্তু আমাদের সঙ্গে তো যোগাযোগ করতে হবে । আমরা তো ওঁদের সঙ্গে যোগাযোগই করতে পারছি না । ওঁরা কেউ আসছেন না আমাদের কাছে ।"

আসানসোল, 26 জুলাই: একদা ছিল সাপে-নেউলে সম্পর্ক । তৃণমূলে থাকাকালীন সেই সম্পর্ক বারবার অবনতি হয়েছে । কিন্তু সেই জিতেন্দ্র তেওয়ারির মুখে এখন মলয় ঘটক সম্পর্কে কোনও কুন্তব্য নেই । বরং কোথাও নাম করছেন, কোথাও আবার ‘উনি আমার বড় দাদা’ বলে এড়িয়ে যাচ্ছেন । বুধবার কম্বল কাণ্ডে আসানসোল আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । সেখানে তাঁকে মলয় ঘটকের ইডি হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "উনি আমার বড় দাদার মতো । এই বিষয়ে আমি বিশেষ কিছু বলব না ।"

আদালতের নির্দেশে আসানসোল পৌরনিগম এলাকায় থাকতে পারছেন না জিতেন্দ্র তেওয়ারি । শুধু মামলার শুনানির দিন তাঁকে আদালতে হাজিরা দিতে আসতে হয় । বুধবার আসানসোল আদালতে মামলায় হাজিরা দিতে আসেন জিতেন্দ্র তেওয়ারি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূলের দয়ায় একটি মামলা হয়েছিল । সেই মামলার আজকে হাজিরা আছে । আর সেই কারণেই আমার আসানসোল আসা । তৃণমূলের দয়ায় তৃণমূলের নেতা-নেত্রীদের দয়ায় আমি আসানসোলে থাকতে পারছি না । আর আমি আসানসোলে থাকার জন্য যখনই হাইকোর্টে আবেদন করছি, তখনই তৃণমূল জানাচ্ছে আমি আসানসোল এলেই নাকি আইন শৃঙ্খলার অবনতি ঘটবে । আজকে তো আসানসোলে এলাম কোনও আইন-শৃঙ্খলার অবনতি ঘটল ?’’

আরও পড়ুন: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের

জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ‘‘আসানসোলের মাফিয়ারা ঘুরে বেড়ালে তখন আইনশৃঙ্খলার অবনতি হয় না । কারণ ওরা তৃণমূলের বন্ধু । ওদেরকে নিয়ে পঞ্চায়েত ভোট করা হয়েছে । ওদেরকে নিয়ে লোকসভা ভোটের পরিকল্পনা হচ্ছে । আর আসানসোলের প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক আসানসোলে এলেই আইনশৃঙ্খলার অবনতি হবে ? আর কী বলার আছে ?"

ইডি, সিবিআই প্রসঙ্গ উঠতে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "ইডি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি । যারা চুরি করেছে তারা জেলে যাবেই ।" এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয় মলয় ঘটক তো আবারও ইডি হাজিরা এড়ালেন । তখন জিতেন্দ্র তেওয়ারির উত্তর, "উনি আমার বড় দাদার মতো । ওঁর সম্পর্কে আমি কিছু বলব না ।''

এদিকে কম্বল কাণ্ডে মৃত তিনজনের পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল আসানসোল পৌরনিগমের । জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করলেন, "এখনও পর্যন্ত একজনেরও চাকরি হয়নি । শুধু তাই নয়, ওই জায়গায় অন্য কাউকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "ওই পরিবারগুলিকে সাহায্য করার জন্য কোটি কোটি টাকা আদায় করা হয়েছিল । সেই টাকাও দেওয়া হয়নি পরিবারগুলোকে ।"

আরও পড়ুন: বাংলায় শান্তি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন বিজেপি বিধায়কের

বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমরা চাকরি দেব তো । কিন্তু আমাদের সঙ্গে তো যোগাযোগ করতে হবে । আমরা তো ওঁদের সঙ্গে যোগাযোগই করতে পারছি না । ওঁরা কেউ আসছেন না আমাদের কাছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.