দুর্গাপুর, 22 অগস্ট: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার বিজেপি নেতা গণেশ রায় ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। গ্রেফতার হওয়া বিজেপি নেতাকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ পৌরসভা নির্বাচনের প্রাক্কালে, যাকে ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, খুন হওয়া কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা'র ঘনিষ্টও গণেশ ওরফে উৎপল রায় ৷ অস্ত্র আইনে দুর্গাপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুরের পলাশডিহা ময়দানে আয়োজিত যোগদান মেলাতে দিলীপ ঘোষের হাত ধরেই ধরে বিজেপিতে যোগদান করেন গণেশ রায়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল রাজু ঝা-র সঙ্গে উৎপল ওরফে গণেশ রায়কে।
সোমবার রাতে দুর্গাপুরের মেইনগেট এলাকা থেকে দেশি পাইপগান ও দু-রাউন্ড কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। উৎপল রায় একসময় অবৈধ কয়লা কারবারের সঙ্গেও জড়িত ছিলেন। আসানসোল-দুর্গাপুরের একাধিক থানায় কয়লা সংক্রান্ত অভিযোগও রয়েছে তাঁর নামে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "বিজেপির এটাই কালচার। সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এলাকায় ৷
পালটা জেলা বিজেপি নেতৃত্বের সাফাই বিজেপি অপরাধীদের প্রশ্রয় দেয় না। বর্তমানে বিজপির সঙ্গে গণেশ রায়ের কোনও সম্পর্কও নেই। এর আগে দুর্গাপুরের বেনাচিতি এলাকায় উৎপল রায় যে ক্লাব পরিচালনা করে সেখানেও একবার বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ পেয়ে পুলিশি তল্লাশি চলেছিল। এছাড়াও দুর্গাপুরের একসময়ের দাপুটে বাম নেতার সঙ্গেও উৎপল রায়ের ঘনিষ্ঠতার কথাও এই শহরের বহু মানুষের জানা। বারবার রাজনৈতিক শিবির বদলানো এই কয়লার কারবারিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশের কাছে আর কী কী তথ্য উঠে আসে তা নিয়েই চলছে জল্পনা ৷
আরও পড়ুন: ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার 5, নির্যাতিতাকে দেখতে হাসপাতালে বিজেপি নেতা