ETV Bharat / state

লড়াই চলবে, তৃণমূল থামাতে পারবে না : অরিজিৎ - asansol police

সরকারি কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা, সরকারের বিরুদ্ধাচরণ, অশান্তি ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় অরিজিতের বিরুদ্ধে । বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট থেকে বেরিয়ে অরিজিৎ
author img

By

Published : Jul 24, 2019, 6:38 AM IST

আসানসোল, 24 জুলাই : “এই লড়াই চলবে ৷ আসানসোলের তৃণমূল নেতারা আমাকে থামাতে পারবে না ৷” গতকাল কোর্ট থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার সময় বললেন BJP যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় । সোমবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় বাস থেকে নামিয়ে অরিজিৎকে আটক করে পুলিশ । এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

Arijit
কোর্ট চত্বরে মোতায়েন পুলিশ

গত পাঁচ জুলাই আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযান ছিল BJP যুব মোর্চার । নেতৃত্বে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়সহ BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । যুব মোর্চার নেতা-কর্মীরা মিছিল করে এগিয়ে আসছিল পৌরনিগমের দিকে । পৌরনিগম থেকে প্রায় 300 মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে মিছিল থামানোর চেষ্টা করে । ব্যারিকেড ভেঙে দেয় যুব মোর্চা কর্মীরা । এরপর পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করতে শুরু করে । পালটা ইট-পাটকেল ছোড়ে BJP যুব মোর্চার কর্মীরাও । শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়েন অরিজিৎসহ কয়েকজন নেতা-কর্মী । পুলিশেরও কয়েকজন জখম হয় । এই ঘটনায় পুলিশ ১০ জন BJP কর্মীকে গ্রেপ্তার করে । অরিজিৎ রায়কে পুলিশ খুঁজছিল সেই থেকে । সোমবার রাতে কলকাতা থেকে বেসরকারি বাসে ফিরছিলেন অরিজিৎ । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাস্তায় রানিগঞ্জের কাছে বাস আটকায় ৷ আটক করা হয় অরিজিৎকে ৷ তারপর তাঁকে গ্রেপ্তার করা হয় । গতকাল আসানসোল আদালতে তোলা হয় অরিজিৎকে ৷

অরিজিৎ
অরিজিৎকে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে

সরকারি কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা, সরকারের বিরুদ্ধাচরণ, অশান্তি ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় অরিজিতের বিরুদ্ধে । বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট থেকে পুলিশের গাড়িতে ওঠার সময় অরিজিৎ বলেন, “এ লড়াই চলবেই । তৃণমূলের নেতারা যতই চেষ্টা করুক না কেন, আমাকে থামানো যাবে না ।" অরিজিৎকে দেখতে কোর্টে BJP সমর্থকরা ভিড় করেছিল ৷ ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল ৷

আসানসোল, 24 জুলাই : “এই লড়াই চলবে ৷ আসানসোলের তৃণমূল নেতারা আমাকে থামাতে পারবে না ৷” গতকাল কোর্ট থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার সময় বললেন BJP যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় । সোমবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় বাস থেকে নামিয়ে অরিজিৎকে আটক করে পুলিশ । এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

Arijit
কোর্ট চত্বরে মোতায়েন পুলিশ

গত পাঁচ জুলাই আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযান ছিল BJP যুব মোর্চার । নেতৃত্বে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়সহ BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । যুব মোর্চার নেতা-কর্মীরা মিছিল করে এগিয়ে আসছিল পৌরনিগমের দিকে । পৌরনিগম থেকে প্রায় 300 মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে মিছিল থামানোর চেষ্টা করে । ব্যারিকেড ভেঙে দেয় যুব মোর্চা কর্মীরা । এরপর পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করতে শুরু করে । পালটা ইট-পাটকেল ছোড়ে BJP যুব মোর্চার কর্মীরাও । শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়েন অরিজিৎসহ কয়েকজন নেতা-কর্মী । পুলিশেরও কয়েকজন জখম হয় । এই ঘটনায় পুলিশ ১০ জন BJP কর্মীকে গ্রেপ্তার করে । অরিজিৎ রায়কে পুলিশ খুঁজছিল সেই থেকে । সোমবার রাতে কলকাতা থেকে বেসরকারি বাসে ফিরছিলেন অরিজিৎ । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাস্তায় রানিগঞ্জের কাছে বাস আটকায় ৷ আটক করা হয় অরিজিৎকে ৷ তারপর তাঁকে গ্রেপ্তার করা হয় । গতকাল আসানসোল আদালতে তোলা হয় অরিজিৎকে ৷

অরিজিৎ
অরিজিৎকে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে

সরকারি কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা, সরকারের বিরুদ্ধাচরণ, অশান্তি ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় অরিজিতের বিরুদ্ধে । বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট থেকে পুলিশের গাড়িতে ওঠার সময় অরিজিৎ বলেন, “এ লড়াই চলবেই । তৃণমূলের নেতারা যতই চেষ্টা করুক না কেন, আমাকে থামানো যাবে না ।" অরিজিৎকে দেখতে কোর্টে BJP সমর্থকরা ভিড় করেছিল ৷ ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল ৷

Intro:“এ লড়াই চলবেই, তৃণমূল থামাতে পারবে না”- অরিজিত

“এই লড়াই চলবে, আসানসোলের তৃণমূল নেতারা আমাকে থামাতে পারবে না” কোর্ট থেকে পুলিশের গাড়িতে যাওয়ার সময় এমনই বলে গেলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিত্ রায়। গতকাল রাতে রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় বাস থেকে নামিয়ে অরিজিত্ রায়কে আটক করে পুলিশ। আজ তাকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত ৫ জুলাই আসানসোল পুরনিগম ঘেরাও অভিযান ছিল বিজেপি যুব মোর্চার। নেতৃত্বে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরিজিত রায় সহ বিজেপির জেলা সভাপতি লক্ষ্মন ঘোড়ুই। যুবমোর্চার নেতাকর্মীরা মিছিল করে এগিয়ে আসছিল পুরনিগমের দিকে। পুরনিগম থেকে প্রায় ৩০০ মিটার দুরে পুলিশ ব্যারিকেড করে মিছিল থামানোর চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে দেয় যুব মোর্চার কর্মীরা। এরপর পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করতে শুরু করে। পাল্টা ইঁটপাটকেল ছোঁড়ে বিজেপি যুব মোর্চার কর্মীরাও। শেষ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ ছত্রভঙ্গ করে বিজেপির কর্মসুচী। পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়েন অরিজিত রায় সহ অনান্য বিজেপির নেতাকর্মী। পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় পুলিশ ১০ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল। অরিজিত রায়কে পুলিশ খুঁজছিল এতদিন। গতরাতে কলকাতা থেকে ভলভো বাসে ফিরছিল অরিজিত। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মাঝরাস্তায় রাণীগঞ্জের কাছে বাস ঘিরে ফেলে আটক করে অরিজিত রায়। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। আজ আসানসোল আদালতে তোলা হয় অরিজিত রায়কে।
9 MPO act, PDPP act ¾, IPC 185/186, ধারায় সরকারী কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা সরকারের বিরুদ্ধাচরণ করা সহ অশান্তি ছড়ানোর মামলা দেওয়া হয়েছে অরিজিত রায়কে। বিচারক তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এদিন কোর্ট থেকে পুলিশের গাড়িতে যাওয়ার সময় অরিজিত রায় জানান, “এ লড়াই চলবেই। তৃণমূলের নেতারা যতই চেষ্টা করুক না কেন, আমাকে থামান যাবে না।
কোর্টে বিজেপি সমর্থকদের বিরাট ভিড় ছিল এদিন। ভিড় সামলাতে পুলিশ বাহিনীও মজুত ছিল আসানসোল মহকুমা আদালতে।
Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.