ETV Bharat / state

20 টাকা তোলা না দেওয়ায় BJP কর্মীকে মার তৃণমূলের !

ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেন জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । তিনি দলীয় কর্মী-সমর্থকদের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন ।

author img

By

Published : Jun 9, 2019, 8:10 PM IST

Updated : Jun 9, 2019, 8:17 PM IST

জেলা সভাপতির কাছে স্থানীয়দের অভিযোগ

দুর্গাপুর, 9 জুন : নিশানহাট ও পাওয়ার হাউজ় সংলগ্ন বস্তি এলাকার দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেন জেলা BJP সভাপতি ।

আজ আধঘণ্টা দলীয় কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলেন লক্ষ্মণ ঘোড়ুই । তাদের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন । লক্ষ্ণণ ঘোড়ুই জানান, দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে তোলাবাজি চলছে । টোটোচালকদের থেকেও এলাকার তৃণমূল আশ্রিত দুই তোলাবাজ দৈনিক 20 টাকা করে তোলা আদায় করে । পেশায় টোটোচালক দলীয় কর্মী সঞ্জয় বাল্মিকীর থেকেও গত পরশু (7 জুন) তোলা চায় শেখ জাহাঙ্গির ও শেখ আমিরুল (নটু) । সে পরের দিন টাকা দেবে বলার পরও তাঁর ওপর চড়াও হয় । লক্ষ্মণ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সঞ্জয়ের উপর হামলা চালায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই । নটুকে গ্রেপ্তার করা হয় । এরপর তৃণমূল কর্মীরা জোর করে তাকে ফাঁড়ি থেকে ছিনিয়ে নিতে যায় । পুলিশকেও মারধর করা হয়েছে । কিন্তু, পরবর্তী সময়ে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে । আমাদের সমর্থকদের উপর লাঠিচার্জও করেছে । পুলিশকে ইট ছোড়া, বোমাবাজি BJP-র সংস্কৃতি নয় ।"

শুনুন বক্তব্য

উল্লেখ্য, গত 7 জুন দুর্গাপুরের তালতলা বস্তিতে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় । সেই ঘটনায় পুলিশ নটু-সহ চার জনকে গ্রেপ্তার করে ।

দুর্গাপুর, 9 জুন : নিশানহাট ও পাওয়ার হাউজ় সংলগ্ন বস্তি এলাকার দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করেন জেলা BJP সভাপতি ।

আজ আধঘণ্টা দলীয় কর্মী-সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলেন লক্ষ্মণ ঘোড়ুই । তাদের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন । লক্ষ্ণণ ঘোড়ুই জানান, দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে তোলাবাজি চলছে । টোটোচালকদের থেকেও এলাকার তৃণমূল আশ্রিত দুই তোলাবাজ দৈনিক 20 টাকা করে তোলা আদায় করে । পেশায় টোটোচালক দলীয় কর্মী সঞ্জয় বাল্মিকীর থেকেও গত পরশু (7 জুন) তোলা চায় শেখ জাহাঙ্গির ও শেখ আমিরুল (নটু) । সে পরের দিন টাকা দেবে বলার পরও তাঁর ওপর চড়াও হয় । লক্ষ্মণ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সঞ্জয়ের উপর হামলা চালায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই । নটুকে গ্রেপ্তার করা হয় । এরপর তৃণমূল কর্মীরা জোর করে তাকে ফাঁড়ি থেকে ছিনিয়ে নিতে যায় । পুলিশকেও মারধর করা হয়েছে । কিন্তু, পরবর্তী সময়ে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে । আমাদের সমর্থকদের উপর লাঠিচার্জও করেছে । পুলিশকে ইট ছোড়া, বোমাবাজি BJP-র সংস্কৃতি নয় ।"

শুনুন বক্তব্য

উল্লেখ্য, গত 7 জুন দুর্গাপুরের তালতলা বস্তিতে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় । সেই ঘটনায় পুলিশ নটু-সহ চার জনকে গ্রেপ্তার করে ।

Intro:সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে বিজেপি জেলা সভাপতি

অশান্ত নিশানহাট এবং পাওয়ার হাউস বস্তীর ঘরছাড়া দলীয় কর্মী এবং জেল হেফাজতে থাকা দলীয় কর্মীদের বাড়ির সদস্যদের সাথে দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই। আজ সকালে পাওয়ার হাউস সংলগ্ন বস্তি এলাকায় দলীয় কর্মীদের পরিবারের সাথে প্রথমে দেখা করেন। প্রায় আধ ঘন্টা কথোপকথন এর পর, দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখার কথা দেওয়ার পরে পুলিশকে আক্রমন ও পুলিশের ওপর বোমাবাজির ঘটনার পরে বিধ্বস্ত নিশান হাট বস্তিতে যান। স্থানীয় বাসিন্দাদের ওপর পুলিশি নির্যাতন এবং প্রতিদিন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হুমকির অভিযোগ শোনেন দলীয় সমর্থকদের কাছ থেকে। গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরার ডাক দিয়ে প্রয়োজনে দলীয় কর্মীদের দিয়ে এলাকায় পাহারার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। দিন আনা দিন খাওয়া দলীয় সমর্থকদের পরিবারের সদস্যদের জন্য দলের তরফ থেকে রান্নার ব্যবস্থা করতে বলেন স্থানীয় নেতৃত্বকে। দলের সভাপতিকে কাছে পেয়ে এলাকার মহিলারা কান্নায় ভেঙে পড়েন। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেস প্রতি নিয়ত বিজেপি কর্মীদের আক্রমণ করছে অভিযোগ তুলে লক্ষণ ঘড়ুই বলেন আমাদের দলের সমর্থক টোটো চালক সঞ্জয় বাল্মিকী (চোপশা) তৃণমূল আশ্রিত ২জন দুষ্কৃতী শেখ জাহাঙ্গীর এবং শেখ আমিরুল (নটু) কে দৈনিক কুড়ি টাকা তোলা দিতে অস্বীকার করে। কারণ তিনি অসুস্থ থাকায় সেদিন টোটো চালাতে পারেননি। কিন্তু তৃণমূল আশ্রিত ওই দুই দুষ্কৃতী অসুস্থ সঞ্জয়কে মারধর করে। পরে পুলিশের কাছে আমাদের কর্মীরা অভিযোগ জানায় এবং নিজের ভূমিকা পালন করে নাটুকে গ্রেফতার করে। পরে পেশী শক্তির আস্ফালন দেখি তৃণমূল সমর্থকরা তাকে ফাঁড়ি থেকে ছিনিয়ে নিতে যায়। সেখানে পুলিশকে মারধর করা হয়েছে বলে শুনেছি। কিন্তু পরবর্তী সময় পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এবং আমাদের সমর্থকদের উপর নৃশংসভাবে লাঠিচার্জ করে এবং গ্রেপ্তার করে। পুলিশকে ইট ছড়া, বোমা মারা বিজেপি কর্মীদের সংস্কৃতি নয়।অন্যদিকে নিশানহাট বস্তীত উলটো দিকের তালতলা বস্তীতে কারা থাকেন এবং তাদের অনেকের বাড়িতেও বে আইনি অস্ত্রভান্ডার মজুত আছে এমন অভিযোগ উঠছে।এই তালতলা বস্তীতে মুর্শিদাবাদ, মালদহ থেকে কয়েকশো মানুষ এসে বসবাস করে।এই এলাকাতেই থাকে সেখ জাহাঙ্গীর ও সেখ আমিরুল রা।এরা দাপিয়ে বেড়ায় এই এলাকায় বলেও অভিযোগ। আরো চাঞ্চল্যকর অভিযোগ এরা কথায় কথায় সাম্প্রদায়িক লড়াই লাগিয়ে সব ধুলিসাত করে দেওয়ার হুমকিও দেয়।তাই এই নিশানহাট ও তালতলা বস্তীর বাসিন্দাদের মধ্যে এই জাতিগত বিদ্বেষ থেকেই যে শুক্রবার রাতে গোটা এলাকা উত্তপ্ত হয় তা দিনের আলোর মত পরিষ্কার।।Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 9, 2019, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.