আসানসোল, 29 মার্চ : নিয়ম বহির্ভূতভাবে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান বোর্ড মিটিং ডেকেছে বলে অভিযোগ এনে সেই বোর্ড মিটিং বয়কট করলেন বিজেপি কাউন্সিলররা (BJP councillors boycott board meeting in Asansol Municipal Corporation) । মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং হয় । এই বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের আমন্ত্রণ জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । বিজেপি কাউন্সিলর মতে আইনবিরুদ্ধ ভাবে চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন । যা তিনি ডাকতে পারেন না । আর তাই তাঁরা বোর্ড মিটিং বয়কট করেন ।
বিজেপি কাউন্সিলর চৈতালী তেওয়ারি এবিষয়ে বলেন, "চেয়ারম্যান এই বোর্ড মিটিং ডাকতে পারেন না । কারণ পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্টের 52 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, বোর্ড মিটিং পৌর কমিশনার ডাকবেন । এটি আইনবিরুদ্ধ কাজ ।"
আরও পড়ুন : Cattle Smuggling Case : গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেরা করতে হোমওয়ার্ক শুরু সিবিআইয়ের
ইতিমধ্যেই আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) পৌর কমিশনারকে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তেওয়ারি । প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু তারপরেও কমিশনার কোনও প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় বোর্ড মিটিং বয়কটের পথেই হাঁটলেন বিজেপি কাউন্সিলররা ।
বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত বলেন , "কোনও অনৈতিক কাজ মেনে নেব না । প্রশাসনিকস্তরে রাজনৈতিক প্রভাব আমরা মানতে পারব না । তাই আমরা মঙ্গলবারের বোর্ড মিটিং বয়কট করলাম ।"
অন্যদিকে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "চেয়ারম্যান বোর্ড মিটিং ডাকতে পারেন না, এটা সত্য । কিন্তু এটা বিশেষ মিটিং, তাই আমি ডেকেছিলাম । আগামী কয়েকদিনের মধ্যে বাজেট বৈঠক আছে । তাই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল । বিজেপি কাউন্সিলররা বোর্ড মিটিং বয়কট করলে তাঁদের নিজেদের ওয়ার্ডের মানুষদেরই তারা বঞ্চিত করবেন ।" বিষয়টি নিয়ে পৌর কমিশনারের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।