দুর্গাপুর, 24 জুন: পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে । ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নিউ টাউনশিপ থানা এলাকার কালিগঞ্জ গ্রামে । এলাকাবাসীর সঙ্গে সিপিআইএম নেতা প্রশান্ত রুইদাসের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । প্রশান্ত পঞ্চায়েত সমিতির সিপিআইএমের প্রার্থী হতেই তাঁর বাড়ি যাওয়ার মূল রাস্তা বাঁশ দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ । এই রাস্তা বন্ধের অভিযোগ তৃণমূল ও বিজেপি কর্মীদের বিরুদ্ধেই । তারই প্রতিবাদ করায় শনিবার প্রশান্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷
ওই এলাকার পঞ্চায়েতের বিজেপি প্রার্থী আলোচনা রুইদাসের স্বামী মুক্তি ও তাঁর দলবল এবং তৃণমূলের বেশ কিছু কর্মীরা এই কাণ্ড ঘটায় বলেই অভিযোগ । তাঁদেরকে বাধা দিতে এলে প্রশান্তর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় প্রশান্ত রুইদাসকে ভরতি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । এ দিকে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে সিপিআইএম নেতৃত্ব । ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় । দ্রুত অভিযুক্তদের শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বাম নেতৃত্ব । এলাকায় পুলিশি টহল চলছে ।
আরও পড়ুন: গভীর রাতে বোমা ফাটিয়ে হুমকি চিঠি সিপিআইএম প্রার্থীকে, অভিযোগের তির তৃণমূলের দিকে
সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, "দুর্গাপুরের কালীগঞ্জে আমাদের প্রার্থীকে কার্যত পিটিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিল তৃণমূল ও বিজেপি কর্মীরা । আমরা যেটা বারে বারেই বলছি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের তলায় তলায় আঁতাত রয়েছে, এই ঘটনা তারণ প্রমাণ । তবে আমরা আজকে নিউ টাউনশিপ থানার আধিকারিকদের জানিয়ে দিয়ে গেলাম আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আগামিদিনে আমরা এই থানার সামনে বসে থাকব । আমরা এই ঘটনা শেষ দেখে ছাড়ব ।"
আরও পড়ুন: শাসকের অত্যাচারে ছেড়ে যাওয়া গ্রামেই এবার পঞ্চায়েত সমিতির প্রার্থী বামপন্থী আইনজীবী সমরেশ
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি স্বাধীন ঘোষের বক্তব্য, এটা কোন রাজনৈতিক কারণে ঝামেলা নয় । সিপিআইএমের ওই নেতা জায়গা দখল করতে চেয়েছিল । এলাকার বাসিন্দারা তারই প্রতিবাদ করেছেন । তিনি বলেন," আর যিনি বড় বড় কথা বলছেন সেই হার্মাদ রায় সরকার বাম জমানায় এখানে এসে বসে থাকতেন । বিরোধীদের মনোনয়ন করতে দিতেন না । আমরা গর্ব করে বলতে পারি এখন সব দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এখানে লড়াই হচ্ছে ।"