দুর্গাপুর, 26 অক্টোবর: দুর্গাপুজো নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নদিয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের উদ্যোক্তারা ৷ তাঁদের এই পদক্ষেপের প্রশংসা শোনা গেল রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের গলায় ৷ ওই ক্লাবের পুরস্কার প্রত্যাখানকে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগের সঙ্গে তুলনা করেছেন ৷ কিন্তু এই নিয়ে রাজ্যপালের সমালোচনা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷
বৃহস্পতিবার শিল্পশহর দুর্গাপুরে বসে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "কে উনি (রাজ্যপাল) ? কীসের পুরস্কার দিচ্ছেন ? উনি কী বোঝেন ?’’ তাঁর আরও বক্তব্য, ‘‘রাজ্য সরকার নির্দিষ্ট প্রথা মেনে রাজ্যের বেশ কয়েকটি পুজো কমিটিকে পুরস্কার দেয় । তারই পালটা পুরস্কার দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন রাজ্যপাল ।’’
তাঁর মুখেও শোনা গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ৷ রাজ্যের বর্ষীয়ান এই মন্ত্রী বলেন, ‘‘বাংলার মানুষের শ্রমের মজুরি আজও বকেয়া, সেই মজুরির দাবি জানিয়ে রাজ্যপালের পুরস্কার প্রত্যাখ্যান করেছে ৷ ওই পুজো কমিটির সদস্যদের সাধুবাদ জানানোর ভাষা নেই ৷’’
কল্যাণী গেলে লুমিনাস ক্লাবের উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানান রাজ্যের প্রদীপ মজুমদার । ওই ক্লাব বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ওপর সম্পূর্ণ সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর । তাই মন্ত্রীর পাশে বসেই ওই ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন তিনি ৷
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "রাজ্যপাল এই রাজ্যে সমান্তরাল একটি সরকার চালানোর অপপ্রচেষ্টা চালাচ্ছেন । লুমিনাস ক্লাব আজ রাজ্যপালকে এই পুরস্কার প্রত্যাখ্যান করে একটা শিক্ষা দিল । লুমিনাস ক্লাব রাজ্যের মানুষকে এই রাজ্যপালকে প্রত্যাখ্যানের পথ দেখালো বলা যায় ।"
উল্লেখ্য, বুধবার কল্যাণীর লুমিনাস ক্লাবের উদ্যোক্তারাও জানান যে রাজ্যপাল পুরস্কার প্রদান না করে 100 দিনের কাজের টাকা আদায় করে দিন কেন্দ্রীয় সরকারের থেকে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজের মজুরির দাবিতে দিল্লি অভিযান করেন । রাজভবনের বাইরেও ধরনাও হয় । কিন্তু রাজ্যপাল কোনও সদর্থক ভূমিকা নেননি । গরিব মানুষ 100 দিনের কাজের মজুরি পেলেই তাঁদের উপহার হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছিলেন ।
আরও পড়ুন: 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবি, রাজ্যপালের দুর্গা রত্ন পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর ক্লাবের