ETV Bharat / state

খেটে খাওয়া মানুষের জন্য জোটের লড়াই : হেমন্ত প্রভাকর - হেমন্ত প্রভাকর

বৃহস্পতিবার সকালে উখরা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর । প্রার্থীর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা । স্থানীয় শংকরপুর মোড় থেকে প্রচার শুরু হয় । বাজার, স্কুল মোড়, সুঁকোপাড়া, হাটতলা হয়ে গোটা এলাকায় হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন প্রার্থী।

হেমন্ত প্রভাকর
হেমন্ত প্রভাকর
author img

By

Published : Mar 25, 2021, 1:45 PM IST

দুর্গাপুর, 25 মার্চ : তৃণমূল-বিজেপি লড়ছে লুটে খাওয়ার জন্য , আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের জন্য ৷ ভোট প্রচারে একথা বললেন রানীগঞ্জ কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআিইএম প্রার্থী হেমন্ত প্রভাকর ।

বৃহস্পতিবার সকালে উখরা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন হেমন্ত প্রভাকর । তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা । স্থানীয় শংকরপুর মোড় থেকে প্রচার শুরু হয় । বাজার, স্কুল মোড়, সুঁকোপাড়া, হাটতলা হয়ে গোটা এলাকায় হেঁটে প্রচার করেন প্রার্থী।

হেমন্তবাবু বলেন , "এলাকায় প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি । মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত । মানুষ তৃণমূল- বিজেপির থেকে পরিত্রাণ চাইছে । তাই প্রচারে যেখানে যাচ্ছি মানুষ দু‘হাত ভরে আশীর্বাদ দিচ্ছেন আমাকে ।" হেমন্তবাবু আরও বলেন, ‘‘যাঁরা বলছেন খেলা হবে তাঁরা সব ডাকাতের দল । বিজেপি দেশের সম্পত্তি বিক্রি করে আর তৃণমূল রাজ্যের মানুষকে বঞ্চিত করে নিজেদের আখের গোছাচ্ছে । সোনার বাংলা নয়, সোনার বাংলো গড়তে চাইছে ওরা নিজেদের জন্য । আমরা লড়ছি বাংলাকে সোনার মতো করে তৈরি করতে ৷’’

ভোট প্রচারে সিপিআিইএম প্রার্থী হেমন্ত প্রভাকর

তিনি জানিয়েছেন ,লুটে খাওয়ার বিরুদ্ধে আর খেটে খাওয়া মানুষের স্বার্থে তাঁদের লড়াই । বামেদের প্রার্থী তালিকায় এবার প্রবীণদের বদলে নবীনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে হেমন্তবাবু বলেন , "প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উৎসাহের মেলবন্ধনে এবার বাংলায় জোটের জয় হবে ।" মূল প্রতিদ্বন্দ্বী কে জিজ্ঞেস করায় তিনি বলেন, "ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে আদর্শ ও নীতির ।" তাঁর কথায়, ‘‘ভোট প্রচারে বিজেপি আর তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতির প্রতিযোগিতায় নেমেছে ।" তিনি আরও বলেন, "প্রতিশ্রুতি নয়, আমরা চাই শিল্প-কলকারখানা, কর্মসংস্থান, বেকার যুবক-যুবতীদের চাকরি, দুর্নীতিমুক্ত টেট পরীক্ষা ।"

দুর্গাপুর, 25 মার্চ : তৃণমূল-বিজেপি লড়ছে লুটে খাওয়ার জন্য , আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের জন্য ৷ ভোট প্রচারে একথা বললেন রানীগঞ্জ কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআিইএম প্রার্থী হেমন্ত প্রভাকর ।

বৃহস্পতিবার সকালে উখরা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন হেমন্ত প্রভাকর । তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা । স্থানীয় শংকরপুর মোড় থেকে প্রচার শুরু হয় । বাজার, স্কুল মোড়, সুঁকোপাড়া, হাটতলা হয়ে গোটা এলাকায় হেঁটে প্রচার করেন প্রার্থী।

হেমন্তবাবু বলেন , "এলাকায় প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি । মানুষের উৎসাহ দেখে আমি অভিভূত । মানুষ তৃণমূল- বিজেপির থেকে পরিত্রাণ চাইছে । তাই প্রচারে যেখানে যাচ্ছি মানুষ দু‘হাত ভরে আশীর্বাদ দিচ্ছেন আমাকে ।" হেমন্তবাবু আরও বলেন, ‘‘যাঁরা বলছেন খেলা হবে তাঁরা সব ডাকাতের দল । বিজেপি দেশের সম্পত্তি বিক্রি করে আর তৃণমূল রাজ্যের মানুষকে বঞ্চিত করে নিজেদের আখের গোছাচ্ছে । সোনার বাংলা নয়, সোনার বাংলো গড়তে চাইছে ওরা নিজেদের জন্য । আমরা লড়ছি বাংলাকে সোনার মতো করে তৈরি করতে ৷’’

ভোট প্রচারে সিপিআিইএম প্রার্থী হেমন্ত প্রভাকর

তিনি জানিয়েছেন ,লুটে খাওয়ার বিরুদ্ধে আর খেটে খাওয়া মানুষের স্বার্থে তাঁদের লড়াই । বামেদের প্রার্থী তালিকায় এবার প্রবীণদের বদলে নবীনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে হেমন্তবাবু বলেন , "প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উৎসাহের মেলবন্ধনে এবার বাংলায় জোটের জয় হবে ।" মূল প্রতিদ্বন্দ্বী কে জিজ্ঞেস করায় তিনি বলেন, "ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে আদর্শ ও নীতির ।" তাঁর কথায়, ‘‘ভোট প্রচারে বিজেপি আর তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতির প্রতিযোগিতায় নেমেছে ।" তিনি আরও বলেন, "প্রতিশ্রুতি নয়, আমরা চাই শিল্প-কলকারখানা, কর্মসংস্থান, বেকার যুবক-যুবতীদের চাকরি, দুর্নীতিমুক্ত টেট পরীক্ষা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.