আসানসোল, 2 এপ্রিল : পশ্চিম বর্ধমানে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে মানুষের ভিড় বাড়ছে ৷ দলীয় সমর্থকরা তো বটেই, সাধারণ লোকও ভিড় করেছিলেন তারকা প্রার্থীকে দেখতে । কিন্তু এই বিপুল জনসমাগমের মধ্য কোথাও কোভিড সুরক্ষাবিধি লক্ষ্য করা যায়নি ৷
আজ সারাদিন সায়নী হীরাপুরের নাকড়াসোতা, পুরুষোত্তমপুর, কুইলাপুর সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার সারেন । তাঁকে দেখতে শুধু যে দলীয় কর্মী সমর্থকরাই ছিলেন তাই নয়, ভিড় করেছিলেন অসংখ্য গ্রামবাসী ৷ তাঁদের মধ্যে কেউ মালা পরিয়ে, কেউ আবার জড়িয়ে ধরে আপন করে নেন তারকা প্রার্থীকে ৷ প্রচারে বেরিয়ে গ্রামের বাচ্চাদের কোলে তুলে নিতেও দেখা যায় সায়নীকে ৷
আরও পড়ুন : কন্যাসম ঐশীর লড়াইয়ের পাশে মিনাক্ষীর বাবা
তবে কারওর মধ্যেই কোনও কোভিড সুরক্ষাবিধি লক্ষ্য করা যায়নি । অধিকাংশের মুখেই ছিল না মাস্ক ৷ মানা হয়নি সামাজিক দূরত্বও ৷ আর এতেই বাড়ছে আশঙ্কা ৷ রাজ্যে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর চেয়ে একধাক্কায় করোনা অনেকটাই বেড়েছে পশ্চিম বর্ধমানে । গতকালের রিপোর্ট অনুসারে 70 জন রোগী নতুন করে আক্রান্ত হয়েছেন । প্রায় 365 জন করোনা পজেটিভ রোগী এখনও চিকিৎসাধীন আছেন ।