দুর্গাপুর, 4 এপ্রিল : ভোটের আগে ফের একবার সরগরম পশ্চিম বর্ধমানের রাজনীতির বাতাবরণ ৷ বিতর্কের শিরোনামে বিজেপির যুবমোর্চার নেতা জিৎ চক্রবর্তী ৷ দুর্গাপুর টাউনশিপ এলাকার বাসিন্দা তিনি ৷ কিছুদিন আগে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে ৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু সম্প্রতি একটি নীল ছবির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে জিৎ চক্রবর্তীকে ৷
ভিডিয়োটির খবর প্রকাশ্যে আসার পরেই তা বিদ্যুৎগতিতে ভাইরাল হয়ে যায় দুর্গাপুর এলাকায় ৷ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে ইতিমধ্যেই ৷ দলের পক্ষ থেকে আসানসোল জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত জানিয়েছেন, ওই যুবনেতাকে দলের তরফে শো-কজ় করা হয়েছে ।
তবে এই শো-কজ় আদতে লোক দেখানো বলেও অভিযোগ তুলছেন অনেকে ৷ এই যুব মোর্চার নেতাকে কখনও দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে ভোটের প্রচারে ৷ আবার কখনও দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে । সেই সব ছবিগুলিও নতুন করে ভেসে উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় ৷ আর সঙ্গে সেই নীল ছবির ভিডিয়োটিও ঘোরাফেরা করছে নেট দুনিয়ায় ।
আরও পড়ুন : আবাসনে মধুচক্রের আসর ? দুর্গাপুরে রাস্তা অবরোধ আবাসিকদের
একদিকে যখন জিৎ চক্রবর্তীর বিরুদ্ধে নীল ছবি করার অভিযোগ উঠছে, তখন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলেরই মহিলা নেত্রী চন্দ্রমল্লিকা গোস্বামী বন্দ্যোপাধ্যায় ।
গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে এমন সব চাঞ্চল্যকর অভিযোগ দেখে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল । পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "এই সব নেতা যাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে, এই দল আবার সোনার বাংলা গড়বে বলছে । নীল ছবির নায়করা দলের নেতা । কি হাল হবে ভাবুন ।" সব মিলিয়ে দুর্গাপুরে চরম বিড়ম্বনাতে গেরুয়া শিবির ।