আসানসোল, 2 এপ্রিল : আহত BJP কর্মীদের আসানসোল জেলা হাসপাতালে দেখতে গেলেন বাবুল সুপ্রিয় । গতকাল সন্ধ্যায় সস্ত্রীক হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।
সোমবার চতুর্থ দফার নির্বাচনে আসানসোলে বারাবনির নান্দাই গ্রামের একটি বুথে ভোট লুটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । BJP-র ST মোর্চার নেতা হারাধন সোরেন ও রামলাল কিসকু ভোট লুটে বাধা দেন । পরদিন সকালে ওই দুই BJP নেতাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । দু'জনকেই আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয় । রামলালের অবস্থা আশঙ্কাজনক । তাঁর দুটি হাত ভেঙে গেছে । মাথায় 35টি সেলাই পড়েছে । হারাধনের অবস্থা স্থিতিশীল । গতকাল তাঁদেরই দেখতে যান বাবুল ।
হাসপাতাল থেকে বেরিয়ে বাবুল বলেন, "FIR করা হয়েছে । অভিযুক্তদের নাম পরিষ্কার বলে দেওয়া হয়েছে । আমরা একদিন দেখব । কিন্তু গ্রেপ্তার হবে না জানি । সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে যাব ।"